![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মুখ থেকে একবার যে কথা বেরিয়ে যায় তা আর ফিরত আসে না।
হালখাতা টা গেল যে কই
আছে নাকি বাকি যে রই
সই তো আর হয়না আজ
নেইতো কালি-কলম লিখবো আজ।
খাতাযে আজ উবে গেছে
কো.....থাও যে আর নেই
কাজী বলে ঐতো খাতা
আমি বলি কাবিন নামা।
হালখাতা যে আজকে শুরু
রবে না যে আর বাকীর শুরু
ফাকী দিয়ে লাভ কি বলো
হালখাতা টা চুকালে ভাল।
ভালোবাসা হয়তো রবে
হালখাতা টা নয়তো যাবে
গেলে পারে হারিয়ে যাবে
পেজ থ্রি তে ছাপবে তবে।
©somewhere in net ltd.