নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরের অশ্রু

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

একজন মানুষ যখন কোনকিছু তার-

জীবনের চেয়েও ভালবাসে,

আর যখন সে সেই ভালবাসার জন্য-

জীবন দিয়েই লড়াই করে,

তখন ঈশ্বর ফেরেস্তাদের ডেকে বলেন,

দেখ, ওরা আদমের বংশধর,

সিজদা কর, কারন-

আমি যা জানি তোমরা তা জাননা!’।



সমগ্র বিশ্বজাহান সিজদায় ডুবে যায়।

অলক্ষ্যে, এই অবসরে ;-

স্বয়ং ঈশ্বর মুছে ফেলেন তার ঈর্ষাতুর অশ্রুবিন্দুটুকু...



একদা একজন সিজদা করতে অস্বীকার করেছিল!

সেটা তেমন কোন সমস্যা ছিল না,

কিন্তু সে দেখে ফেলেছিল ঈশ্বরের অশ্রু!

ঠিক তখন থেকেই সে অভিশপ্ত।

ঈশ্বরের গোপন অশ্রুর একমাত্র সাক্ষী- অদ্বিতীয় ইবলিস!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

পরিবেশ বন্ধু বলেছেন: তাইতো সে ঈশ্বরের দুর্বলতা খুজে
দেয় মানুষকে ধুকা
ইবলিশ অশ্রু খুজে ভাল হৃদয়ে
কিন্তু ঈশ্বর নহে বুকা

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: পাঠে ধন্যবাদ পরিবেশ বন্ধু।

মানুষকে ধোঁকা দেওয়া ইবলিশের জন্য খুব জরুরী গুরুদায়িত্ব , নাইলে জাহান্নাম খালি পইড়া থাকব!!!

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

অনীনদিতা বলেছেন: ঈশ্বরের গোপন অশ্রুর একমাত্র সাক্ষী- অদ্বিতীয় ইবলিস!!!

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অনীনদিতা ।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.