নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

তোমরা আমাকে ফিরিয়ে দিও না কবি

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

পৃথিবীর সকল কবি শোন,

তোমাদের কাছে আমার এক আর্জি আছে।

বহু পথ পারি দিয়ে এসেছি আমি,

আমার জুতোয় অবশ্য কোন পেরেক ছিল না!

কারন আমার তো কোন জুতোই নেই।



কবি শোন, তোমাদের কাছে আসতে অনেক কষ্ট হয়েছে আমার,

তোমরা আমাকে ফিরিয়ে দিওনা,

আমার তো আর কারও কাছে যাওয়ার ছিল না, ঈশ্বর ছাড়া ;

কিন্তু ঈশ্বর আমাকে পাখা দিতে ভুলে গেছেন,-

তাই আমি সাত আসমান উড়ে যেতে পারিনি।

ডানাহীন এই আমার তোমরা ছাড়া আর কে ছিল যাওয়ার?



কবি শোন, পৃথিবীর মহত্তম স্বপ্নবাজের দল শোন!

আমাকে একটা চাঁদ লিখে দাও,

সরল, মায়ালু, মায়াবী একটা চাঁদ।

যে চাঁদে কোন অমাবস্যা নেই,

তাই তার কখনও ছিল না কোন পূর্ণিমা!

খুকুর কপালে প্রহরী হয়ে থাকা চাঁদের মত,

যে চাঁদটা দিশারী হবে পতিত বুড়ো খোকাদের!

ঝলসানো রুটি হবে ক্ষুধাতুর নিশীথে,

গৃহত্যাগী পথিকের পিছুটান হবে,

আর হবে বাতিঘর,- যখন আমি দিকভ্রান্ত তোমায় খুঁজি।



তোমরা আমাকে ফিরিয়ে দিও না কবি !

ঈশ্বর যা করেন নি,

তা করার তোমরা ছাড়া আর কে আছে এই পৃথিবীর?









** কৃতজ্ঞতা- বন্ধু রাজন।

মন্তব্য ৩৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
অপ্রাপ্তিগুলোর কি দারুন চাওয়া!

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয়। কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।


শুভকামনা রইলো।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর। ভালো লাগলো।

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আলাউদ্দিন আহমেদ সরকার। কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।


ভালো থাকবেন।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১০

একজন আরমান বলেছেন:
তাই আমি সাত আসমান উড়ে যেতে পারিনি।
ডানাহীন এই আমার তোমরা ছাড়া আর কে ছিল যাওয়ার?


আমি মুগ্ধ।
কবিতায় ভালো লাগা।

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ একজন আরমান। আপনার ভালো লাগায় আমার আনন্দ বহুগুন বেড়ে গেল।


শুভকামনা রইলো।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:
খুকুর কপালে প্রহরী হয়ে থাকা চাঁদের মত,
যে চাঁদটা দিশারী হবে পতিত বুড়ো খোকাদের!

++++++++++ কবিতায় ভালো লাগা।

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব । পাঠে কৃতজ্ঞতা রইলো।



ভালো থাকুন অনেক ।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

কালোপরী বলেছেন: সুন্দর :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কালোপরী। :)


শুভকামনা রইলো।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১১

ভিয়েনাস বলেছেন: আমাকে একটা চাঁদ লিখে দাও,
সরল, মায়ালু, মায়াবী একটা চাঁদ।
যে চাঁদে কোন অমাবস্যা নেই,
তাই তার কখনও ছিল না কোন পূর্ণিমা!
চমৎকার।

৪ র্থ ভালো লাগা

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস। কবিতা ভালো লাগায় কৃতজ্ঞতা ।




ভালো থাকবেন অনেক।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

গ্রাম্যবালিকা বলেছেন: মুগ্ধপাঠ!


তোমরা আমাকে ফিরিয়ে দিও না কবি !
ঈশ্বর যা করেন নি,
তা করার তোমরা ছাড়া আর কে আছে এই পৃথিবীর?

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম গ্রাম্যবালিকা। ! কবিতা পাঠে কৃতজ্ঞতা রইলো।



ভালো থাকবেন অনেক । :)

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

মামুন রশিদ বলেছেন: পৃথিবীর মহত্তম স্বপ্নবাজের দল শোন!
আমাকে একটা চাঁদ লিখে দাও,
সরল, মায়ালু, মায়াবী একটা চাঁদ।
যে চাঁদে কোন অমাবস্যা নেই,
তাই তার কখনও ছিল না কোন পূর্ণিমা!


চমৎকার। :) :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মামুন৬৫৩, :) পাঠে কৃতজ্ঞতা রইলো।


নিরবিচ্ছিন্ন ভালো থাকুন। :)

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মুগ্ধ ও বিমোহিত । এমন একটি লেখার জন্যে কবিকে মন থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিতে চাই। আপনি অসাধারণ। +++++++++++++++++++++++++




প্যারোডি, সুযোগ পেলে দেখে নিবেন প্লিজ।


ভালো থাকবেন।

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দিকভ্রান্ত*পথিক । এই দুইটা লাইন লেখার সময় আপনার কথা মাথায় আসছে!

গৃহত্যাগী পথিকের পিছুটান হবে,
আর হবে বাতিঘর,- যখন আমি দিকভ্রান্ত তোমায় খুঁজি।


আপনার ভালা লাগায় অভিভূত হইলাম। :)

নিরন্তর ভালো থাকুন।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আমাকে একটা চাঁদ লিখে দাও !

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম প্লিওসিন অথবা গ্লসিয়ার।

যে চাঁদে কোন অমাবস্যা নেই,
তাই তার কখনও ছিল না কোন পূর্ণিমা!


শুভকামনা রইলো।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

মাক্স বলেছেন: সুন্দর! ভালো লাগলো+++

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাক্স। পাঠে কৃতজ্ঞতা রইলো।


ভালো থাকবেন।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

রাইসুল নয়ন বলেছেন: ভালোলাগা রইলো কবি ।

আর কবিতা সুন্দর ।

ভালো থাকুন ।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ রাইসুল নয়ন । কবিতা ভালো লাগায় কৃতজ্ঞতা।


শুভকামনা রইলো।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

বটবৃক্ষ~ বলেছেন: কবি শোন, পৃথিবীর মহত্তম স্বপ্নবাজের দল শোন!
আমাকে একটা চাঁদ লিখে দাও,
সরল, মায়ালু, মায়াবী একটা চাঁদ।
যে চাঁদে কোন অমাবস্যা নেই,
তাই তার কখনও ছিল না কোন পূর্ণিমা

৮ম প্লাস~~
অসাধারন!!

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ বটবৃক্ষ~। পাঠে কৃতজ্ঞতা রইলো। কবিতা ভাললাগায় আমি অভিভুত।


ভালো থাকুন অনেক।

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নবম ভালও লাগা রইল কবি। :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা। পাঠে কৃতজ্ঞতা রইলো।


ভালো থাকবেন। :)

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

ডানাহীন বলেছেন: ইসস .. কবিতাটা যদি আমি লিখতে পারতাম .. ভাবতে ভাবতে বড্ড দেরী হয়ে গেল .. :P

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ডানাহীন। :) অনেক খুশী হইলাম যে ভাবনা আরেকজনকেও ছুঁয়ে যায়, ভাবনার জগতে আমরা একা নই।

কবিতা পাঠে কৃতজ্ঞতা রইলো।

ভালো থাকুন।

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

শ্রাবণ জল বলেছেন: তাই আমি সাত আসমান উড়ে যেতে পারিনি।
ডানাহীন এই আমার তোমরা ছাড়া আর কে ছিল যাওয়ার?

ভাল লাগা জানবেন।

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: তোমরা আমাকে ফিরিয়ে দিওনা কবি

ধন্যবাদ শ্রাবণ জল। পাঠে অনিঃশেষ কৃতজ্ঞতা।

ভালো থাকুন অনেক।

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: কবি শোন, তোমাদের কাছে আসতে অনেক কষ্ট হয়েছে আমার.

২০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন:
'তোমরা আমাকে ফিরিয়ে দিওনা,


পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো মহাজাগতিক পিঁপড়া।

শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.