![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
চারিদিকে আঁধার
ইফতেখারুল মবিন
গোধূলি ফুরিয়ে গেলে
আসবে আঁধার নেমে,
সেই আঁধারে ডুবে যাবে
আমার এ হৃদয়।
আকাশের তারা গুলো
আলো তো দেবে না,
মায়াবী হাসিতে চাঁদ
হাসবে না।
চারিদিকে থাকবে শুধু যে আঁধার।
জোনাকি আলো আর
জ্বালবে না,
আঁধারে আলো যে
পাওয়া যাবে না।
চারিদিকে থাকবে শুধু যে আঁধার।
১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৩
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২১
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।