নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পুলিশদের সন্তানেরাও তো কোন শিক্ষকের কাছে বিদ্যা লাভ করে 'মানুষ' হচ্ছে বা হবে, মানব প্রজাতির সন্তানদের 'মানুষ' করে তুলবার প্রথম পবিত্র প্রশিক্ষন এই শিক্ষকেরা দিয়ে থাকেন। নগর পুড়লে তো দেবালয় এড়ায়না, আরও অনেক অবক্ষয়েরর মিছিলে আমাদের কিছু শিক্ষকেরাও যুক্ত থাকতে পারেন। কিন্তু আমরা কি কেউ বুকে হাত দিয়ে কোন প্রিয় শিক্ষকের কথা মনে করতে পারব না যার কাছে আমি আজীবন কৃতজ্ঞ? যিনি না হাত ধরলে আমি পথটাই চিনে হাঁটতে পারতাম না?
রাজপথে রাজনৈতিক দলগুলো ইচ্ছেমত দখল রেখে মিছিল মিটিং করবে, কোন সমস্যা নেই! কিন্তু শিক্ষকেরা দাঁড়াতে পারবে না বেতন ভাতার মত দাবী দাওয়া নিয়ে,তাহলেই বিষাক্ত পিপার স্প্রে ছিটান হবে, পিটিয়ে মেরে ফেললেও কেউ কিছু বলবেনা। শিক্ষক পেটান ইস্যুটার বোধহয় তেমন মিডিয়া কাটতি নেই, নাকি?
তবে শিক্ষকদের মধ্যে অনেক শ্রেণীবিভাগ চলে আসছে তো, আমাদের দেশে কিছু সেলিব্রিটি শিক্ষক আছেন, তাঁরা অনেকেই অনেক কিছুর মাথায় বিচরন করেন। প্রাইমারি শিক্ষকেরা অভিজাত গোত্রের মধ্যে পরেন নাই বলে বোধহয় এই রাজপথে মার খাওয়া শিক্ষকদের পেশাগত অধিকার ও সম্মানের স্বীকৃতি তো দূরে থাক, দাবী জানানোর মানবিক ও নাগরিক অধিকারটুকুকেও উত্তর আধুনিক স্প্রে দিয়ে দলিত করে যাচ্ছি।
এখন আসলে শিক্ষকদের আগের সেই খালি পকেট আদর্শবাদী গ্ল্যামারটাও কমে গেছে, শিক্ষক হতে চায় এমন তরুনের সংখ্যাও কমে যাচ্ছে। আর শিক্ষকেরাও তো এমন না যে বৈদেশিক মুদ্রা কামাইতেও তেমন একটা অবদান আছে! সমাজে আমাদের শিক্ষকদের অবদানের বিষয়টাই আমাদের বোধের মধ্যে আসছেনা। দেখতে ইচ্ছে করছে দেশ জুড়ে সব শিক্ষকেরা একযোগে একটা ধর্মঘট ডেকে ফেললে কি হত? যাও, যার যার সন্তানদের নিজেরা পড়ালিখা শিখায় ডাক্তার- ইঞ্জিনিয়ার বানাওগে...
২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
শিক কাবাব বলেছেন: ভাই, কিছু মনে করবেন না। সৌদী আরব থাকিতো, তাই আমাদের দেশ আর সৌদী দেশ তুলনা করতে পারতাছি। সৌদীতে ডাইরেক্ট কল্লা কাটা।
এর পরও
কল্লা কাটার পরও অপরাধ হচ্ছে।
সেখানে, বাংলাদেশে যেখানে কোনো বিচারই নাই, কতটুকু অপরাধ বাড়বে চিন্তা করুন।
ড্রাগ পাচারের জন্য ৫ বছর জেল, এবং। এবং মজার জিনিস হচ্ছে ৩০০টা পাছায় বারি। এই বারি স্কুলের ছাত্র পিটানোর বাড়ি না। একটা বারিতেই খবর হয়া যায়। সেখানে ৩০০টা ডান্ডার বাড়ি। বুঝেন। ৫ বছর জেল দিলেই হত। হত না? জেল মানেতো আরাম খানা। আরামে থাকতে দেয়া যায় না। জেলের আগে ৩০০টা বারি এজন্য যে, জেল থেকে বের হলে তার জেল লাইফ না, ৩০০ বারির কথাই বেশী মনে পড়ে।
Click This Link
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
শিক কাবাব বলেছেন: বিম্পি, বা, আম্লিগ, অথবা এরশাদ, অথবা রাজাকার। ক্ষমতায় এলো। আজকে শপথ নিয়ে সরকারের কাজ শুরু হল।
কালকে থেকে হরতাল। কিসের হরতাল? সরকার ভালো না। সরকার চোর, সরকার এই সেই .....।
কালকে বাস ট্রাক সমিতির দাবি দাওয়া, পরশু ডাক্তারের দাবি দাওয়া, তরশু শিক্ষকের দাবি দাওয়া, ডরশু আইনজীবির দাবি দাওয়া। গার্মেন্টসএর দাবি দাওয়া ....।
এত দাবি দাওয়া .......।
সুতরাং যে সরকারই থাকুক, সরকারের উচিৎ, কোনো দাবি দাওয়া নাই। যা আছে তা-ই নিয়া সুখে থাকো। দাবি দাওয়ার কথা বলতে গেলেই মাইর।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
ৎঁৎঁৎঁ বলেছেন: শাস্তির তীব্রতার সাথে অপরাধ বাড়ে না কমে এইটা আসলেই অনেক আলোচনার বিষয় মানি, বেশ অনেক খানি জমজমাট বিতর্কও করা যেতে পারে। কিন্তু সেটা তো ভিন্ন প্রসংগ ভাই। আমার আলোচনার বিষয় ছিল আমাদের শিক্ষকদের একটা অংশের উপর যে নিপীড়নটা চালান হচ্ছে। আপনার যদি এই বিষয়ে কিছু বলার থাকে ভালো লাগবে।
ভালো থাকবেন।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
শয়তান ২০০০ বলেছেন: Police এর পোলাপাইন তাই মানুষ কম হ্য়।
১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ভাই শুধু পুলিশরে একা দোষ দিয়া লাভ নাই। পেশাগত জায়গা থেকে একজন পুলিশ কে অনেক কাজ-ই করতে হয়, বরং তাদের আচরন থেকে সমাজের মূল্যবোধের জায়গাটুকু বোঝা যায়।
ভালো থাকবেন শয়তান ২০০০ ।
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
শিক কাবাব বলেছেন: রাজপথে বলেন আর ফুটপাথে বলে আর গ্রামের কাঁচা রাস্তায় বলেন, বাসায় বলেন আর অফিসে বলেন, হাসপাতালে বলেন আর স্কুলে বলেন -
মাইরের উপর ঔষধ নাই।
ডান্ডার মাইর বলেন আর বুলেটের মাইর বলেন, মরিচের পাউডার বলেন, গ্রেনেড বলেন - একটা দিয়ে মারলেই চলবে।
ইউরোপ আম্রিকায় দেশের স্বার্থের জন্য আন্দোলন হয়, আমাদের দেশের কুত্তা মরলে কুত্তাকে রাস্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য আন্দোলন হয়। সুতরাং দাও মাইর।