নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাফসীর নিয়ে গবেষনামূলক লিখা লিখতে ভালবাসি, যুক্তি সহজে হজম হয় না, বিশুদ্ধ কিতাবের উদ্ধৃতি ছাড়া ধর্মীয় কোন বিষয় গ্রহণ করি না, আক্রমনাত্বক সমালোচনা পড়তে ও লিখতে সাচ্ছন্দ বোধ করি।

ডিগবাজি বিশারদ

খাটি কাঠমূল্লা যাকে বলে সেটাই আমি

ডিগবাজি বিশারদ › বিস্তারিত পোস্টঃ

রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বেলাল রাদি. এর মদিনায় এসে আজান দেওয়ার ঘটনাটি জাল

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১২



হযরত বেলাল রাদি. এক রাতে স্বপ্নে রাসূলুল্লাহকে বলতে শুনলেন ‘হে বেলাল! এ কেমন নির্মমতা? এখনও কি আমার ঝিয়ারতে আসার সময় হয়নি?’
হযরত বেলাল ধড়ফড় করে ঘুম থেকে উঠলেন। নববী তাজাল্লীতে ভয়ে কাঁপছেন তিনি। মনটা বেচাইন হয়ে গেল। তার পক্ষে ঘরে বসে থাকা সম্ভব হল না। বাহনের পিঠে বসে রওনা হলেন প্রিয় মদিনা অভিমুখে।
মদিনায় পৌছে তিনি সর্ব প্রথম রওজা আতহার ঝিয়ারত করলেন। অনেক কান্নাকাটি করলেন।

ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত হলো হাসান ও হুসাইন রাদি.। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুই নাতনি। বেলাল রাদি. দুইজনকে জাপ্টে ধরেন। চুমু খেতে থাকেন কপালে ও হাতে।
হাসান ও হুসাইন রাদি. বললেন ‘হে প্রিয় বেলাল! হে রাসূলের মুয়াজ্জিন! আমাদের যে মন চায় নববী যুগের আজান শুনতে। দিবে সেই আজান?’

দুই আদুরে নাতনির আহ্লাদি আবদার প্রত্যাহার করার মত সাহস বেলালের ছিল না। তাই রাজি হয়ে গেলেন তিনি।
ব্যাস! শুরু হল আজান। নবীর মুয়াজ্জিন বেলালের আজান। নববী যুগের আজান।
তিনি বললেন ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ সাথে সাথে মদিনায় আগুন ছড়িয়ে পড়ল। সে আগুন মানুষের হৃদয়ে প্রবেশ করল। এ কেমন অস্থিরতা।
বেলালের রসনায় উচ্চারিত হল ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ’ কহরম মেচে গেল মদিনার লোকজনের মাঝে। হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে পড়ল।
তিনি বললেন ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ রাস্তাঘাটে, মাঠে ময়দানে বিষাদের ছায়া। মহিলারা ঘরে ছেরে বেড়িয়ে এসেছে। মানুষ ঘোরের মাঝে পড়ে গেল। তারা পরস্পর বলাবলি করছিল- আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবার ফিরে এসেছেন?
সেদিন মদিনার লোকজন এত কেঁদেছিল যে, রাসূলের মৃত্যুর পর আর কোন নর-নারীকে এত কাঁদতে দেখা যায়নি।
.
হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন- এটি সুস্পষ্ট জাল ঘটনা।
.
সবচেয়ে দুঃখের ব্যপার হল - এই একটি জাল ঘটনার উপর ভিত্তি করে ইউটিউবে প্রায় ডজন খানেক ভিডিও পাবেন। আর আমাদের বক্তাগণও এই জাল ঘটনা যাচাই করার প্রয়োজন মনে করেন না। মাঠে ময়দানে এধরনের জাল ঘটনা বলে পাব্লিক কাদিয়ে বেড়াচ্ছেন। আল্লাহ হেফাজত করুক।
------------------
١. قال الحافظ - هذه قصة بينة الوضع — لسان الميزان ، حرف الألف في ترجمة إبراهيم بن محمد بن سليمان
٢. تنزيه السريعة ١١٨/٢
٣. قال الذهبي - إسناده لين ، وهو منكر — سير أعلام النبلاء ١/٣٥٨
٤. قال محمد ابن عبد الهادي - غريب منكر , وإسناده مجهول وفيه انقطاع — الصارم المنكي ٣٨٢

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মধ্যপ্রাচ্যে কাজ করতে গিয়ে চোখ, কান খুলে গিয়েছে। আমাদের হুজুররা এত রস কষ মিশিয়ে গল্প বানান যে ভাবাই যায় না...

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: মুখে মুখে প্রচিলিত এরকক বহু জাল হাদীস আছে।
সরকারের উচিত জাল হাদীস গুলো সন্তাক্ত করা। ধর্ম মন্ত্রনালয় এই কাজ কেন করছে না!
তাহলে মানুষ বিভ্রান্ত হবে না।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২২

নীল আকাশ বলেছেন: সহী হাদিসে আছে, শেষ জামানায় একদল ভন্ড হুজুর নামের লোকজন বের হবে যাদের কাছে থেকে সাধারণ মুসলিমদের সর্তক থাকার ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.