নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

কতটুকু দূর হয়ে গেলে পরে, তুমি হয়ে যাও পর?

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

কত ব্যর্থ কবির দীর্ঘশ্বাস জমে,

একজন কবি জন্ম নেয়,

কেউ সে খবর রাখে না রাখুক,

কবিতাকে রাখতে হয়।



কত বরফ গললে পরে,

একটা নদী বয়,

পাহাড় যদি না জানে জানুক,

পথকে জানতে হয়।



কতটুকু আলো নিভে গেলে পরে,

সোনালি সন্ধ্যা নামে,

আকাশের কানে কেউ না বলুক,

চিলেরা কিন্তু বলে।



কত প্রানবীজ অঝরে ঝরে,

প্রেমে অপ্রেমে কামে,

পুরুষ সে খবর রাখেনি কখনও,

মেঘেরা ঠিকই জানে।



কত ক্ষরন বুকে সয় যে ঝিনুক;-

একটা মুক্ত নেবে বলে,

মানবী কখনও জানবেও না,

মৃত্তিকা ঠিকই জানে।



কয় ফোঁটা রক্ত মাটিতে মিশে,

ফসলের ফুল ফোটে,

তোমরা কি আর জানবে সেটা !

মজদুর শুধু জানে।



কতটুকু প্রেম পায়ে দলে গেলে,

স্বপ্ন সত্যি হয়,

ভোরের শিশিরের আছে সে খবর,

সূর্য তো মিছে নয়!



কতটুকু দূর হয়ে গেলে পরে,

তুমি হয়ে যাও পর,

সেই খোঁজটাই আমি করে যাই,

দিবস রজনী ভর।



মন্তব্য ৫৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

একজন আরমান বলেছেন:
কতটুকু দূর হয়ে গেলে পরে,
তুমি হয়ে যাও পর,
সেই খোঁজটাই আমি করে যায়,
দিবস রজনী ভর।


শেষের প্যারায় এসে বাজিমাত করে দিলেন ভাই।
প্রথম ভালো লাগা। :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ একজন আরমান, কিছুক্ষন ধরেই লেখাটা নিয়ে যুদ্ধ করছিলাম, শেষ কয়েকটা লাইন চলে আসার পরে ক্ষান্ত দিলাম! :)

পাঠে অশেষ কৃতজ্ঞতা।

শুভকামনা রইলো।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

ট্যটলার বলেছেন: ভালো লাগলো :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ট্যটলার । পাঠে কৃতজ্ঞতা রইলো।


ভালো থাকুন।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

ভিয়েনাস বলেছেন: কতটুকু দূর হয়ে গেলে পরে,
তুমি হয়ে যাও পর,
.......

ভালো লাগলো :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: সেই খোঁজটাই আমি করে যায়,
দিবস রজনী ভর।



ধন্যবাদ ভিয়েনাস । পাঠে কৃতজ্ঞতা রইলো।

ভালো থাকুন।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

মাহবু১৫৪ বলেছেন: কতটুকু দূর হয়ে গেলে পরে,
তুমি হয়ে যাও পর,
সেই খোঁজটাই আমি করে যায়,
দিবস রজনী ভর।


++++++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাহবু১৫৪ । কবিতা পাঠে কৃতজ্ঞতা।


শুভকামনা রইলো।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

মাক্স বলেছেন: সুন্দর হৈছে+++++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম মাক্স! :) কেমন আছেন? আপনাকে ব্লগে পেয়ে বরাবরের মত এবারও খুব ভালো লাগছে। আর আপনার প্রো পিকে আমার খুব প্রিয় একজন অভিনেতার ছবি!

ভালো থাকুন অনেক। নিরন্তর শুভকামনা রইলো।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫২

দায়িত্ববান নাগরিক বলেছেন: কাব্য এবার বুঝতে পেরেছি ;)

ভালো লাগলো !+++++++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ দায়িত্ববান নাগরিক । কাব্য এবার তবে বোধগম্য হল, ভালো লাগাকেও ছুঁতে পারল!

ব্লগে আপনাকে পেয়ে ভালো লাগছে দায়িত্ববান নাগরিক।


শুভকামনা রইলো। ভালো থাকুন নিরন্তর।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৮

রাফা বলেছেন: মানবী ঠিকই জানে, কতটা ক্ষরণ বুকে সয় ঝিনুক একটি মুক্তোর জন্য।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ রাফা।
আপনার সাথে সহমত, তবে কবি ঝিনুকের সাথে আসলে গর্ভাশয়ের তুলনা করে বলেছে কত ডিম্বাণু ক্ষরনের পরে একটা মুক্ত ফলে, সে খবর মানবীর থেকে ওই ঝিনুকটাই জানে।


পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো। ভালো থাকুন।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

প্রত্যাবর্তন@ বলেছেন: জানি এসব প্রশ্নের সমাধান মিলবে না তবুও আশাবাদী হতে চায় এই মন ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রত্যাবর্তন@ । কবিতা পাঠে কৃতজ্ঞতা রইলো।


ভালো থাকুন।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

যুবায়ের বলেছেন: চমৎকার কাব্য....
প্লাসায়িত করলাম++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ যুবায়ের । কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমি অভিভুত। :)

পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।

ভালো থাকুন,নিরন্তর ...

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

অনীনদিতা বলেছেন: কতটুকু দূর হয়ে গেলে পরে,
তুমি হয়ে যাও পর,
সেই খোঁজটাই আমি করে যায়,
দিবস রজনী ভর।


মাই গড!!! কি করছেন আপনি এটা!!!!!
প্রিয় প্রিয় প্রিয় করে নিলাম:)

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ অনীনদিতা । আপনার এত ভালো লেগেছে জেনে ভীষণ খুশী লাগছে। :)

কবিতা পাঠে কৃতজ্ঞতা রইলো অনেক।


আশা করি ভালো আছেন।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চমৎকার কাব্য। আগেই পড়েছি।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা। কেমন আছেন?

আগে কখন পড়লেন? কাব্য ভালো লাগায় কৃতজ্ঞতা জানবেন।


নিরন্তর শুভকামনা রইলো।

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

শ্রাবণ জল বলেছেন: অনেক বেশী সুন্দর লিখেছেন। প্রিয়তে রাখার মত। কিন্তু আমি কোন অপশন ই দেখতে পাচ্ছিনা।

ভাল লাগা জানবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শ্রাবণ জল । সুন্দর একটা মন্তব্য করে কবিকে অভিভূত করলেন! :) কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা।
পেজটা পুরাপুরি ডাউনলোড হলে প্রিয়তে রাখা অপশনটা আসে, আপনি আরেকটু পেজে অপেক্ষা করলেই কবিতাটা আপনার প্রিয়তে চলে যাওয়ার সৌভাগ্য লাভ করত ! :(


নিরন্তর শুভকামনা জানবেন।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

ইখতামিন বলেছেন: একাদশ ভালোলাগা.


সেই খোঁজটাই আমি করে যাই,
দিবস রজনী ভর।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: একাদশ অভিভাদন গ্রহন করুন ইখতামিন! কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।


ভালো থাকুন অনেক।

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কোমল এবং সুন্দর ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম প্লিওসিন অথবা গ্লসিয়ার । কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।


ভালো থাকুন।

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

সাহিদা আশরাফি বলেছেন: কত ক্ষরন বুকে সয় যে ঝিনুক;-
একটা মুক্ত নেবে বলে,
মানবী কখনও জানবেও না,
মৃত্তিকা ঠিকই জানে।

ভালোলাগা জানিয়ে গেলাম।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সাহিদা আশরাফি । ব্লগে স্বাগতম।

কবিতা পাঠে কৃতজ্ঞতা রইলো।

ভালো থাকুন।

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

আমিভূত বলেছেন: কবিতার প্রতিটি স্তবকই স্বতন্ত্র গুনে গুণান্বিত ! ভালো লাগা রইল ।
আমার প্রথম প্যারাই বেশি মনে ধরেছে
"কত ব্যর্থ কবির দীর্ঘশ্বাস জমে,
একজন কবি জন্ম নেয়,
কেউ সে খবর রাখে না রাখুক,
কবিতাকে রাখতে হয়। "


শুভ কামনা ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন মন্তব্যের জন্য ধন্যবাদ আমিভূত, মনের কথা বলেছেন।

"কত ব্যর্থ কবির দীর্ঘশ্বাস জমে,
একজন কবি জন্ম নেয়,
কেউ সে খবর রাখে না রাখুক,
কবিতাকে রাখতে হয়। "

এই লাইনগুলো আমার নিজের খুব প্রিয়, আমার মত কত ব্যর্থ কবিদের দীর্ঘশ্বাস থেকেই একদিন কবি জন্ম নেবেন।

অনেক অনেক শুভকামনা রইলো।

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

ধান শালিক বলেছেন: কতটুকু প্রেম পায়ে দলে গেলে,
স্বপ্ন সত্যি হয়,
ভোরের শিশিরের আছে সে খবর,
সূর্য তো মিছে নয়!

কতটুকু দূর হয়ে গেলে পরে,
তুমি হয়ে যাও পর,
সেই খোঁজটাই আমি করে যায়,
দিবস রজনী ভর।
"অসাধারন ! দারুন ! অসাম''
, , , , সব গুলোই , , , ,

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ধান শালিক । অদ্ভুত সুন্দর মন্তব্য করে কবিকে অভিভূত করে দিলেন! :)

অনেক অনেক শুভকামনা রইলো। ভালো থাকুন নিরন্তর।

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

শের শায়রী বলেছেন: আপ্নার এই কবিতাটি ভাল লাগল। ভাললাগা জানবেন

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা পেয়ে খুশী লাগছে! আসলেই!!

ভালো থাকুন অনেক, কলম চলুক, আপনার কাছ থেকে রকমারী বিষয়ে ঝকমারী সব পোস্ট আমরা সবসময় পেতে চাই!!! :) :)

১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা । ব্লগে স্বাগতম! :)

কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।


ভালো থাকুন অনেক।

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

সালমাহ্যাপী বলেছেন: কতটুকু দূর হয়ে গেলে পরে,
তুমি হয়ে যাও পর,
সেই খোঁজটাই আমি করে যায়,
দিবস রজনী ভর।
:( :(


অনেক সুন্দর :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম সালমাহ্যাপী । কবিতা ভালো লাগায় আনন্দ হচ্ছে! :)

পাঠে কৃতজ্ঞতা রইলো।


ভালো থাকুন নিরন্তর।

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

শ্রাবণ জল বলেছেন: কতটুকু দূর হয়ে গেলে পরে,
তুমি হয়ে যাও পর


এবার নিয়ে গেলাম প্রিয় তে। সন্ধ্যায় নেট প্রব্লেম ছিল।

অনেক ভাল থাকুন, অনেক সুন্দর লিখুন।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ শ্রাবণ জল । :)

ভরসা পাই!!!


শুভকামনা রইলো।

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

মামুন রশিদ বলেছেন: কত প্রানবীজ অঝরে ঝরে,
প্রেমে অপ্রেমে কামে,
পুরুষ সে খবর রাখেনি কখনও,
মেঘেরা ঠিকই জানে।


খুব সুন্দর । :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: কত ক্ষরন বুকে সয় যে ঝিনুক;-
একটা মুক্ত নেবে বলে,
মানবী কখনও জানবেও না,
মৃত্তিকা ঠিকই জানে।



ধন্যবাদ মামুন৬৫৩ । পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।

ভালো থাকুন নিরন্তর।

২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

সান্তনু অাহেমদ বলেছেন: কত ব্যর্থ কবির দীর্ঘশ্বাস জমে,
একজন কবি জন্ম নেয়,
কেউ সে খবর রাখে না রাখুক,
কবিতাকে রাখতে হয়।
- কথাগুলো চমৎকার, কবি।+++

শুভ কামনা রাশি রাশি।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ সান্তনু অাহেমদ । কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।

আমার মত কত ব্যর্থ কবিদের দীর্ঘশ্বাস জমে জমেই না একজন কবি জন্ম নেবেন!!!


নিরন্তর ভালো থাকুন।

২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

সান্তনু অাহেমদ বলেছেন: কত ব্যর্থ কবির দীর্ঘশ্বাস জমে,
একজন কবি জন্ম নেয়,
কেউ সে খবর রাখে না রাখুক,
কবিতাকে রাখতে হয়।
- কথাগুলো চমৎকার, কবি।+++

শুভ কামনা রাশি রাশি।

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: লেখক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ সান্তনু অাহেমদ । কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।

আমার মত কত ব্যর্থ কবিদের দীর্ঘশ্বাস জমে জমেই না একজন কবি জন্ম নেবেন!!!


নিরন্তর ভালো থাকুন।

২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

শায়মা বলেছেন: ভীষন মন খারাপ করা সুন্দর ভাইয়া!:(

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম শায়মা !

কতটুকু দূর হয়ে গেলে পরে,
তুমি হয়ে যাও পর,
সেই খোঁজটাই আমি করে যায়,
দিবস রজনী ভর।

২৬| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

শ্রাবণ জল বলেছেন: কোথায় হারালেন??

কতটুকু দূর হয়ে গেলে পরে, তুমি হয়ে যাও পর?

আমি এই লাইনটা একটু পরিবর্তন করে আমার একটা লেখায় ব্যাবহার করেছি।
পড়ে দেখবেন।
খারাপ লাগলে জানাতে দ্বিধা করবেন না।

ফিরে আসুন।
ভাল থাকুন।

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: এই ঝা, আপনার কবিতা আগেই পড়ে আসছি, মন্তব্যের জবাব দেওয়া হয়নি। ভালো আছেন তো?

২৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯

বটবৃক্ষ~ বলেছেন: কত প্রানবীজ অঝরে ঝরে,
প্রেমে অপ্রেমে কামে,
পুরুষ সে খবর রাখেনি কখনও,
মেঘেরা ঠিকই জানে।


:(:(

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন:

কত ক্ষরন বুকে সয় যে ঝিনুক;-
একটা মুক্ত নেবে বলে,
মানবী কখনও জানবেও না,
মৃত্তিকা ঠিকই জানে।



ধন্যবাদ বটবৃক্ষ~। খুঁজে বের করে এই কবিতা পড়লেন, অশেষ কৃতজ্ঞতা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.