![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
একাকী আমি
ইফতেখারুল মবিন
উৎসর্গঃ Shahed Sajib
তোমার বদলে যাওয়ায় আমি অবাক হই নি
ভাগ্যের পরিহাসে এমনটাই হওয়ার কথা ছিল।
আমার রচনা করা পৃথিবী বদলে যাবে ভাবি নি
আগের মতোই আছি,শুধু ঠিকানা বদলেছি।
রাত্রি জেগে কাব্য লিখা ভুলে গেছি
নিয়ন-আলোর স্বপ্নগুলো হারিয়ে গেছে,
আকাশপানে দেখি না আর মেঘ-চাঁদের লুকোচুরি
নিশীথিনীর লীলাভূমিতে আজো আমি একাকী।
ভোরের আলোকে স্বাগত জানাতে ভয় লাগে
পদ্মদীঘির জল মিশে না মরুর বুকে,
হলদে পরীর ছবি আঁকি না তখন থেকে
মরিচা পড়ে ক্ষয়ে যাচ্ছে রঙ তুলিটা।
গোধূলিবেলার ধূলির মেঘও নির্জীব-নিষ্প্রাণ
জোনাকিরাও তো পালিয়ে গেছে গহীন বনে,
উদাসী বাতায়নে পালতোলা নৌকাটাও দিশেহারা
আঁধারের যাত্রী হয়ে তাই পথ চলি একাকী।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২১
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!
২| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫
ফেরদৌসা রুহী বলেছেন: ভালো লেগেছে কবিতার কথাগুলো।
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯
ইফতেখারুল মবিন বলেছেন: অনেক ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক সুন্দর লিখেছেন, মুগ্ধতা