নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্য নির্ধারনের রাজনৈতিক দাবা খেলায় কার রাজা, মন্ত্রী কই আছে ; নৌকা, হাতি কোন পজিশনে; কার ঘোড়া কত ভালো লাফাইতেসে এইগুলারই হিসেব নিকেষ হয় বেশী; সবার মনোযোগও ওই দিকে থাকে। বেচারা বড়ের তেমন কোন বেইল তেমন একটা থাকেনা। বড়ে সংখ্যায় সবথেকে বেশী, কিন্তু বেচারারা এক পা এগিয়েই হাঁপিয়ে ওঠে। যুদ্ধাপরাধীদের বিচার, আমাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারনে বড়ে রূপ আমাদের ওইরূপ বেইল কখনও ছিল না। আমরা শুধু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েই হাঁপিয়ে যেতাম!
হুট করেই দাবার চাল গেলো ঘুড়ে, শাহবাগ নামের এক জায়গায়, স্বপ্ন প্রসবিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোলের এক চত্বরে, কিছু বড়ে এক পা এক পা এগিয়ে দাঁড়িয়ে গেল বিপক্ষের একদম সীমানার ধারে, আর এক পা এগুলেই মন্ত্রী! সমস্ত বড়ে গুলার মাঝে যেন এক অবাক জোয়ার ডাকল, এক এক পা এগিয়ে, হাতে হাত, কাঁধে কাঁধ ঠেকিয়ে, এক অরূপ আলো জ্বেলে তারাই হয়ে গেল খেলার মন্ত্রী!!!
আমরা বড়ে বলছি শুনে রাখ, আমাদের পূর্বপুরুষেরা আরও রক্ত দেওয়ার প্রতিশ্রুতিতেই বাংলাদেশ নামের দাবার বোর্ড কিনেছিলেন। তোমরা পতিত বুড়ো রাজা, রানী, মন্ত্রি, হাতিরা এইবেলা জেনে রাখ, খেলায় তোমাদের বেইল এর দিন শেষ। বাংলাদেশ নামের বোর্ডে এখন এক একটা বড়ে মন্ত্রি হয়ে তোমারদের একে একে খেয়ে ফেলবে! ঘুনাক্ষরেও কেউ ভেবনা, এই শাহবাগ হাইব্রিড বিপ্লবের মত এক সিজনেই ফুটে ঝরে যাবে! রাজাকারদের ফাঁসি তো তবে শুরু, এই বাংলাদেশ কে দুঃখ দিয়েছো যারা, মানুষের ভাতে হামলা করেছো যারা, লোভের রক্ত ঝরিয়েছ যারা, তোমাদের পালাও একে একে আসবে।
আমরা বড়েরা এক এক চালে এক এক শত্রুর রক্ত পান করি।আমাদের এখন ওই জানোয়ারদের রক্তের তৃষ্ণা জেগেছে,- যারা আমার মায়ের আঁচল ধরে টান দিয়েছিল, যারা আমার পিতার বুকে বুট চড়িয়েছিল। জন্মের ক্লেদ থেকে এই মাটিকে আগে পবিত্র করতে হবে, হাতে ময়লা নিয়ে আমরা ভাত খাব না, প্লেটের ময়লাও পরিস্কারের পালা আসবে!
একটা ছোট্ট ধাঁধা দিয়ে শেষ করছি, যার উত্তর বড়েরা সব জেনে গেছে, তারপরেও সবার মুখ থেকে শুনতে আমাদের সবারই খুব ভালো লাগে, সেটা হল,
১৯৫২-১৯৬৬-১৯৬৯-১৯৭১-১৯৯০- ???? এর পরের সিরিজটা কি হবে?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
ৎঁৎঁৎঁ বলেছেন: এ এক স্বপ্ন সবাই ভালোবাসবে দেশকে !
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০
স্ক্রুড্রাইভার বলেছেন: সিরিজটা আমরা ২০১৩ করেই ছাড়বো। বাংলার মাটিতে এবার আর যুদ্ধাপরাধীরা ছাড় পাবে না।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: সিরিজটা আমরা ২০১৩ করেই ছাড়বো। বাংলার মাটিতে এবার আর যুদ্ধাপরাধীরা ছাড় পাবে না।
২০১৩ কে আমরা রাজাকারদের জন্য ঘোর অমঙ্গলের এক বছর করে রাখব।
লড়াই চলবে। বড়েরা আজ জেগেছে, সব বড়ে আজ মন্ত্রি হয়ে খেলার নিয়ন্ত্রণ নেবে।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১
বাংলার হাসান বলেছেন: ২০১৩ হবে ইতিহাসের গন জাগরেন যে ফসল ঘরে তুলেছে রাজনৈতিক দল গুলো এবার তার উল্টা হবে ফসল উঠবে সাধারন জনগনের ঘরে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ঠিক বলেছেন, প্রতি আন্দোলনের ফসল রাজনৈতিক দল গুলো থেকে একটা শ্রেনী ঘরে তোলে, আমরা এবার জনগনের ফসল জনগনের ঘরে তুলতে চাই।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০
অনীনদিতা বলেছেন: সেটাতো ২০১৩ই হবে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: সেটা ২০১৩ হতেই হবে।
অনেক ধন্যবাদ অনীনদিতা ।
শুভকামনা রইলো।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
ত্যাড়া ব্যাকা বলেছেন: ৫২,৬৬,৬৯,৭১,৯০ এর প্রতিপক্ষ ছিল সরকার। ২০১৩ এর আন্দোলনের প্রতিপক্ষ কারা?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
ৎঁৎঁৎঁ বলেছেন: ভাই কি সদ্য ভূমিষ্ঠ হইলেন?
২০১৩ আন্দোলনের প্রতিপক্ষ কারা আপ্নে জানেন না?
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
ইখতামিন বলেছেন:
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ২০১৩ !!!!
Happy New Bangladesh!
ধন্যবাদ ইখতামিন।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
হাসান রাজু বলেছেন: ১৯৫২- মাতৃ ভাষা বাংলা হয়েছে। কিন্তু সেই ভাষা সর্বত্র আজো ছড়ায় নি । আমার সন্তান এখন হিন্দিতে বেশি পটু, বাংলায় নয়।
১৯৭১- স্বাধীন তো হয়েছি, কিন্তু এবার তো দেশিও নেকরেরা আবারো স্বাধিনতা কেরে নিতে চাচ্ছে। মুক্তিযুদ্ধকে দলীয় করন করা হল।
১৯৯০- স্বৈরতন্ত্র নিপাত গেল । কিন্তু গণতন্ত্র এল না। গণতন্ত্রের মোড়কে আজো স্বৈরতন্ত্র চলছে।
২০১৩ - রাজাকারের ফাঁসি হবে। কিন্তু যাদের প্রশ্রয়ে এদের উথান, যারা সব বিশ্বাস ভেঙ্গে এদের লগু দণ্ড দিয়ে আতাত করতে চেয়ে ছিল। এদের কি হবে?
***** আমরা একটার পর একটা ইতিহাস তৈরি করছি, আজ সিরিজে নতুন পালক যোগ হবে। কিন্তু সব পালকই ধূসর বর্ণে পরিনত কেন হয়? আমরা দাবি আদায় করি, +++ খুশি হই। সুবিধাবাদিরা সুবিধা আদায়ে ব্যাস্ত হয়ে পরে। পর্যবেক্ষণের অভাবে এত ধূসর প্রতিটি গর্বের অর্জন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
ৎঁৎঁৎঁ বলেছেন: এই অপ ধারাবাহিকতা আমাদেরকেই বন্ধ করতে হবে। আন্দোলন করবে একদল, মজা লুটবে আরেক দল, এই চক্র কে আমাদের কে ভাংতেই হবে। শাহবাগ হোক তাঁর সূচনা।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২
হাসান রাজু বলেছেন: হ্যাঁ, তাই। আন্দলন করবো ভালর জন্য। কেউ মজা লুটতে পারবে না। মজার জন্য না, নতুন ভাবে কলঙ্ক মুক্ত দেশ গড়ার জন্য এই আন্দলন। অন্তত আমি এজন্য এর সাথে আছি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
ৎঁৎঁৎঁ বলেছেন: হ্যাঁ ভাই, আমিও এর সাথে আছি। নতুন এক স্বপ্ন দেখার সাহস দিয়েছে আমাদেরকে এই গনজাগরণ। আমাদের প্রত্যয় যদি খাঁটি হয়, দেখা হবেই হবে বিজয়ে।
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
শিপু ভাই বলেছেন:
আমারটা একটু ভিন্ন হিসাব (এটা জেনেছিলাম আব্দুল্লাহ আবু সাইদ স্যারের কাছে। তার অনুমান ঠিক প্রমানিত হয়েছে।)
বাঙ্গালীরা গড়ে ২০ বছর পর পর জেগে ওঠে। ই জেগে ওঠা হয় ভয়ংকর।
১৯৫২...১৯৭১...১৯৯০...২০১৩...
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: সহমত শিপু ভাই, ডালপালা একটু কমিয়ে ধরলে হিসেবটা আপনার সাথে খাপে খাপে মিলে যায়। এক এটা প্রজন্ম আমরা এক একটা ঢেউ নিয়ে আসি । যা সম্মিলিত রূপ নেয় মহা প্লাবনে।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
চেয়ারম্যান০০৭ বলেছেন: valo bolechen.rajakar der rehai nei ebar
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: রাজাকারদের রেহাই নেই এবার। সামু স্বাক্ষী, চেয়ারম্যান এর কথা ফলে নাই, এমন ইতিহাসে নাই !
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শ্রেফ ২০১৩
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ জনৈক গণ্ডমূর্খ !
২০১৩ -
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:
২০১৩
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ বাউন্ডুলে।
২০১৩ -
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২
নিয়েল ( হিমু ) বলেছেন: আরে বাহ সুন্দর কথা বলছেন ত ইফতি ভাই
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১
ৎঁৎঁৎঁ বলেছেন: ২০১৩ -
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
স্বপনবাজ বলেছেন: যা হবার তা যেন এবারই হয় ! এখানে দেখেন !
জয় বাংলা ! এ এক স্বপ্ন সবাই ভালোবাসবে দেশকে !