নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মীয় বিচারে মানুষের নানা পরিচয়, নানা ধর্মের নানা মানুষ, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ ক্রিশ্চান, কেউ বৌদ্ধ ... আরও বিভাজন করা যায় যেইটা বর্তমান সময়ে বেশ আলোচিত। সেটা হইলো আস্তিক, নাস্তিক, অজ্ঞেয়বাদ অমুক তমুক। কেউ আস্তিক হইলে তো মিটে গেল, তারে নিয়ে তেমন সমস্যা দেখিনা। সমস্যা হল নাস্তিকদের নিয়ে। নাস্তিক কে জবাই করা হইলেও কেউ কেউ হাত তালি দিচ্ছেন যে নাস্তিক মরলে প্রবলেম নাই, আরও নাস্তিক হত্যা করার, প্রতিরোধের পবিত্র(!) আহ্বান আসছে ইসলামের কিছু তথাকথিত অনুসারীদের কাছ থেকে। বিশেষ করে নাকি শাহবাগ হইতেসে নাস্তিকের আখরা, তো আর কোন কিছু বিবেচনা করার দরকার নাই।
আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিনা, সেইটা হল একজন যদি নিজেকে নাস্তিক ঘোষনা করে, তাহলে আল্লাহ নিজে তো তাঁর উপ্রে বাজ ফেলেন না। সূর্য কে বলেন না তার জন্য আলো বন্ধ করতে, নদী তার জন্য শুকিয়ে যায়না, বৃষ্টি আর সবার মত একজন নাস্তিকের ফসলেরও হাসি ফোটায়, একজন নাস্তিক হলে আল্লাহ তার জন্য ভবিষ্যৎ বংশধর হারাম করে দেন না, সন্তানের মায়া তাকেও দেয় প্রজন্ম রেখে যাওয়ার সান্ত্বনা। একজন নাস্তিকের জন্যে আল্লাহ তাঁর কোন নেয়ামত ও রহমতের দ্বার বন্ধ করেন না,তাহলে আমরা আল্লাহর বান্দা হয়ে কিভাবে একজন নাস্তিকের গলায় ছুরি চালানোকে সমর্থন দেই? যে সন্তান এতিম হল, যে নারী বিধবা হল, তারা আল্লাহর বান্দা না? কোন যুক্তিতে এই জুলুম ইসলামে জায়েজ?
আমি একটা সহজ জিনিস যেটা বুঝি সেটা হল কে আস্তিক আর কে নাস্তিক সেইটা আল্লাহর সাথে তাঁর বান্দার হিসাব । তুমি আমি আমরা কোন অধিকারে এই হিসাবে নাক গলাই? যার যার হিসাব তার তার আল্লাহ কে ঠিকই দিতে হবে, তাহলে আমরা অন্যদের হিসাবে নাক গলানোর অধিকার রাখি? কিন্তু একজন যদি আমার সাথে মিথ্যা বলে, আমাকে হত্যা করতে আসে, আমার সম্পদ লুট করতে চায়, তাহলে কিন্তু এইটা আর শুধু এরকম না যে ওই খারাপ লোক যে কাজটা করছে তা শুধু তার সাথে তার আল্লাহর হিসাব। এইখানে কিন্তু আমি তুমি আমরা কথা বলব, তাকে যথোপযুক্ত শাস্তি দেব। এখানে সে আস্তিক না নাস্তিক তা আমাদের দেখার দরকার নেই। কারন আল্লাহ বলেছেন যে কোন বান্দা যদি অন্য কোন বান্দার হক নষ্ট করে, যতক্ষন পর্যন্ত না ঐ বান্দা অপরাধীকে ক্ষমা না করছেন, স্বয়ং আল্লাহ তাঁকে ক্ষমা করবেন না।
আমরা আমাদের জীবনের আর কোন ক্ষেত্রে কিন্তু এই আস্তিক নাস্তিকের ভেদাভেদ মেনে চলিনা। জুকারবার্গ নাস্তিক- তাই বলে ফেসবুকে তো কোন প্রব্লেম হয়না, অসুখে পড়লে কেউ চিন্তা করেনা ডাক্তার আস্তিক না নাস্তিক, কম্যুনিস্ট চায়নার তৈরি টুপি পড়ে নামাজ আমরা হরদম পড়ে যাচ্ছি, তাতে নামাজের কোন সমস্যা কারও হচ্ছে বলে এরকম আশঙ্কা কখনও শুনিনি, হজ্জে যাওয়ার সময় কেউ কি চেক করে নেয় পাইলট মুসলিম না হিন্দু না ক্রিশ্চান না ইহুদী না নাস্তিক? শুধু নাস্তিক শাহবাগে গেলেই জাত গেল জাত গেল বলে চিৎকার তোলে কারা? তাহলে একজন দেশের জন্যে জীবন দেওয়া নাস্তিকের জানাজায় লাখো মানুষ সমবেত হলে কারা এর প্রতিবাদে ফেটে পড়ে? কাদের গায়ে আগুন ধইরা যায়?
একটা খুব সহজ উদাহরণ হল কেউ যদি বলে যে আমি সূর্য বিশ্বাস করিনা, আসলে কোন সুর্য নেই, আকাশে যেইটা দেখা যায় সেইটা ফাঁকি। যদি বলে মানলাম চাঁদ আছে, চাঁদে মানুষ যাওয়ার ছবি দেখছি, কিন্তু সুর্য নাই, কারন সূর্যে এখনও মানুষ যাইতে পারে নাই। তাহলে ওই মানুষটা সম্পর্কে আমাদের ধারনা কি হবে? আমরা কি তাকে নিতান্তই করুনা ভরে পাশ কাটাব না নাকি ছুরি হাতে বেরিয়ে পড়বো জবাই করতে? প্রথমটাই করব। এখন কেউ যদি কেউ বলে আল্লাহ নাই তাইলে কখন কেউ ছুরি হাতে বেড়িয়ে পড়ে? যে ছুরি হাতে বের হয় তাকে গালি দিলেও বুঝতাম, কিন্তু কেউ যদি আল্লাহ বা নবিজীকে গালি দেয় তাহলে তার বিচার আল্লাহকেই করতে দেন। আমার এক স্যারের কাছ থেকে অনেক আগে একটা হাদীস শুনেছিলাম, আল্লাহ তাঁর বান্দার সাথে কি বিচার, কেমন বিচার করবেন সেইটা শুধু আল্লাহই শেষ পর্যন্ত জানেন। নিজেকে খুব পরহেজগার ভাবা কেউ আল্লাহর বিচারে যেতে পারে জাহান্নামে, আবার পৃথিবীর খারাপ জানা একজন মানুষও কোন না জানা ভালো কাজে পেয়ে যেতে পারে ক্ষমা। রাজীব নাস্তিক না আস্তিক ছিল সেই বিচার আর আমাদের হাতে নাই, সে তো তাঁর কাছেই গেছে, কাকে কি গালী দিয়েছে সেই হিসাব তো তাকেই দিতে হচ্ছে।
ছুরি হাতে কল্লা কাটে ভন্ড বান্দার দল, সমাজে আস্তিক নাস্তিক বলে বিভেদ তৈরি করে তারাই যারা ধার্মিক তারা নন, তারাই বিভেদ তৈরী করে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, যারা নিজেদের পাপ ধর্মের ঢাল দিয়ে ঢাকতে চায়। একজন নাস্তিক, আল্লাহ নবীকে গালি দেওয়া, ব্যঙ্গ করা কেউ ইসলামের যতটুকু ক্ষতি করতে পারে, তার চেয়ে অনেক বেশী ক্ষতিকর এই সব ধর্ম ব্যবসায়ী ভন্ডের দল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন: আমি তুমার মত ছাগু না যে গালী দিলে ছুরি হাতে জবাই কইরা ফেলুম,
নবিজীকে যারা পাথর ছুঁড়ছে, অপমান করসে, গালি দিসে নবীজীকি তাদের সবাইকে হত্যা করেছেন না ক্ষমা করেছেন?
একমাত্র রাজাকারের বাচ্চা গুলাই, ধর্ম যাদের কাছে ব্যবসা, ধর্ম যাদের কাছে পাপ থেকে আত্মরক্ষার হাতিয়ার, বাংলাদেশে এই কাজ এখন এই ছাগুরাই করছে।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
যাযাবরমন বলেছেন: জামায়াত নিষিদ্ধ হোক Click This Link
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: জামায়াত নিষিদ্ধ হোক, এইটুকুর সাথে তো সহমত, এই দাবী যদি আপনি করেন তাইলে উপ্রে এরকম মন্তব্য কেন করলেন? আর আপনার পোস্টে শুধু ছবি দেখলাম, খুব বেশী কিছু যদিও বুঝতে পারিনি। যদি কোন 'কিন্তু' ছাড়াই আপনিও রাজাকারদের ফাঁসি চান তাহলে অবশ্যই আমি আমার মন্তব্য ফিরিয়ে নিচ্ছি।
ছবির পিচ্চিটা কে?
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
ডাইনোসর বলেছেন:
এরা হলো ধর্ম ব্যবসায়ী।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: কোন সন্দেহ নেই যে এরা ধর্ম ব্যবসায়ী। ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তারা শরীর বিক্রি করা পতিতাদের থেকেও অধম।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
যাযাবরমন বলেছেন: নবীজী সা. কে তারা যে সব গালি দেয় তা বঙ্গবন্ধুকে আপনার সামনে দিলে আপনিকি করবেন? হ হ করবেন?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: বঙ্গবন্ধুকে যদি কেউ আমার সামনে যৌক্তিক গালি দেয় তাইলে কিছু বলার নাই, আর যদি অযৌক্তিক কুৎসিত কিছু বলে(যেটা আপনি বোঝাতে চেয়েছেন ) তাহলে সে যদি প্রতিবাদ করার যোগ্য হয় মুখের ভাষা দিয়েই প্রতিবাদ করব, আর ফাউল হইলে স্রেফ ইগ্নোর করব। মারতে যাব না। আমি যাকে যতটুকু শ্রদ্ধা করি, সেই হিসাব আমার কাছে, কেউ তাকে মহামানব বললেই সে আমার কাছে হনু হেয়ে গেল না, আবার গালি দিলে সে আমার কাছে ছোট হইলনা।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
যাযাবরমন বলেছেন: আমি শুধু রাজাকার না পাকিস্তনের পক্ষে কাজ করা বাঙ্গালী অফিসারদেরও ফাসি চাই।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: ঠিকাসে, আমি বাঙ্গালী, অবাঙ্গালী বুঝিনা, যারা নিরীহ মানুষ হত্যা করেছে, ধর্ষন, করেছে, এর সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল, এদের সবার ফাঁসি চাই।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
স্বপনবাজ বলেছেন: , যারা নিরীহ মানুষ হত্যা করেছে, ধর্ষন, করেছে, এর সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল, এদের সবার ফাঁসি চাই।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
ৎঁৎঁৎঁ বলেছেন: যারা নিরীহ মানুষ হত্যা করেছে, ধর্ষন, করেছে, এর সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল, এদের সবার ফাঁসি চাই।
ধন্যবাদ স্বপনবাজ।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
মামুন রশিদ বলেছেন: আস্তিক-নাস্তিক ইস্যু এনে ছাগুরা শাহবাগের আন্দোলনে বিভেদ তৈরির পায়তারা করছে । কিন্তু কোন কৌশলেই ফাঁসি ঠেকানো যাবেনা ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
ৎঁৎঁৎঁ বলেছেন: দেখসেন ভাই বিষয়টা? আর কোথাও কোন সমস্যা নেই নাস্তিক হলে, শুধু শাহবাগ গেলেই শাহবাগ অশুদ্ধ হইয়া যায়। আর ছাগুগুলা ভাবসে পাব্লিকে হইলো বলদ, নাস্তিক কইলেই সব শাহবাগ ছাইরা দৌড় দিবো।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
লিন্কল্ন বলেছেন: কেউ নাস্তিক হলে সমস্যা নাই। কারো অনুভূতিতে আঘাত করলে সমস্যা। রাজিবের বিষয়টাতে আমি পরিস্কার ধারনা চাই। সে নাস্তিক না আস্তিক সেটা বিষয় না। সে তার ফেসবুকের ধর্মী অনুভূতিতে আঘাত করে লিখছে। এটা তো সত্যি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
ৎঁৎঁৎঁ বলেছেন: অনুভুতিতে আঘাত করার পাল্টা অনেক সভ্য, মানবিক ও ইসলাম সম্মত পথ আছে, আপনার অনুভুতিতে আঘাত করলে তো তার গলায় ছুরি চালানোয় হাত তালি দিতে পারেন না।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭
জাহিদ হাসান বলেছেন: একজন দেশের জন্যে জীবন দেওয়া নাস্তিকের জানাজায় লাখো মানুষ সমবেত হলে কারা এর প্রতিবাদে ফেটে পড়ে?
বুঝলাম না নাস্তিকের আবার জানাযার নামাজ কিসের ?
ওটা তো মুসলিমরা করবে । নাস্তিকরা কেন ?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: না বুঝতে পারলে আর বুঝার আশা বাদ দেন, আস্তিকেরা সব আল্লাহর তৈরী আর নাস্তিকেরা তো শয়তানের নাকি? আপ্নে যাইয়েন না জানাজায়।
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধর্ম নিয়ে যারা ব্যাবসা করে তাদের এই বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করা উচিত।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: সহমত কান্ডারী অথর্ব ।
ধর্ম নিয়ে যারা ব্যাবসা করে তাদের এই বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করতে হবে।
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২
আমরা তোমাদের ভুলব না বলেছেন: কে আস্তিক আর কে নাস্তিক এই বিচারের ভার কার???
,,,,,,,,,,অবশ্যই আল্লাহর।
কিন্তু তুমি নাস্তিক হয়ে অন্য ধর্মের নামে গালাগালি চুদাইবা রা তারা তোমারে চুমা দিবো????????????
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: কুকুর আপ্নের দিকে ঘেউ ঘেউ করলে আপনি কি আরেকটা কুকুরের মত তারে কামড়াইতে চলে যান? তাইলে আর নবীর উম্মত আর একজন গালিবাজ নাস্তিকের মধ্যে পার্থক্য কোথায় থাকে? সে দিলো গালি আর আপ্নে গিয়া তারে জবাই কইরা খুব ইসলামের নাম উজ্জ্বল করলেন নাকি?
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
আমরা তোমাদের ভুলব না বলেছেন: তবে,ধর্ম বুঝিনা, রাজাকারের কুরবানি চাই
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: রাজাকারের কুরবানী চাই শুইনা ভালো লাগলো। পাঁচজন রাজাকারের নাম যদি বলতেন যাদের আপ্নে সবার আগে কুরবানী দিতে চান তাইলে একটু ভালো হইত, উপড়ের মন্তব্যে ভাষার যে নমুনা দিলেন, সেটার জবাব দিতে সুবিধা হইত!
১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০০
েতলবাবু বলেছেন: Janaja tow tar jonno je allah ke bissssash kore.
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: আপ্নের যাইতে মন না চাইলে যাইয়েন না। যখন কোন নাস্তিক আমার দেশের জন্য জীবন দিবো, আমি তাঁর জানাজা এক লক্ষ বার পড়বো, তাঁর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। এর জন্য আপনি আমারে গালি দিলে আপ্নারে আমি ভণ্ড বলবো।
১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
আমরা তোমাদের ভুলব না বলেছেন: জামাতের গুলারে সবার শুরুতে রাখেন,
বাকি দল গুলার রাজাকারদের তার পরে রাখেন,
শুধু কাদের মা*ার চোদ কে নিয়ে বসে থাকলে হবে না।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন:
শুধু কাদের রে নিয়ে বইসা থাকলে চল্পে না!
সহমত।
১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
যাযাবরমন বলেছেন: যাক স্বীকার করলেন যে আপনি প্রতিবাদ করবেন। এখন যারা ছাত্রলীগের কেডার তারা আপনার মত মুখে প্রতিবাদ করে বসে থাকবে না, গায়ে হাতও তুলবে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ছাত্রলীগের যে ক্যাডার গায়ে হাত তুলবে, সেইডা হইতেসে ফাউল, ওর মধ্যে বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধ সম্পর্কে কোন শ্রদ্ধাবোধ নাই, ও আসছে এই গুলা নিয়ে ব্যবসা করতে। ওরে ঠিক একইভাবে ঘৃণা করি।
১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০
জাহিদ হাসান বলেছেন: লেখক বলেছেনঃ-আপ্নে যাইয়েন না জানাজায়।
আমি জানাযা পড়েছি ।আমাদের কাপাসিয়া পাইলটে হয়েছে । থাবা বাবা (রাজীব) ভাইকে শেষবার দেখেছি । বলা যায় প্রথম ও শেষ দেখা ।
এখন উপায় ? জানাযা তো ভাই পড়ে ফেলেছি ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: সেটাই ভাই, কারও বিবেক চাইলে পড়বে, সম্মান জানাবে, না হলে জানাবে না। কিন্তু এইটা নিয়ে যখন বিভেদ তৈরী করে কোন গোষ্ঠী ফায়দা লুটতে চায় সেটা ভয়ংকর ভন্ডামী।
১৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৩
মো: আজিজ মোর্শেদ বলেছেন: না বুঝতে পারলে আর বুঝার আশা বাদ দেন, আস্তিকেরা সব আল্লাহর তৈরী আর নাস্তিকেরা তো শয়তানের নাকি? আপ্নে যাইয়েন না জানাজায়।
ভাই, হিন্দুদেরও তো আল্লাহই সৃষ্টি করেছেন, তাই বলে কি হিন্দু মারা গেলেও জানাজা পড়াতে হবে। নাস্তিকতা ব আস্তিকতা একেক জনের বিশ্বাস। নাস্তিক বা আস্তিক কারও উচিত না অন্য কার বিশ্বাসকে নিয়ে করূচিপূর্ণ মন্তব্য করা। আস্তিকের ভাল ব্যবহারেই তো নাস্তিক ব্যক্তি আস্তিকে পরিণত হবে। ইসলাম শান্তির ধর্ম এবং মুসলিম হিসাবে আমি শান্তিতে বিশ্বাস করি।
তবে নাস্তিকদের উচিত তাদের শেষকৃত্যের কোন পন্থা বলে যাওয়া, তারা তো অনেক কিছু সম্পর্কে অনেক মতামত দিয়ে থাকেন।
আর আমার কাছে নাস্তিকের জানাজা মানে হল কোরান তেলওয়াতের মাধ্যমে মূর্তি বিসর্জন দেবার মত।
আর, রাজনীতি নিয়ে কোন কথা বলতে চাই না। শুধু এটুকু বলবো......
জামাত ধর্মীয় চেতনাকে বেঁচে রাজনীতি করে।
আওয়ামী লীগ স্বাধীনতার চেতনাকে বেঁচে রাজনীতি করে।
বি এন পি গণতন্ত্রের চেতনাকে বেঁচে রাজনীতি করে।
জাতীয় পার্টি তার সব চেতনা বেঁচে দিয়েছে।
আসলে এদের কারও মাঝে এই সব চেতনা সঠিক ভাবে নেই। এদের মাঝে কোন চেতনাই নেই, থাকলে এত সুন্দর দেশের আজ এই অবস্থা হয় না।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
যাযাবরমন বলেছেন: তোমার মা-রে গালি দিলে চুপচাপ শুইনা আইবা?
তোমারে কইবো তুমি যারে বাপ জান সে আসলে কোন মানুষই না, অন্য কিছু, তাও চুপ কইরা শুনবা?
তোমারে কইবো যে লেজ না থাকলে মানুষ হয় না, তোমার লেজ নাই। রাস্তায় বাইর হইলে ডাক দিবো "ঐ বান্দর এদিকে আয়"। খুশি হইয়া আগাইয়া যাবা?
তোমারে কইবো তুমি যারে / যা বিশ্বাষ কর তা সাইকো, কি করবা, খুশিতে ডিগবাজী দিবা?