![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
আলোর ঠিকানায়
ইফতেখারুল মবিন
অবশেষে আমি নিজেই প্রদীপ জ্বাললাম।
আর কেনই বা জ্বালবো না আলো তিমিরের ভিড়ে?
ছোট ছোট জোনাকিরা যদি পারে
আঁধারে জ্বালাতে আলো,
দিবাকর প্রভাত-বেলায় ওঠে হেসে
তার দ্যুতিমাখা মুখে দূর নীলিমাতে,
সারা পৃথিবীকে তার জৌলুসে
করে দীপ্তিময় রঙিন।
পূর্ণিমা চাঁদও তো তিমিরে জ্বালে
স্ফূর্তিময় বাসনার আভা,
স্রোতস্বিনীর ঢেউয়ে ঢেউয়ে সেই আভা
প্রতিসৃত হয়ে ছড়িয়ে পড়ে প্রকৃতিতে।
নক্ষত্রলোকের শতকোটি তারাও তো ভেসে ওঠে
নিজ আলোক প্রতিমা নিয়ে।
আর আমি তো মানুষ।
আমি কেন পারবো না নিরালোকে
আনতে আলোকের ছোঁয়া?
প্রকৃতিতে কেন এঁকে দিতে পারবো না
একটুকরো রঙিন স্বপ্ন?
বসুমতি,সে তো আলো-আঁধারে ঘেরা
অন্তহীন এক উঠোন।
সেই উঠোন থেকেই করতে হবে
আলোকের সন্ধান।
তাই তো আমি প্রদীপটারে হাতে তুলে নিয়ে
অন্ধকারাচ্ছন্ন আবাসভূমি থেকে বেরিয়ে পড়েছি
আলোর ঠিকানায়……….
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৩
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!
২| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: আজ ব্লগে বেশ কয়েকটি ভালো ভালো কবিতা পেলাম।
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪
ইফতেখারুল মবিন বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লেগেছে।