![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
এতটুকু ভালোবাসা
ইফতেখারুল মবিন
দুঃখের দিনে ভাগীদার হতাম,
সুখের দিনে টিপ পরাতাম।
পাইতে দেই নি কোন হতাশ,
জীবনে তোমাকে দিয়েছি ভরসা।
তার বিনিময়ে পাই নি তো-
আমি এতটুকু ভালোবাসা।
কাঁদলে তুমি,সান্ত্বনা দিতাম
চোখে এলে জল মুছে দিতাম।
মিটাতাম তোমার মনের পিপাসা,
দিয়েছি তোমায় জীবনের আসা।
তার বিনিময়ে পাই নি তো-
আমি এতটুকু ভালোবাসা।
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৩
ইফতেখারুল মবিন বলেছেন: হুম!!
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
চাঁদগাজী বলেছেন:
ব্লগে সবাই বলেন, ভালোবাসা দেয়া যায়, পাওয়া যায় না; সমস্যা