![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এখানে ভীষন শীত,
তোমার ওখানে কেমন?
আমার সকাল কুয়াশা ভারী
বিরান বকুল বন ।
রোদ গেছে ভুলে, সূর্য উধাও,
বাতাসে হিমের ধার,
আগুন কি শুধু আলোর ভেল্কি ?
চুরি সব উত্তাপ ।
শরীর ছাড়াও শরীর বাঁচে,
কয়লা পোড়ালেও চলে,
স্যাঁতলা মনে স্বপ্ন বাঁচে কি?
ক্যাকটাস মরে জলে ।
এই শীতও শেষ হবে একদিন,
ফিরবে পাখি ঘরে ,
সব জলকণা মেঘ হয় কি ?
বৃষ্টি-ই শুধু জানে ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শের শায়রী । আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগছে, আপনার নানা স্বাদের লেখাগুলো ভালো লাগে।
ভাল থাকবেন।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার এখানে মাইনাস ডিগ্রি।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: কস্কি মোমিনা !!!
আপনার অইখানে মাইনাস?? আপনার কমেন্টস পইড়া আমার শীত বাইরা গেল। আপ্নেরে মাইনাচ
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
রাইসুল নয়ন বলেছেন: শরীর ছাড়াও শরীর বাঁচে,
কয়লা পোড়ালেও চলে,
স্যাঁতলা মনে স্বপ্ন বাঁচে কি?
ক্যাকটাস মরে জলে ।
কি কঠিন কথা বললেন এতো সরল ভাষায় ।।
প্রথম ভালোলাগা রইলো কবি ।।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ রাইসুল নয়ন।
ভালোলাগায় কৃতজ্ঞতা।
ভালো থাকবেন অনেক।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
এহসান সাবির বলেছেন: শীতের ভেতরে শীতের কবিতা। দারুন।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ এহসান সাবির। যে শীত পড়ছে ভাই, শীত দিয়ে শীত কাটানোর চেষ্টা আর কি! বিষে বিষক্ষয়!!!
ভালো থাকবেন।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপাতত ফাইভ প্লাস আছে। মাঝেমাঝে মাইনাস হয়।
আমাকে এবার প্লাস দেন।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ও তাইলে এখন তো প্লাস ফাইভে আছেন তাইতো? বেশ ভালো, শীত সামান্য কমলো।
পাঁচ খানি নগদ প্লাস গুনে নিন আপা, কাউন্টার ত্যাগের পরে অভিযোগ গ্রহন করা হয়না।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
মাছিমারা কেরাণী বলেছেন: ও আচ্ছা, আপনি তাহলে ইফতি?
শুভ কামনা।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি ইফতি কে চিনেন নাকি?
আমি ৎঁৎঁৎঁ, যার নিকে কোন সৌন্দর্য্য কিছু নাই।
শুভ কামনা।
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
মাছিমারা কেরাণী বলেছেন: আপনি এত রাগ করছেন কেন ভাই??
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
নীলফরিং বলেছেন:
শরীর ছাড়াও শরীর বাঁচে,
কয়লা পোড়ালেও চলে,
স্যাঁতলা মনে স্বপ্ন বাঁচে কি?
ক্যাকটাস মরে জলে ।
সুন্দর।
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নীলফরিং।
ভালো থাকবেন।
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
জনি_ইংলিশ বলেছেন: @মাছিমারা কেরাণী > তোমার মত সামান্য ৪র্থ শ্রেনির কেরানী কি ভাবে সামুর মত একটি ১ম শ্রেনির ব্লগে লিখতে সাহস পাও সেটা বুঝলাম না। ল্যাদানি বন্ধ করো
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
ৎঁৎঁৎঁ বলেছেন: দুঃখজনক, দুঃখজনক, ক্যাচাল ভালো লাগেনা, কিন্তু সেইটা গায়ের উপর আইসা পড়লে মুশকিল।
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
IN THE NAME OF INNOCENCE বলেছেন:
@মাছিমারা কেরাণী > ল্যাদানি বন্ধ করো
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: দুঃখজনক, দুঃখজনক, ক্যাচাল ভালো লাগেনা, কিন্তু সেইটা গায়ের উপর আইসা পড়লে মুশকিল।
১২| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭
অনীনদিতা বলেছেন: কেন হবে শিত শেষ
লাগছে তো মজাই বেশ
নানা রকম পিঠা
খেতে বড়ই মিঠা
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা হা, সুন্দর লিখেছেন অনীনদিতা।
শীতের পিঠা খেতে মজা,
ঠিক কথা ঠিক কথা,
তাই বলে এত শীত??!!
মানি না, মানবো না।
১৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
নীলঞ্জন বলেছেন: কবিতা ভালো লাগলো আপু।+++++++++
শুভ কামনা।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: জেন্ডার মিস্টেক হৈ গেসে!!
কবিতা পাঠে কৃতজ্ঞতা ।
ভাল থাকবেন।
১৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
নিমচাঁদ বলেছেন: আপনার নিক উচ্চারণ করতে গিয়া , দাত দুইটা শহীদ হয়ে গেলো ।
যাই হোক , এইটা রিয়েল প্রব্লেমেটিক কোবতে ।
ভালো হিটার কিন্না ফালান ।১ ঘন্টা পায়ের তলে রেখে দেবেন , দেখবেন "আমার এখানে গরম লাগছে , " কবিতার ছন্দ এমনে এমনে মাথায় চলে আসবে ।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার দুইটা শহীদ দাঁতের রুহের মাগফেরাত কামনা করছি।( দুই হাত তুলে মুনাজাত করার একটা ইমো হবে)
ভালো থাকবেন।
১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
শ্রাবণ জল বলেছেন: সব জলকণা মেঘ হয় কি ?
বৃষ্টি-ই শুধু জানে ।
ছন্দ বেশ ভাল লাগল।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
ৎঁৎঁৎঁ বলেছেন: শরীর ছাড়াও শরীর বাঁচে,
কয়লা পোড়ালেও চলে,
স্যাঁতলা মনে স্বপ্ন বাঁচে কি?
ক্যাকটাস মরে জলে ।
শুভকামনা রইলো শ্রাবন জল !
১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
==================
শরীর ছাড়াও শরীর বাঁচে,
কয়লা পোড়ালেও চলে,
স্যাঁতলা মনে স্বপ্ন বাঁচে কি?
ক্যাকটাস মরে জলে ।
==================
খুব ভালোলাগা।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন ।
এই শীতও শেষ হবে একদিন,
ফিরবে পাখি ঘরে ,
সব জলকণা মেঘ হয় কি ?
বৃষ্টি-ই শুধু জানে ।
পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
শের শায়রী বলেছেন: কবিতা খুব একটা পড়িনা, আপনারটা হঠাৎ পড়লাম। কেন জানি ভাল লাগল। ভাল লাগা জানিয়ে গেলাম