নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে উপরে উঠার জন্য নিজেকে নিচে নামিও না

মাগুর মাছ

[email protected]

মাগুর মাছ › বিস্তারিত পোস্টঃ

KISS নিয়ে কিছুক্ষন। অবিবাহিতদের ফান পোষ্ট, বিবাহিতদের ;)

০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৪৩

স্ত্রীর কাছে স্বামীর চিঠি







প্রিয়তমা,

আমি এই মাসে অফিস থেকে এখনো বেতন পাইনি, তাই টাকা পাঠাতে

পারলাম না। তারপরিবর্তে ১০০ টা KISS পাঠালাম, আমার সুইট হার্ট রাগ করোনা প্লিজ।

তোমার প্রিয়তম স্বামি।







উত্তরে স্ত্রী



আমার জান,

তোমার ১০০ টা KISS এর জন্য ধন্যবাদ, খরচের বিস্তারিত নিচে জানালাম।

১) দুধওয়ালা ১ মাস ২ টা KISS এ রাজি হয়েছে।

২) বিদুৎ বিল বাবদ ৭ টা KISS দিয়ে কোন রকম বিদায় করেছি।

৩) বাড়িওয়ালা প্রতি দিন এসে ২/৩ টা করে KISS নিয়ে যাচ্ছে ভাড়ার পরিবর্তে।

৪) দোকানদার শুধু KISS এ রাজি না হওয়ায় তাকে অন্য কিছু দিয়ে সন্তুষ্ট করতে হয়েছে।

৫) অন্যান্য খরচ বাবদ আরো ৪০ টা KISS দিতে হয়েছে।

তুমি একদম চিন্তা করোনা। আমার এখনো তোমার দেয়া ৩৫ টা KISS আছে। আশা করি মাসের বাকিটা চালিয়ে নিতে পারব।

আগামি মাসেও এভাবে চালিয়ে নিব কিনা জানাবে....।

ইতি

তোমার প্রিয়তমা স্ত্রী।





(সংগ্রীহিত)

মন্তব্য ১৮ টি রেটিং +১/-১৫

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫১

নষ্ট ছেলে বলেছেন: জনাব,
আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, ইহা মোগল সম্রাট আকবরের শাসন চলাকালীন সময়ে জৈনক ভদ্র মহিলা তাহার স্বামীকে লিখিয়াছিল। এতকাল পর ইহা আপনার দৃষ্টিতে পড়িল যে?

০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০৫

মাগুর মাছ বলেছেন: বলেনকি? দেশ ডিজিটাল হইতাছে আর আমি এনালগ রইয়াগেলাম?

২| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫১

আমি তুমি আমরা বলেছেন: কমন পড়ছে :(( :(( :((

০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০৭

মাগুর মাছ বলেছেন: কান্দে কেন। সবুর করেন।কান্দুমতো আমি।

৩| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫৮

যম দুত বলেছেন: কমন পড়ছে তয়

স্বামীটার নাম গোলাম আজম ছিলো

০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১১:১০

মাগুর মাছ বলেছেন: গোলাম আজম???? বাড়ি কই?হেতিরে চিনেন নি আন্নে?

৪| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫৮

এক্স বলেছেন: ...গল্পের বাকী অংশ...

ডার্লিং পাশের বাসার মোটা ভদ্রলোককেও ২৫টা কিস দিয়ে দিও. তার কাছ থেকে ধার নিয়েই এতদিন ছিলাম কিন্তু শোধ করতে পারছি না...

০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১১:১৪

মাগুর মাছ বলেছেন: হায় হায় কনকি? আমার এহেনে আরও ৩৫ টা বাকি আছে। এতো বড় ধোকা!!!!! X(

৫| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৩১

আগডুম বাগডুম বলেছেন: এইটা তো হাওয়া আদমরে লিখসিল, আপনি পাইলেন কই?

০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৪৩

মাগুর মাছ বলেছেন: আপনের কমেন্ট পইড়া হাসি থামাইতে পারতাছিনা =p~ =p~

৬| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৫৬

হাসান মাহবুব বলেছেন: আপনি জীবনে খুবই কম জুক্স পর্ছেন বুঝা গ্যালো।

০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪৪

মাগুর মাছ বলেছেন: ঘরের কথা পরে জানল কেমনে?

৭| ০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১২:১২

মুভি পাগল বলেছেন: কিপ ইট সিম্পল এন্ড স্মুথ = কিস

০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪৭

মাগুর মাছ বলেছেন: আপনি আমার ব্লগে? ধন্য হয়ে গেলাম।

৮| ০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪২

অর্ণব১১ বলেছেন: আগডুম বাগডুম বলেছেন:
এইটা তো হাওয়া আদমরে লিখসিল,আপনি পাইলেন কই?

Amio হাসি থামাইতে পারতাছিনা

০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪৮

মাগুর মাছ বলেছেন: আবার হাসাইলেন =p~ =p~ =p~

৯| ০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৪৭

দু-পেয়ে গাধ বলেছেন: আর কয়টা বাকি? রেগুলার আপডেট চাই কিন্তুক!!!
ফুরাইয়া যাইলে কইবেন। সামুতে অনেক লুল আছেন, তাহারা বেগম সাহেবেরে গিফট দিতে পাইলে ধইন্যা হইবেন্নে।

০৯ ই নভেম্বর, ২০১০ রাত ১০:০৭

মাগুর মাছ বলেছেন: আপনার কাছ থেকেও কি ধার কর্জ করছিল নাকি? :-B =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.