নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Nature

হুতুম

হুতুম › বিস্তারিত পোস্টঃ

মুসলিম ও খৃষ্টানদের জোর করে নির্বীজীকরণ করা উচিত: হিন্দু মহাসভা

১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪১

শীর্ষ নিউজ ডটকম, ঢাকা: মুসলিম ও খৃস্টানদের জোর করেই নির্বীজীকরণ করিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করে নতুন বিতর্কের সূত্রপাত করলেন উগ্রবাদী হিন্দু মহাসভার অন্যতম শীর্ষ নেত্রী সাধ্বী দেবা ঠাকুর।

শনিবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, মুসলিম ও খৃস্টানদের বাধ্যতামূলক ভাবে নির্বীজীকরণ অস্ত্রোপচার করিয়ে দেওয়া উচিত। তাতে তাদের সম্প্রদায়ের সম্প্রসারণের ওপর নিয়ন্ত্রণ থাকবে, না হলে যে হারে মুসলিম-খৃস্টান সম্প্রদায়ভুক্তদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে হিন্দুদের অস্তিত্ব সঙ্কটে পড়তে পারে।

সাধ্বী বলেন, “মুসলিম ও খৃস্টানদের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। একে নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রকে জরুরি অবস্থা জারি করতে হবে। সেখানে সব মুসলিম ও খৃস্টানদের জোর করে নির্বীজীকরণ করাতে হবে, যাতে তারা সংখ্যা বৃদ্ধি না করতে পারে।”

সারা ভারত হিন্দু মহাসভার সহ-সভানেত্রী একইসঙ্গে হিন্দুদের উদ্দেশে অধিক সন্তান জন্ম দেওয়ার আহ্বানও করেন।

সাধ্বী বলেন, “হিন্দুদের উচিত অধিক সন্তানের জন্ম দিয়ে সম্প্রদায়ের সংখ্যা বৃদ্ধিতে জোর দেওয়া, যাতে সারা বিশ্বে এর প্রভাব পড়ে। এখানেই শেষ নয়। সাধ্বী এর পাশাপাশি আরও একটি বিতর্কিত মন্তব্য করেন।”

তিনি জানান, “হিন্দু দেব-দেবীদের মূর্তি মসজিদ ও গির্জায় বসাতে হবে।” পাশাপাশি, নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমী’ বলে উল্লেখ করে হরিয়ানায় তার মূর্তি বসানোর জোর সওয়াল করেন তিনি।

শীর্ষ নিউজ ডটকম/মিঠু - See more at: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.