![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
ছবিঃইন্টারনেট
ভালোবাসি
ইফতেখারুল মবিন
ভালোবাসি-তোমার অবাক করা
পুলকদীপ্ত মায়াবী চাহনি,
যার গভীরে লুকায়িত রয়েছে
রঙিন স্বপনখানি।
ভালোবাসি-লাল দুটি ঠোঁটের
গুপ্তকরা বচন-ভঙ্গীর প্রসার,
যদি তা না বুঝতে পারতাম
সব-ই হতো অসার।
ভালোবাসি-তোমার মেঘের ন্যায়
কাজল-কালো অলক,
চেয়ে থাকি সেদিক পানে
পড়ে না চোখের পলক।
সবকিছুতেই পরিপূর্ণ তুমি
চন্দ্রিকায় ভরা তরুণী,
তোমায় ভালোবাসি,বাসবো
যতোদিন আছে ধরনী।
১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!
২| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভাল লেগেছে+++
১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!
৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:০০
ফেরদৌসা রুহী বলেছেন: ভালোবাসার সুন্দর কবিতা।
১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২১
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!
৪| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৬
নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর । +++++
১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২১
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৬
গেম চেঞ্জার বলেছেন: ছবি দেখে আকৃষ্ট হয়ে এসে দেখি কবিতাটা আরো ভালো!!!!!
চমৎকার!