![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
ঘুমের ঘোরে
ইফতেখারুল মবিন
রূপালী চাঁদের আলোক আভায়
দেখেছি ওগো তোমায়,
বসেছিলে তুমি নিরুপায় হয়ে
ছোট্ট ডিঙি নৌকোয়,
অলক তোমার বইছিল তখন
নদীর ঢেউয়ের হাওয়ায়।
অবাক হয়ে তাকিয়ে ছিলাম
তোমার রূপের মায়ায়,
প্রাণটা আমার হয়েছিলো শীতল
তোমার হাতের ছোঁয়ায়,
ধন্য তাই হয়েছিল আমার
আকুল করা হৃদয়।
হঠাৎ কখন অচেনা ঝড়ে
চলে গেল তরী বহুদূরে,
চাঁদও তখন মেঘের আড়ে
ডুবে গেল সব অন্ধকারে,
হারিয়ে তারে চিরতরে
দু’চোখে আমার অশ্রু আসে,
ঠিক তখনি টনক নড়ে-
সব-ই হয়েছে ঘুমের ঘোরে।
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩০
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন:
ঘুরে ঘোরে দুঃস্বপ্ন হোক । বাস্তবে দু'জনই ডিঙ্গিতে থাকুন ।
কবিতা ভাল লেগেছে ।
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩১
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!
৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮
জুনিয়ার ব্লগার বলেছেন: কবিতা ভালো হয়েছে+++
০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩
ইফতেখারুল মবিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:০৭
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ঠিক তখনি টনক নড়ে-
সব-ই হয়েছে ঘুমের ঘোরে.।.।.।.।.।।সুন্দর।