![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওহে নির্বোধ মানুষ!
তোমাকে কে বলল পৃথিবীটা তোমার একলার?
এই পৃথিবী সকলের, সমান ভাবে।
শালিক, উটপাখি আর ঘাসফুলের,
হাতি, কাকাতুয়া আর শাপলার,
কেঁচো, টিয়াপাখি আর কবিতার।
ছোট বেলায় যে মার্বেল পাথরটা
হারিয়ে, খুব কেঁদেছিলাম,
পৃথিবীটা সমানভাবে তারও।
বলতে পার,- ‘এটা কিন্তু খুব বেশি হয়ে গেল!
পাথরটা তো নিষ্প্রান,
ঈশ্বর তো ওতে কোন প্রান ফুঁকে দেন নি।’’
আমি তোমাকে আবারও বলব,-‘নির্বোধ’!
ঈশ্বর, শয়তান অথবা ঘুণপোকা,
বনিক, বনিতা অথবা সন্ন্যাসী,
মুক্তি, মৃত্যু অথবা দ্রোহ,
পৃথিবীটা সকলের, সমানভাবে।
# আমার লেখা প্রথম কবিতা! এটা সেটা গোছাতে গিয়ে খুঁজে পেলাম!!
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দায়িত্ববান নাগরিক। পৃথিবীটা সকলের, সমানভাবে!!!
ভালো থাকবেন।
২| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।
আপনার প্রথম কবিতা পড়া হয়ে গেলো।
শুভকামনা।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয়। প্রথম কবিতা পাঠে কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
নেক্সাস বলেছেন: প্রথম কবিতায় ভাল লাগা
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নেক্সাস। পাঠে কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: এই পৃথিবী সকলের, সমান ভাবে।
শালিক, উটপাখি আর ঘাসফুলের,
হাতি, কাকাতুয়া আর শাপলার,
কেঁচো, টিয়াপাখি আর কবিতার।
ভালো লাগলো ৎঁৎঁৎঁ ।