![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
ছবিঃইন্টারনেট
স্মৃতির মণিকোঠায়
ইফতেখারুল মবিন
স্মৃতির মণিকোঠায়
আজও রেখেছি তোমায়,
ভুলতে পারি নি কোনদিন
জানাই নি কো বিদায়।
কলেজ চত্বরে আমি
একাকী দেখেছি তোমায়,
ভালোবাসার কথা গুলো
বলতে পারি নি সেথায়।
আরও কতকবার
দেখেছিলাম তোমায়,
প্রেমের চিঠি দিতে
চেষ্টা করি নি বৃথায়।
হয়তো বা তুমি
জানো না আমার পরিচয়,
তবুও হৃদয় দিয়ে
আজও ভালোবাসি তোমায়।
©somewhere in net ltd.