নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

আমি একাত্তর দেখিনি, আমি বাংলাদেশ দেখেছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০





আমি একুশ দেখিনি,

আমি একাত্তর দেখিনি,

আমি দেখিনি তর্জনী নাচিয়ে হুঙ্কার-

এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম,

এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম!

হাঁটিনি মানুষের সমুদ্রে, যার আকাশচুম্বী ঢেউ জাগিয়ে তুলেছিল,

মানচিত্রের অতল হতে এক সবুজ মায়া, বাংলাদেশ।

আমি হেঁটে গিয়েছি অনেকবার ইস্কাটন,

হাতিরপুলের অলিগলি রাস্তা দিয়ে,

সময়ের সাথে ভুল বোঝাবুঝি না থাকলে,

আমারও হয়ত দেখা হয়ে যেতে পারত রুমি বা আজাদ বা আসাদের সাথে।

হয়তোবা পঁচিশের কালো রাতে আমি হতাম কোন নিতান্তই সাধারন কেউ,

দুম করে যাকে মেরে ফেলা হল, ছিরে, দুমড়ে, মুচরে, পিষে ফেলা হল ।

তাড়া খাওয়া কোটি মানুষের উদ্ভ্রান্ত মিছিলের একজন আমি ছিলাম না।

যাদের বঁধু বা কন্যাকে পশুরা ছিড়ে খেয়েছিল, তাদেরও একজন আমি নই।

ছপ ছপ জল কাদা ঠেলে রাতের আঁধারে জীবনটা সঁপে আমি দিয়ে আসিনি;-

শত্রুর শেষ বুলেটের শেষ শহীদদের মধেও আমি পড়িনি,এত ভালবেসেছিলে যারা,

বুকের রক্ত দিলে, কিন্তু কোনদিন জানলেও না সুর্য উঠেছিল!



আমি বাংলাদেশ দেখেছি,

পৃথিবীর সুন্দরতম দুঃখিনী ফুল দেখেছি,

আমার পূর্বপুরুষ এই ফুলের জন্য!

আমার বর্তমান এই ফুলের জন্য!

আমার উত্তরপুরুষ এই ফুলের জন্য!

এই ফুলকে যে দুঃখ দেবে,

প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, শপথ সূর্যের,

নরকের দ্বার পর্যন্ত তাড়া করে ফিরব ।



আমি একাত্তর দেখিনি,

আমি বাংলাদেশ দেখেছি।



মন্তব্য ৫১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন +++++++++

অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আমরা সবাই যদি ফিসফিস করেও উচ্চারন করি,
তাহলেই সেই শব্দ হয়ে যায় বজ্রনাদ,
আমরা যদি কাধ মিলিয়ে এক পাও সমস্বরে ফেলি,
তবে সেই পদক্ষেপে নত হয় পর্বত!

আমরা সবাই মিলে চাইলে হবেনা? হতেই হবে, আজ না হলে কাল হবে, কাল না হলে পরশু, কিন্তু হবে একদিন ...

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

সংকেত মাহমুদ বলেছেন: ছাগুদের বিশ্বাস হয় না, ধৃত ব্যাক্তিরা অরিজিনাল আলবদর- রাজাকার ।আরে হারামজাদা ছাগুর দল- ধৃত ব্যাক্তিরা তো শুধু রাজাকার বাহিনীর একজন সাধারন সদস্যই না বরং রাজাকার-আলবদর-দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।
যে নিজামী আলবদরে লিড দিছে, "অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর "এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে , তারা ৭১ এ নিশ্পাপ শিশু । অথচ এরা তো ছিল, গনহত্যাকারী দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ X(( X(( X(( +
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ



০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: পদ্মা মেঘনা যমুনা,
তোমার আমার ঠিকানা,
রাজাকারের ফাঁসি না দিয়ে,
মাগো আমরা ফিরবোনা!

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

ইখতামিন বলেছেন: ৩য় ভালো লাগা.

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি একাত্তর দেখিনি,
আমি বাংলাদেশ দেখেছি।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন: অসাধারণ লেগেছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

ৎঁৎঁৎঁ বলেছেন:
আমি বাংলাদেশ দেখেছি,
পৃথিবীর সুন্দরতম দুঃখিনী ফুল দেখেছি,
আমার পূর্বপুরুষ এই ফুলের জন্য!
আমার বর্তমান এই ফুলের জন্য!
আমার উত্তরপুরুষ এই ফুলের জন্য!

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

রাইসুল সাগর বলেছেন: রাজাকারের ফাঁসি চাই
বাংলার বুকে হাঁসি চাই।

সব রাজাকার নিপাত যাক
বাংলা এবার মুক্তি পাক । ।
আমাদের গর্বের ইতিহাস কাঁদতে পারে না । আমরা হতে দিব না। রাজাকারের ফাঁসি চাই। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

ৎঁৎঁৎঁ বলেছেন:
বীর বাঙ্গালী জাগো রে,
নুর হোসেন দিচ্ছে ডাক,
রাজাকারের ফাঁসি চাই,
যুদ্ধাপরাধ নিপাত যাক!

রাজাকারের ফাঁসি চাই
বাংলার বুকে হাঁসি চাই।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

রাইসুল সাগর বলেছেন: রাজাকারের ফাঁসি চাই
বাংলার বুকে হাঁসি চাই।

সব রাজাকার নিপাত যাক
বাংলা এবার মুক্তি পাক । ।
আমাদের গর্বের ইতিহাস কাঁদতে পারে না । আমরা হতে দিব না। রাজাকারের ফাঁসি চাই। X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন:
শহীদের রক্ত,
বৃথা যেতে দেবনা,
ফাঁসি ছাড়া কোন রায়,
মানি না, মানবো না !

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

খেক খেক বলেছেন: +++++++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আমার পূর্বপুরুষ এই ফুলের জন্য!
আমার বর্তমান এই ফুলের জন্য!
আমার উত্তরপুরুষ এই ফুলের জন্য!
এই ফুলকে যে দুঃখ দেবে,
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, শপথ সূর্যের,
নরকের দ্বার পর্যন্ত তাড়া করে ফিরব ।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

খুব সাধারন একজন বলেছেন: শাহবাগ বিপ্লবের কবিরা,
লও লও লও সালাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: পদ্মা মেঘনা যমুনা,
তোমার আমার ঠিকানা,
রাজাকারের ফাঁসি না দিয়ে,
মাগো আমরা ফিরবোনা!

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

নজর হাসান বলেছেন: ++++++++++++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন:

আমি একাত্তর দেখিনি,
আমি বাংলাদেশ দেখেছি।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

শ্রাবণ জল বলেছেন: আমি বাংলাদেশ দেখেছি,
পৃথিবীর সুন্দরতম দুঃখিনী ফুল দেখেছি,
আমার পূর্বপুরুষ এই ফুলের জন্য!
আমার বর্তমান এই ফুলের জন্য!
আমার উত্তরপুরুষ এই ফুলের জন্য!
এই ফুলকে যে দুঃখ দেবে,
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, শপথ সূর্যের,
নরকের দ্বার পর্যন্ত তাড়া করে ফিরব ।

আমি একাত্তর দেখিনি,
আমি বাংলাদেশ দেখেছি।

দেশকে নিয়ে লেখা কবিতা গুলো কেন যেন পারফেক্ট লাগেনা আমার কখনো। মনে হয় সব বলা হয়নি, কিছু বাকি রয়ে গেছে।

আপনার এই লেখাটা আমার অসাধারণ লাগল।
যে ভালবাসা নিয়ে লিখেছেন এই কবিতা- সেটা বোধকরি যে পড়বে তারই মন ছুঁয়ে যাবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ শ্রাবন জল, নিতান্ত ভালো বললেই খুশী হয়ে যাই, আপনি তো অনেক বেশী বলে ফেললেন!

আসলে এখন যা অবস্থা, যা লিখছি তা আদৌ কবিতা হচ্ছে কিনা আমি জানিনা, মনে যা আসছে তাই লিখছি।

দেখা হবে, বিজয়ে ...

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: আমি বাংলাদেশ দেখেছি,
পৃথিবীর সুন্দরতম দুঃখিনী ফুল দেখেছি :(

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আমার পূর্বপুরুষ এই ফুলের জন্য!
আমার বর্তমান এই ফুলের জন্য!
আমার উত্তরপুরুষ এই ফুলের জন্য!
এই ফুলকে যে দুঃখ দেবে,
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, শপথ সূর্যের,
নরকের দ্বার পর্যন্ত তাড়া করে ফিরব ।

আমি একাত্তর দেখিনি,
আমি বাংলাদেশ দেখেছি।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

ছন্ন ছাড়া০০০১ বলেছেন: আমি একাত্তর দেখিনি,
আমি বাংলাদেশ দেখেছি
আমি যুদ্ধ দেখিনি,
তবে প্রহসন দেখছি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: আমার পূর্বপুরুষ এই ফুলের জন্য!
আমার বর্তমান এই ফুলের জন্য!
আমার উত্তরপুরুষ এই ফুলের জন্য!
এই ফুলকে যে দুঃখ দেবে,
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, শপথ সূর্যের,
নরকের দ্বার পর্যন্ত তাড়া করে ফিরব ।

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

একজন আরমান বলেছেন:

এইটাই দাবি " রাজাকারের ফাঁসি "

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন:
এক দফা এক দাবী,
রাজাকারের ফাঁসি দিবি!

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অসাধারন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন:
আমি বাংলাদেশ দেখেছি,
পৃথিবীর সুন্দরতম দুঃখিনী ফুল দেখেছি,
আমার পূর্বপুরুষ এই ফুলের জন্য!
আমার বর্তমান এই ফুলের জন্য!
আমার উত্তরপুরুষ এই ফুলের জন্য!

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

হৃদয় রিয়াজ বলেছেন: ++++++++ একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার...তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা...বীর বাঙালি আওয়াজ তোল, তোমার দেশ রাজাকার মুক্ত কর।জয় বাংলা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: পদ্মা মেঘনা যমুনা,
তোমার আমার ঠিকানা,
রাজাকারের ফাঁসি না দিয়ে,
মাগো আমরা ফিরবোনা!

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রিয়তে নিলাম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: এই ফুলকে যে দুঃখ দেবে,
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, শপথ সূর্যের,
নরকের দ্বার পর্যন্ত তাড়া করে ফিরব ।


১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

অনীনদিতা বলেছেন: পদ্মা মেঘনা যমুনা,
তোমার আমার ঠিকানা,
রাজাকারের ফাঁসি না দিয়ে,
মাগো আমরা ফিরবোনা!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: এসো ভাই এসো বোন,
গড়ে তোল আন্দোলন!!!

এক দফা এক দাবী,
রাজাকারের ফাঁসি দিবি!

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

মামুন রশিদ বলেছেন: পৃথিবীর সুন্দরতম দুঃখিনী ফুল দেখেছি,
আমার পূর্বপুরুষ এই ফুলের জন্য!
আমার বর্তমান এই ফুলের জন্য!
আমার উত্তরপুরুষ এই ফুলের জন্য!
এই ফুলকে যে দুঃখ দেবে,
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, শপথ সূর্যের,
নরকের দ্বার পর্যন্ত তাড়া করে ফিরব ।



চমৎকার ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন:

আমি একাত্তর দেখিনি,
আমি বাংলাদেশ দেখেছি।

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

আমিনুর রহমান বলেছেন: চমৎকার লিখেছেন।


আমি একাত্তর দেখিনি,
আমি বাংলাদেশ দেখেছি।

সারা দেশে ছড়িয়ে পড়ুক প্রতিবাদের আগুন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি বাংলাদেশ দেখেছি,
পৃথিবীর সুন্দরতম দুঃখিনী ফুল দেখেছি,
আমার পূর্বপুরুষ এই ফুলের জন্য!
আমার বর্তমান এই ফুলের জন্য!
আমার উত্তরপুরুষ এই ফুলের জন্য!
এই ফুলকে যে দুঃখ দেবে,
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, শপথ সূর্যের,
নরকের দ্বার পর্যন্ত তাড়া করে ফিরব ।

আমি একাত্তর দেখিনি,
আমি বাংলাদেশ দেখেছি।

২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:
একটাই দাবী হওয়া উচিত রাজাকার এবং ছাগু মুক্ত দেশ চাই ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: এক দফা এক দাবী,
রাজাকারের ফাঁসি দিবি।

২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

সায়েম মুন বলেছেন: ঝাঝালো।

২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি বাংলাদেশ দেখেছি,
পৃথিবীর সুন্দরতম দুঃখিনী ফুল দেখেছি,
আমার পূর্বপুরুষ এই ফুলের জন্য!
আমার বর্তমান এই ফুলের জন্য!
আমার উত্তরপুরুষ এই ফুলের জন্য!
এই ফুলকে যে দুঃখ দেবে,
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, শপথ সূর্যের,
নরকের দ্বার পর্যন্ত তাড়া করে ফিরব ।

২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

ভুভুজিলা বলেছেন: সামুর মডু শরৎ আগেই জানতাম সে মুলা লিগের এজেন্ট।

শাহবাগের আন্দোলন হতে হবে শুধুই ব্লগারসদের।সেখানে মুলা লিগের নেতারা এসে আগামি ইলেকশনের কেম্পেইন করবে তা হভে না।
গতবার তারা সেক্টর কমান্ডার ফোরাম করে ইলেকশন জিতেছে। এবার ব্লগারদের ঘড়ে চরেছে।এই শরৎ মিয়াও ডেসটিনির মতো কিছু ভাগাতে তৎপর,সাধু সাবধান।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: আওয়ামীলিগ, বিএনপি, ব্লগার, মিডিয়া, হেমন্ত বা শরৎ কোন কিছু এইখানে মূল বিষয়না,

এক দফা এক দাবী,
রাজাকারের ফাঁসি দিবি।

২৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমি একাত্তর দেখিনি,
আমি বাংলাদেশ দেখেছি।

+++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি বাংলাদেশ দেখেছি,
পৃথিবীর সুন্দরতম দুঃখিনী ফুল দেখেছি,
আমার পূর্বপুরুষ এই ফুলের জন্য!
আমার বর্তমান এই ফুলের জন্য!
আমার উত্তরপুরুষ এই ফুলের জন্য!
এই ফুলকে যে দুঃখ দেবে,
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, শপথ সূর্যের,
নরকের দ্বার পর্যন্ত তাড়া করে ফিরব ।

২৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

স্বপনবাজ বলেছেন:
বাংলাদেশের মানুষ ধীরস্থির, ধৈর্য্যশীল। যে কোন সংকটে তারা অগ্রপশ্চাৎ বিবেচনা না করে ঝাপিয়ে পড়ে না। এই প্রবণতাকে দেশের শাসকগোষ্ঠী ভুল সংকেত ধরে নিয়ে তাদের রাজনৈতিক মতলববাজি চাপিয়ে দিতে চায়। কিন্তু তখনই জনগন গাঁঝাড়া দিয়ে ওঠে। আব্দুল কাদের মোল্লার ফাঁসীর দাবীতে যে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে তাই এর এক জ্বলন্ত প্রমাণ। “কসাই কাদের”-এর ঘৃণ্য অতীত ও পাপের শাস্তি হতে পারে... মৃত্যুদন্ডই। তাই আমাদের উচিত সরকারের কাছে কোটি মানুষের রাগী ও জোরালো কন্ঠে তার মৃত্যুদন্ডের আদেশ চাওয়া। প্রতি প্রজন্মেরই একটি গনআন্দোলন থাকে যা তার মানস গঠনে শক্তিশালী ভূমিকা রাখে। তোমাদের সুযোগ এসেছে তোমাদের সময়ে এই আন্দোলনে শরীক হবার। আমরাও আছি তোমাদের সাথে আমাদের পূর্বআন্দোলন গুলোর অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে। তোমাদের উদাত্ত কন্ঠে আহ্বান জানাই এ আন্দোলনে শরীক হতে।

মামুন-আল-রশীদ
সিনিয়র লেকচারার এন্ড কোঅর্ডিনেটর
সিএসই, স্টেট ইউনির্ভাসিটি অব্ বাংলাদেশ

(বি: দ্র: মামুন স্যারের লেখাটা স্যারের অনুমতি সাপেক্ষে আমার ACC থেকে পোষ্ট করা হল মাত্র)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: আমরা দেখিয়ে দিয়েছি এই প্রজন্ম তাদের দাবীর জন্যে বজ্র কন্ঠে আওয়াজ তুলতে জানি।

২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

এসএমফারুক৮৮ বলেছেন: +++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি উনসত্তুর দেখিনি,
আমি শাহবাগ দেখেছি।
আমি একাত্তর দেখিনি,
আমি বাংলাদেশ দেখেছি! !

২৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২০

সুফিয়া বলেছেন: আমি পৃথিবীর সুন্দরতম দুঃখী ফুল দেখেছি।

সে ফুল আমার বাংলাদেশ। সেফুলের জন্য আমরা কলম ধরি দ্রোহ ও প্রেমের যুগল ভালবাসায়।

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.