![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
মাঝি হবো
ইফতেখারুল মবিন
আবার ভাসাবো ডিঙ্গি নৌকো,
হয়তো বা কাজল দীঘিতে নয়,
হয় তো কোন ভরা বরষায়।
দিগন্ত বিস্তৃত মরা গাঙ
আবার উঠবে জেগে-
আষাঢ়ের আগমনী বার্তায়!
সাঁঝের বেলায় গহীনের গান,
ভাটির টানে অচেনা সুরে!
কোন একদিন আমি আবার মাঝি হবো..!!
বিঃদ্রঃ উপরের ছবিতে আমি নিজে।।
২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৯
ইফতেখারুল মবিন বলেছেন: তাই নাকি?
২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৫
সুমন কর বলেছেন: আপনি কিন্তু নিয়মিত কবিতা দিচ্ছেন, অন্য পোস্ট পড়ছেন তো !!!!!!
২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৯
ইফতেখারুল মবিন বলেছেন: হরি তো বাইজান!!
৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: মাঝি কেন ভাই?
ভাল লিখেছেন।
২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২১
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!
৪| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩২
কালীদাস বলেছেন: দেরি না কৈরা নৌকা কিন্না ফালান একটা আর বৃষ্টির জন্য অপেক্ষা করেন ঢাকার বিশেষ বিশেষ ব্যস্ত চৌরাস্তার মোড়ে। বাকি আল্লাহ ভরসা
২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১১
ইফতেখারুল মবিন বলেছেন: শীত আইতাছে মনে হয়!পরে কিনবাম!!
৫| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৯
অপর্ণা মম্ময় বলেছেন: সাঁতার আর গান দুইই জানা থাকা চাই
২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৬
ইফতেখারুল মবিন বলেছেন: একটাও হারি ন!!
৬| ২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৬
চাঁদগাজী বলেছেন:
আপনি আগে মাঝি ছিলেন না?
২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭
ইফতেখারুল মবিন বলেছেন: মনে নাই!!
৭| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬
জাহিদ অনিক বলেছেন:
একদিন মাঝি হবেন; নিশ্চয়ই হবেন।
২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৮
ইফতেখারুল মবিন বলেছেন: এইটা দুআ নাকি বদ-দুআ?
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫১
আবু তালেব শেখ বলেছেন: মাঝি হতে হলে বেশভুষা পরিবর্তন আবশ্যক।