![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
আমরা অধিকাংশ মানুষই যেহেতু দুই চোখেই দেখি সেহেতু ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচন সম্পর্কে অবগত থাকার কথা!সেই নির্বাচনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট/মহাজোট বিনা প্রতিদ্বন্দিতায় ১৫৪ আসনে নির্বাচিত হয়েছিল!সেই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটসহ আরও কিছু ছোট দল অংশগ্রহন করে নি!কেন অংশগ্রহণ করে নি,সেটা ঐ দলগুলোই বলতে পারবে!তবে তারা সেই নির্বাচন প্রতিহত করার ঘোষনাও দিয়েছিল!প্রতিবাদে তারা হরতাল আর অবরোধও ডেকেছিল!সেই হরতাল আর অবরোধে অনেক নিরীহ মানুষের প্রাণও গিয়েছিল!পেট্রোল বোমা নামক গুপ্ত হামলাও চালিয়েছিল অহরহ!অনেকের শরীরও ঝলসে গেছে!
এতে করে বিএনপির জনপ্রিয়তাও অনেকাংশে কমে গিয়েছিল!তাদের ডাকা অবরোধ অনেক দিন ধরে চলেছিল এবং এখনও বলবৎ আছে বলে অনেকেই ধারনা করে!কেননা,তারা(বিএনপি) বলেছিল,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের অবরোধ চলবে!তাদের দলের পক্ষ থেকে এখনও অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে কোনো ঘোষনা আসে নি!পরবর্তী নির্বাচনও অতি সন্নিকটে!
এমতাবস্থায়,জাতির বিবেকের কাছে প্রশ্ন,এই অবরোধ আর কতদিন চলিবে?
২| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ঐ অবরোধের একজন প্রত্যক্ষ ভূক্তভোগী। ঐ অবরোধ তুলে নেয়ার ঘোষণা দেয়া হয়নি। কারণ, বিএনপি মনে করে বাকী সবাই আওয়ামী লীগের মত বোকা নয়, তারা বুঝে নিবে যে অবরোধ শেষ!...
৩| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
ভোটের পরদিন লাগাতার কঠিন কার্ফিউর ন্যায় হরতাল/অবরোধের হুমকি দিয়েছিল।
কিন্তু কেউ মানে নি,
সবাই কাজে ফিরে গেছিল।
পরদিন সকালে রাস্তাঘাটে রিতিমত জানজট লেগে যায়।
দেশের সব স্কুলে নতুন বই হাতে স্কুলশিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠে,
ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুলগুলো হরতাল/অবরোধে চারমাস বন্ধ ছিল, সেগুলোও নির্বাচনের পরদিন খুলে যায়,
এই চার মাস বড় সপিং সেন্টারগুলো মেইন গেট বন্ধ রেখে, চিপার একটি গেইট খোলা রাখতো
কিন্তু নির্বাচনের পরদিন রাজধানীর সবগুলো কর্পোরেট অফিস, সপিং সেন্টার একযোগে খুলে সবাই নবনির্বাচিত সরকারকে বিপুলভাবে নিরব স্বাগত জানিয়েছিল।
এসব অবস্থা দেখে হতবুদ্ধি খালেদা কি করবে আর বুঝে উঠতে পারেনি।
৪| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫০
আরণ্যক রাখাল বলেছেন: হা হা৷
সত্যিই তো, অবরোধ তো তারা তুলেই দেয়নি!
৫| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৩
রাজীব নুর বলেছেন: যারা মানুষকে প্ল্যান করে অপমান করে
যারা সহজ কথা সহজে না বলে ঝামেলা পাকায়
তাদের থেকে ১০০০ কিমি দূরে থাকা মঙ্গলময়।
৬| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৫
নূর আলম হিরণ বলেছেন: অবরোধের কথা তো ভুলেই গেসিলাম, আপনি মনে করিয়ে দিয়েছেন। এখন তো রাস্তায় বের হতে ভয় করবে
৭| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১২
ইফতেখারুল মবিন বলেছেন: না ভাই,আপাতত আমি জবলেস!
৮| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৩
ইফতেখারুল মবিন বলেছেন: তাই হবে হয়তো!!
৯| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৩
ইফতেখারুল মবিন বলেছেন: আমার তো তাই মনে হয়।
১০| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৬
ইফতেখারুল মবিন বলেছেন: তাহলে তো দেশের বাইরে থাকতে হবে!
১১| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৯
ইফতেখারুল মবিন বলেছেন: জ্বী ভাই,আওয়ামীলীগ বোকাই!তাদের বোকামির কারনেই দেশটা স্বাধীন হয়েছে!
১২| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২১
ইফতেখারুল মবিন বলেছেন: ভয় পেলেন তো হেরে গেলেন!ভয়কে করতে হবে জয়!
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৮
লায়নহার্ট বলেছেন: {আপনি প্রচন্ড রকমের রসিক একজন মানুষ। রস-মিষ্টিতে জব করেন নাকি?}