![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি ১৬ই ডিসেম্বর উপলক্ষে আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টের প্রায় ৭০%+ তাদের প্রোফাইল পিকচারে আমাদের জাতীয় পতাকা আছে এমন ছবি দিয়েছেন, ভাল কথা, সোশ্যাল মিডিয়াতে আমাদের দেশকে প্রমোট/রিপ্রেসেন্ট করবেন, রেকর্ড করবেন, খুবই ভাল কথা।
কিন্তু আপনি কি জানেন যেই সূর্যসন্তান, বীর মুক্তিযোদ্ধারা আপনার আমার জন্য এই পতাকা অর্জন করেছে তাঁদের অনেকই মানবতর জীবন-যাপন করছেন??
নিজেদের জীবন বিপন্ন করে স্বাধীন করেছে আমাদের এই দেশ, যার ফলেই আমরা আজ এই পতাকা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করে রেকর্ড করার আশা করছি তাঁদের অনেকেই আজ সুবিধা বঞ্চিত, কতটা কষ্টের বোবা আর্তনাদ, কতটা বিতৃষ্ণা তাঁদের এই জীবনের প্রতি! ??
অবশ্যই আমরা আমাদের দেশকে সোশ্যাল মিডিয়া তে প্রমোট করব, কিন্তু তার আগে আসুন না যে যার অবস্থান থেকে আমাদের সূর্যসন্তানদের পাশে দাড়াই?
আমরা পারব আমরা ৭১ এও পেরেছি এখনোও পারব, বিজয় আমাদের আসবেই।
১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬
মশিউর রহমান ইমরান বলেছেন: ধন্যবাদ সাইফুদ্দিন আযাদ ভাই, পুরোপুরি একমত।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩০
বংশী নদীর পাড়ে বলেছেন: আমি যদি বলি তা হলে বলবো এভাবে
১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২২
মশিউর রহমান ইমরান বলেছেন: ভাল বলেছেন
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪৮
সাইফুদ্দিন আযাদ বলেছেন: রাইট বলেছেন, স্বাধীনতার এতবছর পরও যে দেশে বীরশ্রেষ্ট রুহুল আমীনের ছেলে চায়ের দোকানে পানি টেনে জীবিকা নির্বাহ করতে হচ্ছে. তাহলে কাদেরকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে সম্মান দেওয়া হচ্ছে? বীরশ্রেষ্ট রুহুল আমিনের ছেলেদের কোন দাম নেই? তাদের জন্য কোন কোটা বরাদ্দ নেই দেশে! থাকলে তাদের ছেলে সংসার চালাতে চায়ের দোকানে কাজ করতে হচ্ছে কেন? নাকি তাদের বাপে সর্বোচ্চ আত্মত্যাগ নিজের জীবন দিয়ে এইদেশ স্বাধীন করেছে তাই এই অপরাধ?
যারা ফেসবুকে পতাকার রেকর্ড করতে চান তাদেরকে বলি পারলে এই পতাকার রেকর্ড ফেকড় বাদ দিয়ে ওদের জন্য কিছু করুন....