![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
পলিথিনের মতন
ইফতেখারুল মবিন
আমায় তুমি খোঁজো না কো আর,
ভুল করেও খোঁজো না কো-
জনমানব ঘেরা বাজারের ভীড়ে!
কেননা আমার দিনাতিপাত এখন সেখানেই!
খোঁজোই বা যদি সেথায়-
তবে কিনে নিও কিছু তাজা সবজি
অথবা তোমার প্রয়োজনীয় জিনিস।
তোমার হাতে যে পলিথিনের ব্যাগ বাজার ভর্তি
কালের বিবর্তনের ধারায়-
হয় তো বা তারই মতন আমি!
কাজ শেষে ফেলে দেবে আমায় নির্দ্বিধায়
ঘন-পচা আবর্জনায় ভরা ময়লার স্তুপে!
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি খুব সুন্দর লিখেন। শুভ কামনা।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৮
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
ইফতেখারুল মবিন বলেছেন: সঠিক বলেছেন!
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৯
ইফতেখারুল মবিন বলেছেন: ধন্যবাদ!
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৯
ইফতেখারুল মবিন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
মাকার মাহিতা বলেছেন: দরদ কম আছে, আরেকটু দরদ দিয়ে লেখা দরকার ছিল..
তারপরও খ্রাপ না!
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২
স্রাঞ্জি সে বলেছেন:
আবর্জনার সাথে প্রেম করিয়েন। হা হা হা।।।।।
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
ইফতেখারুল মবিন বলেছেন: এটা ততক্ষণাত!
১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭
ইফতেখারুল মবিন বলেছেন: তা ছাড়া আর উপায় নাই!!!
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪২
রাজীব নুর বলেছেন: খুব উপভোগ করলাম।
১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৮
বাকপ্রবাস বলেছেন: বিনামূল্যে বিকিয়ে দেয়া নিজেকে, খেয়ে ছুড়ে ফেলা।
১৩| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
খায়রুল আহসান বলেছেন: কবিতায় একটু হীনমন্যতা প্রকাশ পেয়েছে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭
স্বপ্নীল ফিরোজ বলেছেন: সুন্দর। ভালো লাগা জানিয়ে গেলাম। শুভ কামনা নিরন্তর।