![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ বছরের একজন ক্ষুধার্ত মানুষ তবে সুখি ও বিস্ময়কর! যার অতীত ঘোলাটে, বর্তমান ধূসর আর ভবিষ্যৎ অন্ধকার.....
তারপর কেটে গেল কুড়িবছর।
আবার সেই গঙার তীরে
কিংবা,
ধানসিড়ির উড়ন্ত গাঙচিলের ভীরে
অমনি দেখিয়াছিলাম তারে
শাড়ি পড়া রমনীর বেশে
সহসা সে হাঁসি দিয়েছিলেন
যা ফুটিয়াছিল,
ছদ্মবেশী দাঁড় কাকের কাল কেঁশে।
যে নারীকে আমি কোন দিন দেখিনি।
অথচ যার রুপকে আমি,
চিরদিন ভালবাসিয়াছি।
সেই নারীর মত রাতের আকাশে,
অন্ধকার তাঁরা গুলো উড়বে।
সে বড্ড উম্মাদ ছিল!
অনেক দিন;
অনেক দিন যৌন গন্ধ বিলাতে পারেনা কাউকে।
কেউ খরিদ করতে চায়না
তার ক্ষত-বিক্ষত শরীর কে।
তারপর সে নিজে নিজে নগ্ন হয়ে যায়,
ময়লা খাওয়া কাক কে যৌন তৃপ্তি দেয়।
অতঃপর কাক শান্তি পায়, সেও শান্তি পায়।
শেষ হয় জীবনের সব লেনদেন।
সেই দিন অবসান ঘটে তার।
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৮
মো:দেলোয়ার হোসেন বলেছেন: ধন্যবাদ সয়তান দ্যা
২| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪
বাউল আলমগী সরকার বলেছেন: ভাবনা চমৎকার
৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪
সেভেন বলেছেন: ভালো ++++
৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৪
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭
কোর্পরে্ট শয়তান বলেছেন: ভালো লাগল