![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
তুমি চলে যাওয়ার পর
ইফতেখারুল মবিন
তুমি চলে যাওয়ার পর আসে নি ঊষাকাল
মৌন আলোর হাতছানিতে আসে নি গোধূলি বেলা,
আমার আকাশে হাসে নি আর সেই নিশানাথ
মন আঙ্গিনায় ভিড়ে নি আজো সুখের ভেলা।
তুমি চলে যাওয়ার পর ঝরে নি বৃষ্টির ধারা
করা হয় নি অবগাহন কোন বর্ষাস্নাত দিনে,
নিশীথে কেহ শোনায় নি মোরে অনন্তরি গীত
ধূলির মেঘ উড়ে নি আর আমার অচেতন মনে।
তুমি চলে যাওয়ার পর আলো ছড়ায় নি তারা
একটুকরো জ্যোৎস্নার আভা পড়ে নি আমার উঠোনে,
মন হারিয়ে যায় নি আর সেই দূর নীলিমায়
দখিণা বাতায়ন করে নি কো সন্ধি মোর সনে।
তুমি চলে যাওয়ার পর ভাবো নি কখনো আমায়
আর দেখো নি ফিরে বাজিয়ে বিষাদের বীণা,
আসো নি তুমি,দেখো নি দু’চোখের জলকান্না,
নাই বা এলে,তথাপি দুঃখ টুকুই সান্ত্বনা।
০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!
২| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৩
ওমেরা বলেছেন: এক জনের অভাবে কত কিছু হয়ে গেল !
০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৫
ইফতেখারুল মবিন বলেছেন: হুম!!
৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!
৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৫
অবনি মণি বলেছেন: এটা একদিন কোথাও কপি পেস্ট করবই করব।
০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৪
ইফতেখারুল মবিন বলেছেন: মনে হারানোর ভয় আছে নাকি?
৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৩
কাশফুল মন (আহমদ) বলেছেন: ভালো লেখেছেন
০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!
৬| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৭
ফেরদৌসা রুহী বলেছেন: যে চলে গেছে তার জন্য আফসোস করে আর কি লাভ।
কবিতা ভালো লেগেছে।
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬
ইফতেখারুল মবিন বলেছেন: এই আফসোস-ই তো কবিতা হয়ে রয় জমে হৃদয়পটে!!
৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: যে চলে গেছে তার জন্য কোন আফসুস করে লাভ নেই।
কিন্তু যে চলে গেছে বা হারিয়ে গেছে তাকে নিয়েই তো আফসুস হয়!!!
সুন্দর কবিতা ।+
১০ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০১
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: তুমি চলে যাওয়ার পর আলো ছড়ায় নি তারা
একটুকরো জ্যোৎস্নার আভা পড়ে নি আমার উঠোনে,
মন হারিয়ে যায় নি আর সেই দূর নীলিমায়
দখিণা বাতায়ন করে নি কো সন্ধি মোর সনে।
বেশ সুন্দর হয়েছে।
অভিনন্দন।