![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মুখ থেকে একবার যে কথা বেরিয়ে যায় তা আর ফিরত আসে না।
শুন্য দুটি হাত বাড়িয়ে
দাঁড়িয়ে আছি তোমার পানে
তুমি কি ভাবছ বল
আমি কি শুধুই তোমার।
যদি ভাব আমি তোমার
হাত খানা দুটি দিও
মোর হাতে হাত রেখে
শপথ করি আজিকে তোমায় নিয়ে
কভু ছাড়বনা এই হাত
কভু পিছ পা হব না
তোমায় নিয়ে থাকব মুই
নিজের মতন করে।
হাতখানা যদি দাও মোরে
সারাটি জীবন রব ধরে
ছাড়বনা যদিনা হয় মৃত্যু
কল্পনার জগৎটাকে ছিড়ে
ফেলে এসো নতুন করে
আবার ধরি হাতে হাত
গাই সেই জীবনের জয়গান।
©somewhere in net ltd.