![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
বিষণ্ণময়ী
ইফতেখারুল মবিন
তুমি বিষণ্ণময়ীর সাজে সেজে
অপরূপ রূপের আড়ালে কেন
বিষণ্ণতাকে তাড়া করে বেড়াও?
সুকুমার প্রকৃতি মাঝারে কেন
ডেকে আনো বিষণ্ণতার ছোঁয়া?
আলোর মাঝে আঁধার খুঁজে
জীবনের প্রকৃত অর্থকে কি খুঁজে পাও?
তুমি কি জানো না,তোমার বিষণ্ণতায়
রাত্রির বুকে কষ্টেরা দেয় হাতছানি,
আকাশের মাঝের দুঃখ-গুলো
মেঘ হয়ে রয় জমে;
নীল প্রজাপতিগুলো ডানা ঝাঁপটায়?
তুমি কি বোঝো না,তোমার বিষণ্ণতায়
প্রকৃতির বুকে নেমে আসে বিষণ্ণতা;
সিন্ধু মাঝারে কেঁদে ওঠে জলধারা,
সদ্যফোটা গোলাপ ঝরে পড়ে,
বিন্দু বিন্দু শিশির কণা যায় শুকিয়ে?
তাই বিষণ্ণময়ী তোমার প্রতি
অশ্রুসিক্ত লোচনে আহ্বান-
বিষণ্ণতাকে নিয়ে করো না খেলা,
করো না একে নিয়ে বিলাসিতা;
বিষণ্ণতাকে অদূর সমীরণে ভাসিয়ে
ভালোবাসার দ্বার করো উন্মুক্ত;
ভালোবাসার হাতছানিতে আপন করে নাও
সুচারুরূপে প্রকৃতির সকল সম্ভারকে;
তাহলেই তুমি বসুন্ধরার বুকে
প্রজ্জ্বলিত হবে ইন্দ্রালয়ের অপ্সরী হয়ে।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৮
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!!
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগল। 'ঝাঁপটায়' মনে হয় চন্দ্রবিন্দু না হলেও হত। +
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৮
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবা্দ!
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮
শেরপুর মেইল বলেছেন: শেরপুরের সব খবর আপডেট পেতে ভিসিট করুন http://sherpurmail24.net
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৪
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অসাধারণ!!