![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
কেন্দ্র হবে তুমি
ইফতেখারুল মবিন
তোমায় কেন্দ্র করে বৃত্ত আঁকার চেষ্টায়
আজো আমার হাতে কাটা কম্পাস;
বহুপথ পাড়ি দিলাম অনুসরণে তোমার
পূর্ণবৃত্তের পরিসমাপ্তি ঘটানোর আশায়।
কিন্তু তুমি পানকৌড়ির ছদ্মবেশে
কাজল দীঘির অন্তরালে ডানা ঝাঁপটাও;
কখনো আবার বিরাগী হও ইচ্ছে করেই
নিশিকালো মেঘের ভিড়ে হাতছানি দাও।
কখনো তুমি কল্পলোকের রূপকথা হও
দিবা-রাত্রির কাব্য হয়ে গল্প শোনাও;
ঘাস ছুঁয়ে দাও ভোরবেলারই শিশির হয়ে
ক্ষণকালেই আলোর তরে যাও হারিয়ে।
তুমি হলে খাঁচাবিহীন বনের পাখি
স্রোতস্বিনীর ঢেউয়ের মতো বয়ে চলো;
বিকেলবেলার গোধূলি হয়ে কাছে ডাকো
হঠাৎ করেই পাড়ি জমাও রাতের দেশে।
তবুও আমি হার না মানা ভেলায় ছুটি
বুকের মাঝে আশার আলোর স্বপ্ন বুনি;
ব্যাস,ব্যাসার্ধ,পরিধি সবই হবে
ভালোবাসার বৃত্ত হবে,কেন্দ্র হবে তুমি।।
১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:২১
ইফতেখারুল মবিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ....
২| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ২:৫৫
চাঁদগাজী বলেছেন:
জ্যামিতিক ভালোবাসা?
১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩২
ইফতেখারুল মবিন বলেছেন: কাছাকাছি....
৩| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:০৫
খায়রুল আহসান বলেছেন: ব্যাস,ব্যাসার্ধ,পরিধি সবই হবে
ভালোবাসার বৃত্ত হবে,কেন্দ্র হবে তুমি - এ দুটি চরণের কারণেই হয়তো চাঁদগাজী ভাই এর মনে এ প্রশ্ন জেগেছে।
কবিতা ভাল লেগেছে।
১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩১
ইফতেখারুল মবিন বলেছেন: অনেক ধন্যবাদ....
৪| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৬
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ....
৫| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪৯
উম্মে সায়মা বলেছেন: সুন্দর হয়েছে।
শুভ কামনা রইল।
২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৯
ইফতেখারুল মবিন বলেছেন: Thanks a lot….
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৬
ফারিহা নোভা বলেছেন: সুন্দর