নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

একজন নামানুষ

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

মারদাঙ্গা এক চাঁদের মায়ায়,

আমায় টেনে ছিঁড়ে নিয়ে যায় !

আমি অবাক হয়ে তাকিয়ে দেখি,

তোমার কাছ থেকে কেমন লুট হয়ে গেলাম।

নীলাভ ভয়াল একটা মিঠে চাঁদ-

কেমন আলতো সামান্য এক আলোর ছোবলে,

পথের ধুলোয় গৃহবন্দী হল মাতাল পর্যটক।

তারপর থেকেই তো আমি-

না যোগী, না প্রেমিক,

না ভণ্ড, না কামুক,

না কবি, না বনিক,

না গৃহী, না ঋষি,

না জটিল, না সরল,

না জল, না সমুদ্র,

না উল্লাস, না স্বপ্ন,

না পথ, না আলো,

না লোভী, না বিপ্লবী,

না মুচী, না সম্রাট,

না মেঘ, না রৌদ্র,

তারপর আর কিছুই না, শুধুই নামানুষ-

সেদিন থেকেই তো আমি একজন নামানুষ...

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

অনীনদিতা বলেছেন: বাপরে :-B :-B

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: হঠাৎ করে বাবা কে কেন ডাকছেন?? :-*

আপনার আব্বুকে আমার সালাম দিবেন। :)

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:
তারপর আর কিছুই না, শুধুই নামানুষ-
সেদিন থেকেই তো আমি একজন নামানুষ...

+++++++++++++++++++++++++

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব। পাঠে কৃতজ্ঞতা রইলো।

ভালো থাকবেন।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

রাইসুল নয়ন বলেছেন: অনেক ভালোলাগা রইলো কবি,
পড়তে ভালো লেগেছে অনেক ।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রাইসুল নয়ন । পাঠে কৃতজ্ঞতা রইলো।

আপনাদের এই ভালোলাগাটুকু ভরসা দেয়। :)

ভালো থাকবেন।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

বটবৃক্ষ~ বলেছেন: আমি অবাক হয়ে তাকিয়ে দেখি,
তোমার কাছ থেকে কেমন লুট হয়ে গেলাম।

+++
ভাললাগা~~
শুভেচ্ছা!

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বটবৃক্ষ~ । পাঠে কৃতজ্ঞতা রইলো ।

আমার এক কবি বন্ধু এই কবিতাটি পড়ে খুব হতাশার মন্তব্য করেছিল! :(

আপনাদের এই ভালো লাগা ভরসা দেয় !!!

ভালো থাকবেন।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯

শ্রাবণ জল বলেছেন: ভাল লাগা।

আপনি কি সত্যি না-মানুষ?

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: হুমম :(


তারপর আর কিছুই না, শুধুই নামানুষ-
সেদিন থেকেই তো আমি একজন নামানুষ...

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

শের শায়রী বলেছেন: বাহ বেশ লিখছেন তো। আপনি অনুসারিত। :)

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: অভিভাদন গ্রহন করুন শের শায়রী । এই সম্মানে কবি অভিভূত :) :)


ভালো থাকুন, নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.