নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

আমাকে আমার পৃথিবীর কোনটুকুতে ছেড়ে দাও...

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

আমার হয়ত কিছুই বলার ছিল না,

তবুও সভা মঞ্চের ওই অসহ্য মাইকটা টেনে নিয়ে,

গগনবিদারী চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করলো-

তোমাদের কখনই আমার কিছু বলার ছিলনা,

তাই তোমাদের কাছ থেকে কোনকিছু শোনবারও নেই।

আমাকে তোমরা অহংকারী বলবে?

আমি তা নই, আমি শুধু

তোমাদের কারও অহংকারের তোয়াক্কা করিনা।

আমাকে আমার পৃথিবীর কোনটুকুতে ছেড়ে দাও...

তোমাদের মত ছাপোষা স্বপ্ন মানিব্যাগে নিয়ে,

গুনে গুনে খরচ করতে আমি রাজী নই।

আমার কিছু স্বপ্ন আছে, ওরা খুব বুনো আর স্বাধীনচেতা,

ওদের একরোখা জেদে পিষে মারা গেছে আমার অনেক

ঠাণ্ডা মাথায় কষা হিসাব-নিকাশ।

মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল পরিশ্রমে

আমি কিছু অন্ধকার জমিয়েছিলাম,

আমার সেই ছোটবেলাকার অভ্যেস,

আলো পড়লে আমার স্বপ্নগুলো একদম ঘুমাতে পারেনা।

বার বার ভুল ভোরে ভুল ঘুম থেকে জেগে উঠে উঠে,

স্বপ্নগুলোও সব হার জির জিরে বদমেজাজী হয়ে যাচ্ছে।

ওদের ঘুম পাড়ানোর জন্য কত কষ্ট করে অন্ধকারগুলো জমিয়ে ছিলাম!

তোমাদের এই অসহ্য কোলাহলে আমার জমানো অন্ধকারগুলো,

গোধূলির আলোয় উড়াল দিয়ে রাতের বুকে তলিয়ে গেল,

এখন আমি স্বপ্নগুলো কিভাবে ঘুম পাড়িয়ে রাখব?





মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমি কিছু অন্ধকার জমিয়েছিলাম,..........................সুন্দর হোক সব কিছু........ভালো থাকবেন.......

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: পাঠে কৃতজ্ঞতা বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর।

সুন্দর হোক, মঙ্গল হোক।

ভালো থাকবেন।

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

কালোপরী বলেছেন: আমাকে আমার মত থাকতে দাও

:)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: আমাকে আমার কোনটুকুতে ছেড়ে দাও

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪

শ্রাবণ জল বলেছেন: বার বার ভুল ভোরে ভুল ঘুম থেকে জেগে উঠে উঠে,
স্বপ্নগুলোও সব হার জির জিরে বদমেজাজী হয়ে যাচ্ছে।

সুন্দর।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: তোমাদের এই অসহ্য কোলাহলে আমার জমানো অন্ধকারগুলো,
গোধূলির আলোয় উড়াল দিয়ে রাতের বুকে তলিয়ে গেল,
এখন আমি স্বপ্নগুলো কিভাবে ঘুম পাড়িয়ে রাখব?


আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো শ্রাবণ জল ! এতদিন ভাবতাম আমার কবিতা কেউ পড়েনা! :(

পাঠে ভরসা পাই! :)

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯

shfikul বলেছেন: +++

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ shfikul । অভিভাদন গ্রহন করুন।


শুভকামনা রইলো।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

শ্রাবণ জল বলেছেন: পুরোনো লেখা পড়েনা বোধহয় সবাই।
কারো লেখা ভাল লাগলে আমি সব লেখাই পড়ে ফেলার ট্রাই করি।
কাল আপনার ব্লগে হানা দিলাম আর কি। :)

ধন্যবাদ তো আপনার পাওনা। সুন্দর লিখেছেন বলেই পড়তে ভাল লাগল।

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার কাছে কৃতজ্ঞ রইলাম।


কবি সম্মানিত বোধ করছে! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.