নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর স্বঘোষিত সৃষ্টির সেরা মানুষ শোন,
মাঝে মাঝে তোমাদের কান্ড কারখানা দেখে,
স্বয়ং ঈশ্বর পর্যন্ত তাজ্জব বনে যান !
বৃক্ষের কাছ থেকে শুধুমাত্র দমের রসদটুকু ছাড়াও,
আরও কত কিছুই না তোমার নেওয়ার ছিল?
না ফলবান বৃক্ষের ঔদার্য, না ফুলবতী লতার আকাঙ্ক্ষা,
না শতবর্ষী বটের প্রজ্ঞা, না রক্তে গাঁথা ফসলের স্বাধীনতা,
তুমি বৃক্ষের কাছ থেকে চাইলে অপ্রয়োজনীয় প্রয়োজন!
মিলনের শয্যা, দুয়ারের খিরকি, বসার পিড়ে আরও কত কি?
অথচ তোমাদেরই একজন ওই সিদ্ধার্থের মত,
তোমরাও যদি ঝরা পাতার গানে ধ্যানে মগ্ন হতে,
তাহলে তোমরাও পেতে পৃথিবীর গহীন গভীরের খোঁজ।
যদি তোমরা অরণ্যের কাছে চুপটি বসে,
দিবানিশির বুনো সঙ্গীত স্বরলিপিতে তুলতে পারতে,
তবে তোমরাও শিখে যেতে তোমাদের সমাজ নির্মানের,
আদিম সবুজ সুত্রগুলো, যা তোমরা অগোচরে পুড়িয়ে ফেলেছ;-
সেই প্রথম গুহামানবের আগুন জ্বালানোর দিন হতে।
সমুদ্রের কাছ থেকে শুধু লবনের সম্পর্ক করে লাভ কি?
যা তোমার চোখের জলেও অবিরল বিদ্যমান?
ঝিনুক চিরে মুক্ত না লুটে যদি উপাসনা করতে ঢেউয়ের,
জোয়ার ভাটার আরোহণ অবরোহনের তানে,
তোমারাও পেয়ে যেতে হদিস আদিম প্রানের ।
আকাশের সাথে শধু সুনীল সম্পর্ক পাতিয়ে,
শেষমেশ কোন একদিন ঠিকই ঠকে যেতে হয়।
ঝরে পড়া তিল তিল বিষাদের বিষে আত্মা নীল হয়ে যায়না,
এমন মানুষ তো কভু নিঃশ্বাস নেয়নি এই আকাশের নিচে!
আর বৃষ্টির জন্য আকাশের বন্দনা তো প্রকারান্তে;-
মেঘেদের অপমান! ফুল ফোটানোর সম্মান তো কেবল,
গাছেদেরকেই পেতে দেখি, কে কবে ফুল ভালবেসে
মাটিতে প্রনাম ঠুকলো ! যদি তোমরা আকাশের কাছ থেকে
প্রতিদিন নতুন রঙে, নতুন আলোয় সাজতে শিখতে,
তবে তোমরাও ঠিক ঠিক জানতে পেতে;-
এই একঘেয়ে নির্বাসনে বেঁচে থাকার রসায়ন।
তোমরা ঈশ্বরের কাছে চাইলে অনন্ত সুখ আর অমরত্ব !
অথচ তোমরা যদি তাঁর কাছে শুধু নিজেকেই চাইতে,
তাহলেই তোমরা পেতে তাকে,- সূর্য রূপ সত্য রূপে !
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ। আপনার পথচলায় মাঝে মাঝে যে আমার দুয়ারেও ঢু মারেন, এজন্য আমি ভীষণ আনন্দিত।
ভরসা পাই!
পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো। ভালো থাকুন অনেক।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত।
কি সুন্দর ভাবেই না লিখেন, মুগ্ধতা
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয় । ভালো লেগেছে আপনার? জেনে ভীষন আনন্দ হচ্ছে।
অশেষ কৃতজ্ঞতা রইলো। ভালো থাকুন।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি। সুন্দর করে বলেছেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সায়েম মুন । পাঠে কৃতজ্ঞতা।
শুভকামনা রইলো।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫
মাক্স বলেছেন: ভালোলাগলো কবিতা!+
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাক্স। আপনার আগমন আমার জন্য দারুন আনন্দের !!
ভালো থাকুন, শুভকামনা রইলো নিরন্তর।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪১
আশিক মাসুম বলেছেন: পৃথিবীর স্বঘোষিত সৃষ্টির সেরা মানুষ শোন,
মাঝে মাঝে তোমাদের কান্ড কারখানা দেখে,
স্বয়ং ঈশ্বর পর্যন্ত তাজ্জব বনে যান !
পুরা ফাডাইয়া লাইছেন , চরম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধনবাদ আশিক মাসুম। আপনার ভালো লাগায় ভীষণ আনন্দ পেলাম।
ভরসা পাই!
শুভকামনা রইলো।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০০
শের শায়রী বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম কবি
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শের শায়রী । কেমন আছেন?
কষ্ট করে এই লেখা পাঠ করার জন্য কবি কৃতজ্ঞ।
ভালো থাকুন। শুভকামনা রইলো ।
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
অনীনদিতা বলেছেন: কবি ভাল লাগা দিয়ে গেলাম কিন্তু
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা সাদরে গ্রহন করিয়া পুলকিত হইলাম !
অশেষ কৃতজ্ঞতা রইলো অনীনদিতা ।
ভালো থাকুন। নিরন্তর শুভকামনা রইলো।
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
++++ +++++ +++++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব । পাঠে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা রইলো।
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: সমুদ্রের কাছ থেকে শুধু লবনের সম্পর্ক করে লাভ কি?
সুন্দর। লিখেযান অবিরত ব্যাথার তাড়নায়। শুভকামনা রইল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: সমুদ্রের কাছ থেকে শুধু লবনের সম্পর্ক করে লাভ কি?
যা তোমার চোখের জলেও অবিরল বিদ্যমান?
অনেক ধন্যবাদ মহাজাগতিক পিঁপড়া ।
লিখে যেতে চাই ....
ভালো থাকুন, শুভকামনা রইলো।
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার।
ভালো লাগা রইল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আলাউদ্দিন আহমেদ সরকার ।
পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
কবি আপনি ভালো থাকুন, নিরন্তর!
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
লেখোয়াড় বলেছেন:
কঠিনসসসসসসসসসস
++++++++++++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: স্বাগতম লেখোয়াড় ! আপনার আগমনে কবি অতিশয় আনন্দিত।
পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা রইলো, ভালো থাকুন।
১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
সোমহেপি বলেছেন: শুভকামনা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সোমহেপি । পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন।
১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
জাকারিয়া মুবিন বলেছেন: ঈশ্বরের কাছে অনন্ত সুখ আর অমরত্ব না চেয়ে নিজেকে চাওয়া উচিৎ।
ভালই বলেছেন। +++++ দিলাম, আমার ব্লগে দাওয়াত রইল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: তোমরা ঈশ্বরের কাছে চাইলে অনন্ত সুখ আর অমরত্ব !
অথচ তোমরা যদি তাঁর কাছে শুধু নিজেকেই চাইতে,
তাহলেই তোমরা পেতে তাকে,- সূর্য রূপ সত্য রূপে !
পাঠে অশেষ কৃতজ্ঞতা রইলো। ভালো থাকুন।
দাওয়াত কবুল করে সম্মানিত হইলাম।
১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
shfikul বলেছেন: +++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ shfikul আপনার ভালো লেগেছে জেনে আনন্দ হচ্ছে।
শুভকামনা রইলো।
১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩
শান্তা273 বলেছেন: চমৎকার লিখেছেন!
ভালোলাগা রইল অনেক।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শান্তা273 । আপনার ভালো লাগায় কবি অভিভূত!
পাঠে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০
স্বপনবাজ বলেছেন: পৃথিবীর স্বঘোষিত সৃষ্টির সেরা মানুষ শোন,
মাঝে মাঝে তোমাদের কান্ড কারখানা দেখে,
স্বয়ং ঈশ্বর পর্যন্ত তাজ্জব বনে যান !
+++