![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
ছবিঃইন্টারনেট
একুশে ফেব্রুয়ারি
ইফতেখারুল মবিন
ঊনিশত বায়ান্ন,
দিনটি একুশে ফেব্রুয়ারি,
পাক সরকার করেছিলো সেদিন
একশত চুয়াল্লিশ ধারা জারি।
ভাষার দাবিতে যদি কেউ
যোগদান করে মিছিলে,
গুলি চলবে তাদের ওপর
সন্ধান যদি মেলে।
কিন্তু তাতে ভীত তো নয়
সংগ্রামী যুবকেরা,
চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে
মিছিল করবে-ই তারা।
তাই তো আইন ভঙ্গ করে
চলে তারা সামনে পানে,
কার্জন হল পেরিয়ে শেষে
যায় শহীদ মিনার প্রাঙ্গণে।
তখনি পুলিশ গুলি চালায়
কর্তৃপক্ষের নির্দেশে,
লোক সকলে দিশেহারা হয়ে
ছুটে পালায় অবশেষে।
রাস্তায় শুধু পড়ে থাকে
রফিক,সালামের লাশ,
রক্ত দিয়ে বাড়িয়ে গেছে
আমাদের দীর্ঘশ্বাস।
সেই যে তারা রক্ত দিলো
পেলাম ভাষার দাম,
ইতিহাসের পাতায় রয়েছে লেখা
স্বর্ণাক্ষরে তাদের নাম।
©somewhere in net ltd.