![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
ছবিঃআমি ও সাজেকের মেঘ!
পাহাড়িয়া প্রেম
ইফতেখারুল মবিন
গোধূলি ফুরায়ে যায় সন্ধ্যার আহবানে
পাখি সব ডানা ঝাপটায় ধূসর আলোয়,
দিনমনি লুপ্ত প্রায় পাহাড়গুলোর ঢালে
স্থবির হয়ে আসে দেহ শীতের নিস্তব্ধতায়।
পৌষের বেলা শেষে নেমেছিলো রাত
বন্ধুর আঁকা-বাকা পাহাড়ের বুকে,
শিশির ভেজা লতাগুল্ম আঁধারে লুকোয়
শাদা মেঘেরা ঘুমোয় পাহাড়ের কোলে।
ঝি ঝি ডাকে নিভৃতে থেমে থেমে
জোনাকিরা খেলা করে ভাজে ভাজে,
গভীর বাতায়নে ভেসে আসে সুর
নীরবতা যায় কেটে অদ্ভুত শিহরণে।
রাত বাড়ে--নীরব প্রকৃতি পাহাড়ের পরে
দলবেধেঁ নক্ষত্ররা মেলে স্মরণীয় রাতে,
নক্ষত্রের তলে শুয়ে নিষ্পলক চেয়ে রয়
ঘুম আসে চোখে পরিপূর্ণ স্বপ্নের ফাদে!
হঠাৎ-ই কোনো ঝংকারে ভেঙ্গে যায় ঘুম
শুয়ে ঐ কোনো এক বিরাটকায় মেঘের ভেলায়,
পাহাড়িয়া প্রেম উদাস ছবি আঁকে
ঢেউ খেলে সাদা মেঘের ওড়নায়!
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০১
ইফতেখারুল মবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালো লাগার জন্য!
২| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৯
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৮
কাইকর বলেছেন: ভাল লাগলো