নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইব্রাহীম খলিল মাসুম

পৃথিবী আমার আসল ঠিকানা নয়।

ইব্রাহীম খলিল মাসুম › বিস্তারিত পোস্টঃ

ইমেইল সাইট তৈরি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

একটি ইমেইল সাইট বানাতে চাই । ডোমেইন হোস্টিং সম্পুর্ণ করা হয়েছে । এরপরের কাজের জন্য কত খরছ হতে পারে প্রাথমিক ভাবে সাইটটা দাড় করাতে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩

ভোরের সূর্য বলেছেন: ইমেইল সাইট বানাতে চান মানে বুঝলাম না। আপনি কি মেইল সার্ভার বানাতে চান? তাহলে আপনাকে একটা মেইল সার্ভার বানাতে হবে সেখানে আপনি লিনাক্স দিয়ে মেইল সার্ভার বানাতে পারবেন।

আপনি ডোমেইন আর হোস্টিং এর কথা বলেছেন। ডোমেইন হচ্ছে নাম নামে ডিএনএস। যেমন http://www.abcd.com আর হোস্টিংটা হচ্ছে এই সাইট চালাতে আপনার যে স্পেস দরকার হবে সেটা মানে ১০০এমবি বা ১জিবি ইত্যাদি।
আপনি যদি হোস্টিং নিজে না করে যেখান থেকে ডোমেইন কিনেছেন সেখান থেকে করেন তাহলে ওরা সাধারণত বলে দেয় যে কয়টা ইমেইল বানাতে পারবেন যেমন ধরুন হোস্টিং যদি ১গিগাবাইট হয় তাহলে ওরা হয়তো বল্লো যে ৫০টা মেইল বানাতে পারবেন প্রত্যকটা ১০মেগাবাইট করে জায়গা নিবে তার মানে ৫০০মেগাবাইট আর বাকি ৫০০মেগাবাইট যাবে আপনার সাইট টা তৈরি করতে। অর্থাৎ সবকিছু আপনাকে ঐ ১জিবি বা ৫জিবি যা হোস্টিং স্পেস দিবে সেটার মধ্যেই সবকিছু করতে হবে।এই সার্ভিসগুলো লিমিটেড।কন্ট্রোল আপনার কাছে থাকলেও অনেক কিছু করতে পারবেন না।

এতেই যদি আপনার কাজ হয় তাহলে ভাল। সেখানে খুব বেশি কিছুর দরকার হবে না বা খরচ। তবে বেশি বড় আকারের করতে গেলে আপনাকে নিজের মেইল সার্ভার করতে হবে। সেখানে আপনাকে খালি ডোমেইন নেম কিনলেই হবে। আপনার একটা হাই কনফিগারেশনের কম্পিউটার লাগবে আর ইন্টারনেট কানেকশন লাগবে তাহলে নিজেই হোস্টিংটা করতে পারবেন।আপনার হার্ড ড্রাইভ যদি ৭০০জিবি হয় তাহলে মিনিমাম ৫০০জিবি আপনি হোস্টিং করতে পারবেন। সব কিছু আপনার হাতে থাকবে। এভাবে আরো বড় বড় হোস্টিং করতে পারবেন যত বেশি জায়গা থাকবে আপনার হার্ডড্রাইভে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.