নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বই কিনুন,বই পড়ুন ।বই পড়লে বই লিখতে পারবেন ।

আকতার হাফিজ

আকতার হাফিজ › বিস্তারিত পোস্টঃ

ম. হাফিজ এর উপন্যাস -ডেভিল ওয়ার্কশপ

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

ডেভিল ওয়ার্কশপ
ম. হাফিজ
সুন্দর অট্টালিকা,উন্নত পরিবহন ব্যবস্থা,প্রযুক্তির চরম উতকর্ষতা,জমকালো জীবন যাপন এ গুলো উন্নত সভ্যতা নয় ।উন্নত সভ্যতা হল আলোকিত মানুষ ও উন্নত জীবন আচরন ।মনুষ্যত্ব ,মুল্যবোধ ও নৈতিকতা এ গুলো মানুষকে গড়ে তুলে আলোকিত মানুষ হিসেবে ।সভ্যতাকে করে উন্নত ও পরিশীলিত ।
আর যখনই মনুষ্যত্ব ও মুল্যবোধের অবক্ষয় শুরু হয় তখনই সমাজের ভিতে ক্ষয় শুরু হয় ।সমাজ ভেঙ্গে পড়ে ।মানুষ সেই ধংস স্তুপের নিচে চাপা পড়ে বেঁচে থাকে মৃতের মত কিংবা মরে যায় ।
এ বইয়ের কাহিনী এমনই একটি ক্ষীয়মান সমাজের ভবিষ্যত খন্ড চিত্র ।বর্তমান কিংবা অতীতের কোন ঘটনা বা ব্যক্তি চরিত্র এখানে চিত্রায়িত করার চেষ্টা করা হয়নি ।বরং দূর ভবিষ্যতে সমাজে এ ধরনের ঘটনা ঘটতে পারে ,এ চিন্তার ফসলই হল এ লেখার মুল উপকরন ।কারন বর্তমানে নৈতিকতা ও মুল্যবোধের যে চরম অধঃপতন ও অবক্ষয় শুরু হয়েছে এবং মানুষের মানসিক প্রবনতা গুলোর যে নেতিবাচক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে তাতে দূর বা অদুর ভবিষ্যতে সমাজে এ ধরনের ঘটনা বা চরিত্রের উদ্ভব হবে না সে ধারনা অলিক নয় ।তবুও এ কাহিনী একান্তই কল্পনা প্রসূত ।তাই বর্তমান কিংবা অতীতের কোন ঘটনা ,জীবিত বা মৃত কোন ব্যক্তির চরিত্র গত কোন মিল যদি এ বইয়ে খুজে পাওয়া যায় তাহলে সেটা আমার অনিচ্ছাকৃ্ত এবং কাকতলীয় ।এজন্য আমি ক্ষমা প্রার্থী ।

এই উপন্যাস টি একুশে বই মেলা-২০১৬ তে বের হচ্ছে ।পাওয়া যাবে ২৪৭ ,২৪৮ নম্বর স্টলে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০

বিজন রয় বলেছেন: অভিনন্দন। বইটির প্রচ্ছদটি এখানে দিতে পারতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.