![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
ছবিঃইন্টারনেট
বর্ষা আর আমি
ইফতেখারুল মবিন
বর্ষা,তোমার কিসের দুঃখ এতো,
কেউ তো দেই নি ব্যথা?
দুঃখ রবে শুধু আমার-ই
প্রিয়া রাখে নি কথা।
অকারনে কেন কাঁদো তুমি,
ঝরে কেন এতো চোখের জল?
কাঁদবো শুধু একাকী আমি
বাসা বেঁধেছে দুঃখের দল।
তোমার জলে ভেসে যায় শুধু
কেয়া,কদমের সুভাস,
আমার জল বয়ে নিয়ে যায়
বেদনা নামের আভাস।
তোমার বিরহে আকাশ কাঁদে
প্রকৃতি জগত নিরব রয়,
আমার বিরহে কেউ কাঁদে না
একাকী হৃদয় কষ্ট সয়।
তোমার কান্না শেষ হবে আবার
তুমি হবে না ক্ষত,
আমার কান্না শেষ হবে না
ঝরে যাবে অবিরত।
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৪
ইফতেখারুল মবিন বলেছেন: অনেক ধন্যবাদ!
২| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ!! সুন্দর কবিতা উপহার দিয়েছেন ভাই। মুগ্ধতা জানিয়ে গেলাম।
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩১
ইফতেখারুল মবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ!!
৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৬
ওমেরা বলেছেন: বর্ষা এমনি এমনি কাঁদে, দুঃখ দেয়া লাগে না ।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নাইস...........নাইস...........
০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৯
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!
৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৩
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: অনবদ্য ............
০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৯
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!
৬| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৬
ফেরদৌসা রুহী বলেছেন: ভালোলাগা রইলো।
আসলেই তো বর্ষা কেন এত কাদে।
০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৮
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ
৭| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৭
করুণাধারা বলেছেন: খুব ভাল লাগল।
০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৮
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬
Mamun Adda বলেছেন: ভালো লাগলো