![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
প্রিয় বাংলা
ইফতেখারুল মবিন
প্রকৃতির অফুরন্ত বিশাল সম্পদ
এ যে কী মহান সৃষ্টি!
এরই মাঝে একটি মোর বাংলা
তার পানে দিই আমি দৃষ্টি।
দৃষ্টি মেলে দু’চোখ ভরে
দেখি শুধু তাহারে,
চারিদিকে সবুজের সমারোহ
কত রকম বাহারে!
বাংলার শ্যামল-নির্মল প্রকৃতি
নদ-নদীর বুক ভরা জল,
বাংলার মাটি,সুন্দর পাখি
তা-ই দেখে পাই আমি বল।
বন-বনানীর বিশাল সম্ভার,
ছোট্ট সেই গ্রামখানি
সৃষ্টি করেছেন যিনি,
ধন্যবাদ দিই তারে আমি।
প্রিয় বাংলা বেঁচে থাকুক
বেঁচে থাকুক যুগ যুগ ধরে,
কেউ যেন কোন দিন ভুলতে না পারে
বাংলার নাম,বাংলার কথা,
বাংলার সেই সুন্দর ভাষা
যা শহীদদের-ই দান,
চির জাগ্রত মোর মনে
ওগো বাংলা আমার প্রান।
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৭
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ অনেক!
২| ০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:০৬
সেলিম আনোয়ার বলেছেন: দেশ দেশের মাটি মা মাতৃভাষা দারুন ভালো বাসি।
৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লাগলো।
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৭
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ অনেক!
৪| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল হয়েছে +
১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৫
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!!
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চির জাগ্রত মোর মনে
ওগো বাংলা আমার প্রান।
মন ছুঁয়ে গেল ভাই।