![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ারা দিন আজকে কেমন জানি একটু চিন্তিত ছিলাম । পরীক্ষা ছিল একটা । দিলাম কোন রকম। বিকালে অবশ্য একটু রিলাক্স ছিলাম। এক ব্যস্ত সিনিয়র ভাই এর সাথে হঠাত দেখা তাকে ডাক দিয়া জিজ্ঞাস করলাম ভাই কই যান? উনি যথারীতি উত্তর দিলেন টিউশনি তে।তারপর উনার সঙ্গে বেশ কিছুক্ষন আড্ডা দিলাম।খুব ভাল লাগল। তারপর উনি আবার উনার সেই মহান কাজে চলে গেলেন এবং আমি কিছুক্ষন ঘুরাঘুরি করার পর বন্ধু দের সাথে আড্ডা দেয়ার পর আমারও সেই একই মহান কাজে প্রস্থান করা লাগল।যখন সারাদিনের ক্লান্তি শেষে ঘুমাতে যাওয়ার প্রস্থুতি তখন মনে হল যেন ব্যস্ততার পর একটু অবসাদের ছোঁয়া পাচ্ছি। তারপর এক শান্তির ঘুম। আমাকে আর পায় কে।
©somewhere in net ltd.