নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

কলম তুমি শান্তি ছড়াও, শান্তি মাখাও, শান্তি ওড়াও

১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

কলম তুমি গর্জে ওঠ,

কামান হয়ে ঝরাও ফুল,

আর দেরী নয়, এইতো সময়,

বজ্র নাদে ভাঙ্গাও ঘুম !



আঁধার রাতের অন্ধকারে,

কাপুরুষ কিছু অস্ত্র হাতে,

রক্ত ঝরায়, রক্ত ঝরায় ...

আস্তিক নাকি নাস্তিক নাকি হিন্দু নাকি মুসলিম ??!!

জানবার নেই, মানুষ আমরা, আমাদেরই ভাই ।



জাগো ভাই আমরা সবাই কলমধারী,

চাপাতি কোন জাত চেনেনা জানোতো বুঝি ?

অপর রক্তে আজ যদি দাও তালি তবে রেখ মনে,

একদিন এই খড়্গ তোমার কল্লাও নেবেই নেবে ।



কলম তুমি শান্তি ছড়াও, শান্তি মাখাও, শান্তি ওড়াও,

‘আমরা মানুষ, বুনো পশু নই’ – এই কথা কও,

এই গান গাও, এই বোধটুকু দাও .....

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০

পরিবেশ বন্ধু বলেছেন: সচেতন লেখা
শুভকামনা

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু,

আসলে নিন্দা জানানোর ভাষা নাই, মনটাই খারাপ :(
এমন কেন হবে?

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কলম খোচায় আজ রক্ত ঝরে..... :( :( +

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: মনটা ভালা নাইরে ভাই, চারিদিকে খারাপ খবর, একটু আগেই শুনলাম আবদুশ শাকুর চলে গেছেন :(

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুব ভাল লাগলো,,,,,,,,,,,,,,

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা ।

ভালো থাকবেন।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

নীলঞ্জন বলেছেন: কলম তুমি শান্তি ছড়াও, শান্তি মাখাও, শান্তি ওড়াও - বাহ! চমৎকার।+++++++++

শুভ কামনা।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নীলঞ্জন, পাঠে কৃতজ্ঞতা রইল।

ভালো থাকবেন।

'Peaceful Blogging', - ব্লগ হোক শান্তির ।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

নীলঞ্জন বলেছেন: 'Peaceful Blogging', - ব্লগ হোক শান্তির । - বুঝলাম না।

অবশ্যই তাই হওয়া উচিত এবং তাই করি ভাই।

শুভ কামনা।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: হাই হাই, ভুল বঝাবুঝি হইসে নির্ঘাত!

আমি আসলে বলতে চেয়েছি Happy Blogging এর মত peaceful blogging ও একটা শুভকামনা,- শান্তি বিরাজ করুক। হয়ত আমার বলার মধ্যে, কিছুটা আপনার বোঝার মধ্যে মিলিয়ে ভুল বোঝাবুঝি!

ভালো থাকবেন।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

ফারাহ দিবা জামান বলেছেন:
কলম তুমি গর্জে ওঠ,
কামান হয়ে ঝরাও ফুল,
আর দেরী নয়, এইতো সময়,
বজ্র নাদে ভাঙ্গাও ঘুম !
=================
খুব সুন্দর বলিষ্ঠ উচ্চারণ!
অনেক ভালো লাগলো।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ফারাহ দিবা জামান।

'কবির কলম গর্জে ওঠ !!!'


ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.