নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Nature

হুতুম

হুতুম › বিস্তারিত পোস্টঃ

আপনি নিজেই তো অনির্বাচিত, গায়ের জোরে ক্ষমতায় : শেখ হাসিনাকে মান্না

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৭

দেশে ভয়াবহ সংকট চলছে উল্লেখ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের ১৬ কোটি মানুষকে বাঁচাতে এখন জাতীয় সংলাপের প্রয়োজন।
দেশের স্বার্থে অর্থবহ সংলাপের দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল লেবার পার্টির আয়োজিত প্রতীকী অনশনে তিনি এ কথা বলেন।



দেশের প্রধান দুই দলের নেত্রীদের উদ্দেশ্য করে মান্না বলেন, আজ ১৬ কোটি মানুষ দুটি জোটের কাছে বড় অসহায়। এতো বড় সংকটের সময় তাদের কানের কাছে বাতাস যাচ্ছে না।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি বড়াই করে বলেন- অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেবেন না। আপনি নিজেইতো নির্বাচিত নন। আপনারা গায়ের জোরে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন।’
‘জনগন এখনো সম্মিলিতভাবে গায়ের জোর প্রয়োগ করে নাই। ভালো হয়ে যান। দেশের ভালোর জন্য সাবাইকে ডেকে এনে এইসব সমস্যার সমাধান করুন’ যোগ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তার বাসায় গেলে তাকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি, এটা ভালো হয়নি। দরজা খুলে প্রধানমন্ত্রীকে ভেতরে বসিয়ে সম্মান দেখানো উচিত ছিল।
মান্না বলেন, ‘বেগম জিয়া তার জন্য অফিসের দরজা বন্ধ করে দিয়েছে এটা অন্যায়। কিন্তু তাই বলে শেখ হাসিনা ১৬ কোটি মানুষের গণতন্ত্রের দরজা বন্ধ করে দেবেন তা হয় না।’
তিনি বলেন, ‘আরাফাত রহমান কোকো সেনা কর্মকর্তার ছেলে হিসেবে তাকে সামরিক কররস্থানে দাফন করার কথা থাকলেও রাগের কারণে তাকে সেখানে দাফন করতে দেয়া হয়নি।’
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মান্না বলেন, ‘৫ জানুয়ারি অবৈধ নির্বাচনের মাধ্যমে আপনারা ক্ষমতায় টিকে আছেন। কিন্তু এক মাঘে তো শীত যায় না। মনে করেছেন একবার পার পেয়েছেন, বারবার পার পেয়ে যাবেন। বারবার আপনারা পার পাবেন না।’
তিনি প্রশ্ন তুলে বলেন, সরকার দেশের জনগণকে নিরাপত্তা দিতে পারছে না। নিরাপত্তা দিতে না পারলে ক্ষমতায় বসে আছে কেন?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমজনতার কন্ঠস্বরের প্রতিনিধিত্ব করা মান্না ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সত্যে বিজয়ী হবেই।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৬

খেলাঘর বলেছেন:



শেখ হাসিনার সমস্যা আছে, তবে মান্না পান্না কোন কিছু জানে না; মান্নার লেখা পড়ার চেস্টা করছি, গোবর; মান্নার বক্তব্য অকাজা।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
নিরাপত্তা দিতে না পারলে ক্ষমতায় বসে আছে কেন?
ক্ষমতা?
ক্ষমতায় তোকে বসিয়ে দিতে হবে নাকি বেয়াদবের বাচ্চা!

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সরকারতো সরকার... স্বৈরাচার অনির্বাচিত...
তার সমর্থকদের ভাব দেখেন না!!!

বিবেক , বুদ্ধি, চেতনা সব লিজ দিয়া - কানার হাট বাজারে সবের সেকি গলাবাজি ;) ...... =p~ =p~ =p~ =p~

মান্নারা বলে বেয়াদব!? তিনার আদব খানা কুতায় জাতি জানতে চাইতেই পারে???
ভিন্নমত হলেই গালাগালি, বাজে ভাষার ভ্যবহারই প্রমাণ করে তারা রাজনৈতিক ভাবে দেউলীয়া বলেই - গলাবাজিতে টিকে থাকতে চায় !!!
সেইম ! ম্যান!

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:






এদেশে ক্ষমতা-হারা অথবা দলছাড়া হবার পর কাউকে কাউকে
দেখি সুশীল হতে, সাংঘাতিক নিরপেক্ষ হয়ে যান তারা...
কেউ কেউ হঠাৎ দেশপ্রেমিকও হয়ে যান।

ক্ষমতায় থাকাকালীণ যদি একটু দেশপ্রেম দেখাতেন,
বা একটু সুশীলতা দেখাতেন তবে দেশটা কতইনা সুখের হতো! B-) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.