![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরিয়তের তিনটি স্তর যা অর্জণ
করা ব্যাতিত কেউ আল্লাহর নৈকট্য
অর্জণ করতে পারবে না ।
১. ধর্মিও শিক্ষা অর্জণ করা ।
এটি হচ্ছে প্রথমত এবং প্রধান
ভিত্তি । কারণ ধর্মিও
শিক্ষা না থাকলে সঠিক পথে জীবন
যাপন, আমল করা সম্ভব হবে না ।
এজন্যই প্রত্যেক মুসলিম নর নারীর
উপর ইলম শিক্ষা করা ফরজ
করা হয়েছে ।
ফরজের ইলম শিক্ষা করা ফরজ ।
ওয়াজিবের ইলম শিক্ষা করা ওয়াজিব ।
সুন্নাতের ইলম অর্জণ করা সুন্নাত ।
এই এলম অর্জণ
করতে পারি আমরা মৃত্যুর পূর্ব
পর্যন্ত
২. দিত্বীয় স্তর হলো আমল করা ।
শুধু ইলম অর্জণ করলেই
হবে না সাথে সাথে আমল ও
করতে হবে ।
কারন আমল ছাড়া ইলম বেকার ।
শয়তান ছিল বড় ইলমের পন্ডিত ,
কিন্তু কোন কাজে আসেনি ।
হযরত আবু বকর বলেন আমি দুই বছর
ধরে সূরা বাকারা পড়তেছি , শেষ হওয়ার
সাথে সাথে সূরার আদেশ নিষেধ আমার
শরিরেও ফিট হয়ে যায় ।
৩.তিত্বীয় স্তর হলো ইখলাস ।
আমরা যে কাজই করব
সেটা আল্লাহকে খুশি করার জন্য
করব। এটি খুব কঠিন ও ।
ইথলাস তথা সঠিক নিয়ত ছাড়া ইলম
আমলের কোন মূল্যই নেই।
আসুন আমরা সবাই আল্লাহর নৈকট্য
হাসিল করার চেষ্টা করি ।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
ইব্রাহীম খলিল মাসুম বলেছেন: ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩
বাংলাদেশী দালাল বলেছেন:
ধন্যবাদ পোষ্টটির জন্য
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: সুন্দর পোস্ট। ঈদে মীলাদুন্নবী (সাঃ) পালন করুন সঠিক ভাবে।