নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১,
আমি তোমার কাছে জানতে চাইলাম সত্য কী?
তুমি আমার সামনে মেলে ধরলে একখানা কিতাব!
অথচ তোমার চেয়ে আর কে ভালো জানতো;- মাটির মানুষ আমি,
কাগজের ঐ শুকনো পাতায় কি আর আদমের তৃষ্ণা মেটে?
২,
পরানের আকাশে যদি না মেলে দেখা,
কিতাব খুঁড়ে আর লাভ কি বল?
আমার দুয়ারে যদি না আস তুমি,
তোমার আলোই যদি না ভাসে সকাল,
কাজ কি তোমার সপ্তম আসমানে আরশ সাজিয়ে?
৩,
শ্রমিকের ঘামে শুধু নোনতা লবণ নয়,
রক্ত ঝরা হিমোগ্লোবিন কণাও থাকে...
জেন, কোহিনূর হীরাতেই শুধু নয়,
আলোর দ্যুতি অশ্রুবিন্দুতেও গান বাঁধে...
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ নীলঞ্জন। পাঠে কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকবেন।
২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ৩ নম্বরটা বেশি ভাল লেগেছে,,,,,,,,,,,,,,শুভকামনা,,,,,,
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা ।
ভালো থাকবেন অনেক।
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
ডানাহীন বলেছেন: ত্রিকাব্যই সুন্দর তবে প্রথম কবিতার প্রশ্নটাই মনে দাগ কাটল বেশী ।
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা খুঁজে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ডানাহীন ।
আমি তোমার কাছে জানতে চাইলাম সত্য কী?
তুমি আমার সামনে মেলে ধরলে একখানা কিতাব!
অথচ তোমার চেয়ে আর কে ভালো জানতো;- মাটির মানুষ আমি,
কাগজের ঐ শুকনো পাতায় কি আর আদমের তৃষ্ণা মেটে?
পাঠে কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১০
শ্রাবণ জল বলেছেন: ১,৩ ভাল লেগেছে।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শ্রাবন জল। পাঠে কৃতজ্ঞতা রইলো।
আমার ১ আর ৩ বেশী পছন্দ, বিশেষ করে ১ ।
শুভকামনা রইলো।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালোলাগা।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন । কবিতা খুঁজে বের করে পাঠে আমি কৃতজ্ঞ।
অনেক অনেক ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
নীলঞ্জন বলেছেন: ত্রিকাব্য ভালোলাগলো।