নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাফসীর নিয়ে গবেষনামূলক লিখা লিখতে ভালবাসি, যুক্তি সহজে হজম হয় না, বিশুদ্ধ কিতাবের উদ্ধৃতি ছাড়া ধর্মীয় কোন বিষয় গ্রহণ করি না, আক্রমনাত্বক সমালোচনা পড়তে ও লিখতে সাচ্ছন্দ বোধ করি।

ডিগবাজি বিশারদ

খাটি কাঠমূল্লা যাকে বলে সেটাই আমি

ডিগবাজি বিশারদ › বিস্তারিত পোস্টঃ

বাবা! মনে কষ্ট নিস না...

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৮



কোন এক বিষণ্ণ বর্ষার বিকেলে,
ছুটেছিলাম ছায়াসুনিবিড় গ্রামে
অর্থের প্রয়োজনে, মায়ের কাছে..

তখন কোন এক ক্লাসে পড়ি। ফরম ফিলআপ, কিছু বইপত্র, টুকিটাকি অনেক কিছুর জন্যেই ঋণে পিঠ বেকে গিয়েছিল। দাতারা সবাই চাপ দিচ্ছে। কোথায় পাব এত টাকা? কোথাও দৃঢ়পদে দাড়াতে পারছিলাম না। নিরুপায় হয়ে ছুটে চললাম মায়ের কাছে। সবার শেষ ঠিকানা।
বাড়িতে যাব ভাড়া কোথায়? রাত ১২ টায় একটি মেইল ট্রেন আছে। টিসি থাকে না বিধায় আমার মত কপর্দকশূণ্যের এটাই শেষ ভরসা। অন্তত টিকিট চেয়ে কেউ লজ্জা ত দিবে না! এখন বাজে দুপুর ২:৩০ মিনিট। টাকা থাকলে হয়ত বাসে চলে যেতাম।
নির্জন নিঃশব্দ রজনি। ঝিরিঝিরি বৃষ্টি পরছে। ঝাকড়া মারা অন্ধকারের বুক চিড়ে ট্রেন চলছে আপন গতিতে।

রান্না ঘরে আম্মার পাশে বসে আছি। সকালে এসেই বলেছিলাম ‘আম্মা! বর্ডিং এর খাবার খাইতে পারি না। কিছু একটা করে দেও’ আমার আম্মা কথাটুকু শুনে স্থির থাকতে পারেনি। ছলছল চোখে দৌড়ে গিয়েছিল দাদির কাছে, গাছের কিছু জলপাই চাইতে। সেই জলপাই আচার বানাচ্ছে আম্মা।

`আম্মা! কয়ডা টেহা দরকার`
`কয় টেহা?`
`কেমনে যে কই!`
`আরে পাগলা! ক দেহি`

আমি জানি আম্মার স্বামর্থের কথা। আমার যত টাকার প্রয়োজন, হয়ত আম্মা এত টাকা একসাথে কোনদিন হাতেও নেয়নি।
`আম্মা! দুই হাজার টেহা লাগব`
হতাশ চোখে তাকিয়ে আছে আমার আম্মা। হয়ত ভাবছে নিজের অপারগতার কথা। এলোমেলো ভাবে আচাড় নাড়ছে। পাতিল নামিয়ে আম্মা ঘরে গেল। আমি চুলার পাড়েই বসে আছি। কিছুক্ষণ পরে কাপরের এক পুটলি নিয়ে আম্মা ফিরে আসল। অনেক গুলা ছিড়া কাপরের মাঝখান থেকে বেধে রাখা কিছু টাকা বের করে বলল-
`গুণ ত! দেহি কয় টেহা আছে`

আমার চোখ ঝাপসা হয়ে আসছে। ইচ্ছা সত্বেও হাত এগুচ্ছে না। পক্ষাঘাতগ্রস্থের মত দৃষ্টি ফেরাচ্ছি। একবার আম্মার দিকে, একবার টাকা গুলোর দিকে। এক টাকা, দুই টাকা, পাঁচ টাকা। মাঝে মাঝে দশটাকার নোটও দেখা যাচ্ছে। আমার আম্মা পেয়ারা বেচে টাকা গুলো জমিয়েছে। পাঞ্জাবির হাতা দিয়ে বারবার চোখের পানি মুছে যাচ্ছি। গুণে গুণে ১৩৪২ টাকা হয়েছে।
আম্মা বলল `বাবা দাড়া! আরো কয়ডা টেহা আছে, আনতাছি`
দুইশ' টাকা নিয়ে আম্মা ফিরে এসেছে রান্না ঘরে। আমার চোখে বাধ ভাঙ্গা পানির ঢেউ।

‘আম্মা! যাই তাহলে?’
‘যা বাবা! মনে কষ্ট নেস নে। মুন দিয়ে লেহা পরা করবি। একটা কতা মনে রাহিস “এই দিন, দিন নয় আরও দিন আছে - এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে”।
কাপরের আচল দিয়ে আম্মা চোখ মুছতে মুছতে আরও একটি কথা বলেছিল তখন `শুন! না খাইয়া যদি মইরাও যাস কারও কাছে হাত পাতপি না, নিজের দুঃকের কতা কাউরে কবি না, হাত যদি পাতোসি আল্লার কাছে পাতপি, তার কাছেই ভিক্কে চাবি`
সেদিন আম্মাকে আর কিছু বলতে পারিনি।

আজকেও ভাবি জলপাইয়ের আচাড় বানিয়েছে। কত পদের মসলা, কত নিয়ম কানূন। একবার তেলে ভাজতে হয় আবার সাতদিন রোদে দিতে হয়। পরে আবার কি কি যেন করতে হয়। সত্যি বলছি ‘গরম মসলা ছাড়া শুধু মাত্র এক মুঠো চিনি দিয়ে আম্মা যে আচাড় বানিয়েছিল, তার স্বাদ আজও আমার জিহ্বায় অম্লান’ সেই আচাড়ের সামনে কোন কিছু টিকতে পারবে না।
মাঝে মাঝে মনে চায় আম্মাকে বলতে ‘আম্মা! সেদিনের মত আচাড় বানাও না!’ হয়ত কষ্ট পাবে কিংবা লজ্জা পাবে, তাই বলি না।
একদিন প্রিয়তমাকে বলব- তুমি আমাকে ওমন করে আচাড় বানিয়ে দাও না!

ইসস আমি যদি কোন সাহিত্যিক হতাম... মনের কথাটুকু শব্দে ফুটিয়ে তুলতে পারতাম। পাঠকরা আমার লেখা পড়ে আবেগাপ্লুত হত। গল্পটা হয়ত আরও দীর্ঘ করে লিখতে পারতাম।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: আমি এক -'পর'
তুমি কে ? তুমিও 'পর' -
দু'জন দাঁড়ালে একসাথে
হয়ে যাই - 'পরস্পর' ....

২| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৯

মা.হাসান বলেছেন: আপনার মাকে , পৃথিবীর সব মাকে স্যালুট।
আসলে খুব কম মা আছেন যারা ছেলেকে মানুষের কাছে হাত না পাতা শেখান।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৭

প্রামানিক বলেছেন: দুঃখে কষ্টে মানুষ হওয়া অনেক মানুষের মায়ের কথাই যেন আপনি আপনার লেখায় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে

৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৪

সাইন বোর্ড বলেছেন: চমৎকার পরিবেশন ।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫০

কিরমানী লিটন বলেছেন: অতল গভীরে ছুঁয়ে গেলো.....
পৃথিবীর সব মায়ের মায়েদের প্রতি- বওনম্র শ্রদ্ধা....

৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রামানিক বলেছেন: দুঃখে কষ্টে মানুষ হওয়া অনেক মানুষের মায়ের কথাই যেন আপনি আপনার লেখায় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে

৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:৪১

জগতারন বলেছেন:
আজকে ডিগবাজি বিশারদ -এর এই পোষ্টটি পড়ে;
সত্যজিত রায়-এর 'অপরাজিতা' সিনেমার মা'-এর চরিত্রের কথা স্মরনে আসলো।
এই পোষ্টে সেই 'অপরাজিতা' সিনেমায় মা'-এর পারিবারিক অপত্য স্নেহ ও ভালোবাসা ফুটে উঠেছে।
সামু'র পাঠক-পাঠীকাদের এমন সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য লেখকের প্রতি অভিন্দন জানাই।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৬

নগরসাধু বলেছেন: কে বলে পারেন নি! যে কোন সাহিত্যিকের লেখার চেয়ে কোন অংশে কম নয়!
বরং যেভাবে হৃদয় ছুঁয়ে চোখ আর্দ্র করেছেন লেখা দিয়ে তা অনেক বড় সাফল্য

মায়েরা এমনই হয়!
সন্তানের জন্য মায়ের দরদ আল্লাহ ছাড়া আর কেউ দেখাতে পারবেনা !
তাইতো আল্লাহই বলেছিলেন- আমি যদি আদম জাতিকে আমি ভীন্ন অন্য কাউকে সেজদার হুকুম দিতেম
সকল সন্তানকে বলতাম মাকে সিজদা দিতে।
মায়ের জন্য অসীম শ্রদ্ধা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.