![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Money is as much important, as is patrol in a car, not more, not less.
কিছুদিন আগে ইউটিউবে সন্দীপ মহেশ্বরী স্যারের ইন্ডিয়া ট্যুর সেমিনার দেখতেছিলাম। তো এক পর্যায়ে স্যার অডিয়ান্সকে প্রশ্ন করলেন, "ইউটিউবে প্রয়াত রাষ্ট্রপতি এপিজি আবুল কালাম আযাদের একটি অটোবায়োগ্রাফি আছে কয়জন দেখছেন। হাজার পাচেক অডিয়ান্সের মধ্য হাতেগনা মাত্র ৫/৭জন হাত তুলে সাড়া দিলো। সাথে সাথে আরেকটা প্রশ্ন করলেন হানি সিংয়ের গান কয়জন শুনছে??? ১০০% সাড়া পেলেন। " তারপর যা ঘটল তা শুনে আমি পুরাই শকজ হয়ে গেলাম।
সন্দীপ স্যার বলল, হুম হানি সিং তাই না.... চার বোতল ভোটকা চার বোতল ভোটকা... হানি সিংয়ের নাম শুনলেই চার বোতল ভোটকা মনে পড়ে। চার বোতল ভোটকা মানে সানি লিওন নাচতেছে। ব্যস গায়া কাম সে.... চালো কোয়ি বাত নাহি। ইন্টারনেট পে যাও সানি লিওন টাইপ কারও অউর টাইম পাস....
এমনই হয়... আমাদের মাইন্ড কোনো লেখা বা কি ওয়ার্ড রিড করার ক্ষমতা রাখে না। জাস্ট ইমেজ রিড করতে পারে। হানি সিং মানে ভোটকা আর ভোটকা মানে সানি লিওনের নাচ আর সানি লিওন মানে ইন্টারনেট পিসি মোবাইল আর যেখানেই হোক টাইম পাস। সানি লিওন একজন পর্ণস্টার আর তার নাম সামনে আসলেই আমাদের মাথার সেই কুরুচিপূর্ণ কার্যকলাপ মাথায় আসবে। আমাদের মাইন্ড কখনই কারও নাম রিড করবে না, যা করবে তা হলো জাস্ট ইমেজ। নাম নিতেই সেই জিনিসটা কল্পনায় চলে আসবে।
কাল যখন আমাদের দেশে সানি লিওন আসবে তখন অবশ্যই মিডিয়াতে দেখাবে। আর মিডিয়াতে আসা মানে দেশের অন্তত হলেও ৫০%মানুষের দেখা। আর যারা তার সম্পর্কে জানেও না তারা আশেপাশে থেকে কানকানি করে জেনে নিবে। আর জানা থেকে কৌতুহল। আর কৌতুহল থেকে ইন্টারনেটে টাইম পাস...
সানি লিওন দেশে কেন আসছে, কোন ব্রান্ডের এম্বাসেডর হয়ে বা কিভাবে আসছে সেটা না। সে কি, তার অতীত কি, তার ভবিষ্যৎ কি সেটাই মেইন ফ্যাক্ট। যারা এডাল্ট তাদের নিয়া কোনো কথা নাই কিন্তু যারা প্রাইমারী বা সেকেন্ডারি লেভেলে বিশেষ করে নবম-দশম শ্রেণীর স্টুডেন্টদের উপর কেমন প্রভাব পড়বে ভাবা যায়???
কোনো ধর্মীয় ফতেয়া দিতে চাই না। নিজের বা যারা সানি লিওন সম্পর্কে জানে তাদেরও স্বার্থে নয় যারা আমাদের আগামী, যারা আমাদের ভবিষ্যৎ শুধু মাত্র তাদের কথা চিন্তা করে আমাদের সকলের উচিত সানি লিওনের বাংলাদেশে আসা অবিলম্বে বন্ধের দাবী জানানো
২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৩
আমি উম্মাদ বলেছেন: ধন্যবাদ, শুভকামনা রইল...
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৮
রাখালছেলে বলেছেন: সহমত