![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বায়নের দ্বারে আমাদের দেশের প্রান্তজনদের জন্য উপযোগী কিছু করা এখনই দরকার বলে মনে করি।
কাছে দুরের সকলকে ঈদ মোবারক!!! আমাদের সকলের কোরবানির নিয়ত যেন মহান আল্লাহ কবুল করেন এবং সকলকে রহমত করেন।
প্রতি কোরবানির ঈদের মত এবারও প্রচুর পশু কোরবানি দেয়া হল ঢাকা শহরে। আজ ও কালও অনেকে দিতে পারেন। কিন্তু জবাই করার পর এর রক্ত ও বজ' যেন দুঘ'ন্ধ ছড়াতে না পারে এব্যাপারে কোন পদক্ষেপ নাগরিকদের নিতে দেখা যায় না। সিটিকরপোরেশন তো আছেই।
এটা শুধুমাত্র সিটিকরপোরেশনের কাজ, এই ভেবে মানুষজন রাস্তাঘাটে ইচ্ছামত কোরবানির পশু জবাই করে এবং তা কাটাছেড়া করে। এ অবস্হায় আমাদের কত'ব্য কি তা কি আমরা জানি? যেমন আমিই সব জানি না। এ ব্যাপারে কোন নিতিমালা কি আছে? আর তা থাকলে তা কায'কর হলে এর সমাধানই বা কতটুকু হবে? আমি এটাকে একটি সামাজিক সমস্যা বলেই ভাবছি। সামাজিক এই ধরনের সমস্যার সমাধান কিন্তু আমাদের হাতের কাছেই আছে। যেমন ময়লা সংগ্রহকারী কাজ যারা করেন। তারা এই দিনে একটি ভিন্ন সাভি'স সমাজকে অথে'র বিনিময়ে দিয়ে একটি কায'কর সমাধান আমাদের সমাজকে দিতে পারে। এ ব্যাপারে এসকল সামাজিক উদ্যোক্তাদের উত্সাহ দিবার কাজটি কিন্তু আমাদের এখন থেকেই করতে হবে।
---------------
এই সমস্যার এরকম সমাধনের দরকার আছে নাকি এরকম সমাধনের দরকার নেই?
এ ব্যাপারে আপনাদের মন্তব্য চাইছি।
২২ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২২
জাদীদ বলেছেন: যেমন ময়লা সংগ্রহকারী কাজ যারা করেন তাদের উত্সাহ দিবার কাজটি করতে পারলেই হবে। তারা কাজ শুরু করলে এ নোংরা গন্ধ হতে আমরা রেহাই পাব বলে আমি মনে করছি। তাদের ব্যবসায়িক লাভও হল আমাদের একটা সমস্যার সুন্দর সমাধানও হল। আপনার বা আমার এটা নিজ হাতে না করলেও হবে। তবে এই ধরনের ব্যবসায় নামলে অন্য কথা!
২| ২২ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হক কথা
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনাদের ও সিটি কর্পোরেশনের অবশ্যই পরিষ্কারের কাজটা করা উচিত (আমি পারবো না। গরুর ইয়ে দেখলেই আমার বমি আসে।) আমাদের বাসার পাশেই অনেক গরু কুরবানি দেয়া হয়েছে। তা থেকে নোংরা গন্ধ ছড়াচ্ছে। +