নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

দন্ডপ্রাপ্ত

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

পরিধিটাকে একটু বাড়াও হে,

তুমি তো বিন্দুবৃত্ত নও !

দৃষ্টিতে একটুখানি দিগন্ত মাখাও,

তুমি তো কেবল কাকতাড়ুয়া নও ।

তুমি কি ভেবেছ তোমার বুঝি খুব শেকড় আছে ?

ভুলে যাও কেন তুমি তো সবুজ বৃক্ষ নও,

তুমি দণ্ডপ্রাপ্ত দো–পেয়ে ।

খুব তপস্যা তোমার !

চেতনায় শুধু লক্ষ্যবিন্দু, পুরাণ ঋষি,

বার বার কেন ভুলে যাও তুমি কোন তীরন্দাজ নও!

খুব দেখি নিরুদ্বেগ, অস্থির উদাসীন !

স্বাধীনতার মায়াবী ফাঁদে গলা ঢুকিয়ে,

গায়ছো তুমি মুক্তির গান !

দেখনা চারদিকে হিমযুগের কুয়াশা,

উত্তুরে হিম প্রবাহে বাঘবন্দী জনপদের চূড়ায়,

শীতল ঘন্টা বাজিয়ে ঘোষনা শোনাও ধাতব উষ্ণতার!

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

বলাক০৪ বলেছেন: দণ্ডপ্রাপ্ত দো–পেয়ে হইয়া বড়ই প্রবলেমে আছি :(

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: বিশাল প্রব্লেম রে ভাই, সবকিছুই হইতে হয়, আবার কোনকিছুই পুরোটা না।


ভালো থাকবেন।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

রাইসুল নয়ন বলেছেন: গাইছো
উত্তরে

কবিতায় অমেপেয় ভালোবাসা, আর কবির প্রতি শ্রদ্ধা রেখে গেলাম ।।

আবার আসবো ।।

ভালো থাকুন ।।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রাইসুল নয়ন। পাঠে ও ভালবাসায় কৃতজ্ঞতা।

আবার আসবেন, যখন খুশী! :)

ভালো থাকবেন।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

ফরিদ আলম বলেছেন: নিকটা ভয়ংকর B:-)

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: কি যে বলেন! নিতান্তই নিরীহ একটা নিক! :-B :-B


ভালো থাকবেন ফরিদ আলম।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

অনীনদিতা বলেছেন: কবিতায় ভালোবাসা.....

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অনীনদিতা। কবিতা ভালোবাসায় কৃতজ্ঞতা।

ভালো থাকবেন অনেক। :)

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

নিয়েল ( হিমু ) বলেছেন: ভালা হৈছে :D :-B

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধইন্যা লন নিয়েল ( হিমু ) !

ভালো থাকিয়েন !! :) :)

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

নিয়েল ( হিমু ) বলেছেন: পুত্তুম পিলাইচ্চা :-B

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: পুত্তুম পিলাইচ্চা আনন্দের সহিত গ্রহন করিলাম।

ভালোবাসা জানিবেন। :)

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

শান্তা273 বলেছেন: কবিতায় ভালোলাগা রইল।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শান্তা273 । কবিতা পাঠে কৃতজ্ঞতা রইলো।

ভালো থাকবেন।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

সাদেকুর বলেছেন: স্বাধীনতার মায়াবী ফাঁদে গলা ঢুকিয়ে,
গায়ছো তুমি মুক্তির গান !

স্বাধীনতার মায়াবী ফাঁদে

অসাধারণ।

+++++

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সাদেকুর। কবিতা পাঠে কৃতজ্ঞতা থাকলো।

ভালো থাকবেন।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

ইনকগনিটো বলেছেন: ভালো লাগলো।

শুভকামনা।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম ইনকগনিটো ! :)

ভালো থাকবেন অনেক।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

মামুন রশিদ বলেছেন: দারুন লাগলো । পুরো কবিতা ।

অসাধারন উপমা, 'দণ্ডপ্রাপ্ত দু পেয়ে' ;)

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ, মামুন৬৫৩। কবিতা পাঠে কৃতজ্ঞতা রইলো।


ভালো থাকবেন।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন:




পরিধিটাকে একটু বাড়াও হে,
তুমি তো বিন্দুবৃত্ত নও !
দৃষ্টিতে একটুখানি দিগন্ত মাখাও,
তুমি তো কেবল কাকতাড়ুয়া নও ।


=========================
ভালোলাগা
=========================

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন।


মন্তব্যে ভালবাসা রইল, ভালো থাকবেন।

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

শ্রাবণ জল বলেছেন: তুমি কি ভেবেছ তোমার বুঝি খুব শেকড় আছে ?
ভুলে যাও কেন তুমি তো সবুজ বৃক্ষ নও,
তুমি দণ্ডপ্রাপ্ত দো–পেয়ে ।

লাইন গুলো ভাল লাগল।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন:
খুব তপস্যা তোমার !
চেতনায় শুধু লক্ষ্যবিন্দু, পুরাণ ঋষি,
বার বার কেন ভুলে যাও তুমি কোন তীরন্দাজ নও!


অনেক অনেক ধন্যবাদ শ্রাবণ জল । কবিতায় আপনাকে পেয়ে কবি অভিভূত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.