![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজ নির্বাচনী এলাকার
বার্ষিক মাহফিলে জুতা নিক্ষেপের
শিকার হয়েছেন সাবেক
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান
আলমগীর। পরে পুলিশি নিরাপত্তায়
তাকে উদ্ধার করা হয়। এসময় পুলিশ ও
জুতা নিক্ষেপকারীদের
মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার
দিকে কচুয়া উপজেলার উজানী বার্ষিক
মাহফিলে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুরের
পুলিশ সুপার আজির জাফর
সাংবাদিকদের জানিয়েছেন, সাবেক
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান
আলমগীর মাহফিল থেকে চলে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কচুয়ার
উজানী বার্ষিক মাহফিলে যোগ
দিতে বিকেলে ড. মহীউদ্দীন যান
সেখানে যান। পরে মাহফিলের
মঞ্চে ওঠার
সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত
হাজারো জনতা তার বিরুদ্ধে স্লোগান
দিতে থাকেন। এক পর্যায়ে তার ওপর
জুতা নিক্ষেপ করতে থাকেন তারা।
এসময়
মঞ্চে থাকা আয়োজকরা মুসল্লিদের
শান্ত থাকতে বার বার মাইকে অনুরোধ
জানান। কিন্তু তারা সবকিছু
উপেক্ষা করে জুতা নিক্ষেপ
করতে করতে তেড়ে আসে মঞ্চের
দিকে।
নিরুপায়
আয়োজকরা পরে পুলিশি পাহারায়
মন্ত্রীকে মঞ্চ থেকে সরে নিয়ে যান।
মাহফিল এলাকা ত্যাগ
করতে গাড়িতে ওঠার সময় ফের
বিক্ষুব্ধরা তার ওপর জুতা নিক্ষেপ
করতে থাকে। এসম তার
সঙ্গে থাকা পুলিশ বাধা দিলে দুই
পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এক পর্যায়ে ধাওয়া পাল্টাধাওয়ার
ঘটনা ঘটে।
চাঁদপুরের সহকারী পুলিশ সুপার
(সার্কেল) আবু হানিফ জানান,
মাহফিলে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
পরে ড. মহীউদ্দীন
খানকে নিরাপদে সেখান
থেকে সরিয়ে আনা হয়েছে।
পরিস্থিতি এখন শান্ত।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ
নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন
থেকে ড. মহীউদ্দীন খান আলমগীর
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য
নির্বাচিত হয়েছেন।
স্থানীয়রা জানায়,
স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায়
রাজধানীর মতিঝিলে হেফাজতের
সমাবেশ পণ্ড করার ঘটনায়
বিক্ষুব্ধরা মাহফিলে তার ওপর এ
আচরণ করে।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
হাসিব০৭ বলেছেন: @ঢাকাবাসী আমারও জানতে মুঞ্চায়
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
মহসিন৭১ বলেছেন: পোস্ট ফাকা আছে
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
একজন ঘূণপোকা বলেছেন: এই বুঝি শুরু হইল
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
হাসিব০৭ বলেছেন: আমি দুটি সেক্সি মন্ত্রণালয় পেয়েও নেইনি: সৈয়দ আশরাফ
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় বাংলা!!!!!!!!
উপহার পাওয়ায় অভিনন্দন!!
৫মের আত্মারা এই ভর করলো বইলা!!!
উনার রাতের ঘুম হারাম হয়ে যাবে!
সাউন্ড গ্রেনেডের শব্দে স্বপ্নে ঘেমে নেয়ে যাবে, কানে তবক্দা লেগে যাবে..
তারপর ... তারপর উনি পরপারে গিয়েও তাদের জুতা উপহারের অপেক্ষায় থাকবেন
(
জুতা কোম্পানি একটা ভাল অফার দিতে পারে- মন্ত্রীদের নিক্ষেপের জুতা
প্রতি উপ হাফদের জন্য আরেক মডেরের জুতা..
উপদেষ্টাদের জন্য ভিন্ন
ভাদাদের জন্য বিশেষ জুতা
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩
তাজুল_ইসলাম বলেছেন: প্রথম আলোর লজ্জা পাওয়ার কিছু নেই। সত্য প্রকাশে লজ্জা। "ওয়াজ মাহফিলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর ইটপাটকেল" শিরোনামের খবরটি কিন্তু ৫-৬ পত্রিকার সাথে মিলছে না। মনে হয় কিছুটা বিকৃতি করা হয়েছে।
মজার ব্যাপার হল সেখানে পাঠকের মন্তব্য এর ঘর রাখা হয় নাই।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
ঢাকাবাসী বলেছেন: ভাই এখনকার স্বরাস্ট্রমন্ত্রীটা কে?