নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজকাল রোবটও ব্লগ লেখে ... এটা তারই নমুনা

Mind is like water, when its agiated it becomes difficult to see but if you allow it to settle, the answer becomes clear

অদ্ভুত

সে(অদ্ভুত) কখনো সিরিয়াস পোস্ট দিয়া ভাত পায় নাই - ধীরে বৎস পত্র পাঠাতে পারেনঃ oodvut এট ইয়াহু ডট কম নিচে ইনবক্সের লিংক দেয়া আছে।

অদ্ভুত › বিস্তারিত পোস্টঃ

অপরিচিত সাইটের ওপর ভরসা করবেন নাকি করবেন না কিভাবে বুঝবেন?

১৮ ই এপ্রিল, ২০১১ রাত ১১:২৯

সময়ের প্রয়োজনে নতুন নতুন সাইটে ঢুকতে হয়। দরকারে রেজিস্ট্রেশন সহ অনেক কাজ করা লাগে। আর যদি সাইটটি হয় অর্থ সংক্রান্ত তাহলে তো কথায় নাই।



তো কিভাবে বুঝবেন সাইটটির ওপর ভরসা করা যায় কি না? পরিচিত লোকজন মানে যার ওপর ভরসা করা যায় এমন কারো কাছে জেনে নিতে পারেন। কিন্তু এভাবে কয়জনের কাছেই বা জানবেন আর সব সাইট সম্পর্কে সবাই জানবে এটা প্রায় অস্বাভাবিক।



আজকাল অনলাইনে ইনকামের প্রতি মানুষের ঝোক বেশি। থাকাতাই স্বাভাবিক। যারা এক্সপার্ট তারা vworker, getacoder ইত্যাদি সাইটে কাজ করেন। এসব সাইট খুবই নির্ভরযোগ্য, তাই তাদের কোন সমস্যা হয় না। কিন্তু সমস্যা যারা কোন কাজ পারেন না তাদের নিয়ে। তারা বিভিন্ন সময় বিভিন্ন মিষ্ট কথায় প্রতারিত হন। অনেকটা সময় এসবের পেছনে নষ্ট হয়। এসব সাইটের মধ্যে থাকে বিভিন্ন পিটিসি সাইট, ইনভেস্টমেন্ট সাইট আরো কত কি। কেউ আপনাকে একটা পিটিসি সাইটের লিংক দিল, যেমন http://www.incrasebux.com/register.php/reg_now.html. এখন কিভাবে পরীক্ষা করবেন এই সাইটের বিশ্বাসযোগ্যতা?



এক্ষেত্রে সমাধান হতে পারে mywot. এখানে সাইটের বিশ্বাসযোগ্যতার ওপর পাবেন বিভিন্ন তথ্য। তথ্যগুলো অবশ্য ব্যবহারকারীদেরই দেয়া। লিংক থেকে incrasebux.com কপি করে সাইটের সার্চবক্সে পেস্ট করে সার্চ দিন। যদি ব্যাকগ্রাউন্ড সবুজ থাকে তাহলে বিশ্বাসযোগ্য, হলুদ/লাল হলে বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া Trustworthiness, Vendor reliability ইত্যাদির ওপর মার্ক থাকবে। মার্ক যত বেশি তত ভাল। incrasebux.com সবুজ দেখায় কিন্তু perfectbux.com হলুদ মানে বিশ্বাস করা উচিত হবেনা। আর নিচে তো কমেন্ট আছেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১২:১১

বালক বন্ধু বলেছেন: মজিলা ফায়ার ফক্সের একটি এড ওনস আছে ওট নামে। আমি ব্যবহার করি। খুব ভাল কাজে দিচ্ছে। আমার পোস্টটি দেখতে পারেন

১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১২:২৮

অদ্ভুত বলেছেন: এডঅন থাকলে সার্চের সময়ও রেটিং দেখায়। এটা বেশ কাজে দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.