নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে !

ৎঁৎঁৎঁ

আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি, কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।

ৎঁৎঁৎঁ › বিস্তারিত পোস্টঃ

জেগে থাকে শাহবাগ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

জেগে থাকে শাহবাগ,

তাই,-

বিছিয়ে দিয়ে খোকার ঘুম ,

মায়েরা আজ গান ধরেছে ফাগুনের।



স্বপ্ন দেখায় শাহবাগ,

তাই,-

বিষন্ন কিশোর বুকে পতাকা এঁকে,

মেলে ধরে নতুনের শপথ অজর।



চেতনার ওমে সুরভিত শাহবাগ,

তাই,-

শীতের রাতেরাও উষ্ণতা ছড়িয়ে,

সংহতি জানায় পবিত্র জাগরণে।



স্লোগানের দাবানলে জ্বলছে শাহবাগ,

তাই,-

পুরনো শকুনের প্রেতাত্মারা আজ,

ভাঙচুর বিনাশের তাপে টলছে টলমল।



জাগরনের মদিরা পানে টলছে শাহবাগ,

তাই,-

মোমবাতিরা আজ আলো নয় শুধু,

আশা বুনবার সাহস যোগায় অনির্বান।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

তন্দ্রামোহ বলেছেন: আরেকটি মুক্তিযুদ্ধ আমরা করতে পেরে খুবই উৎফুল্ল। কেনইবা উৎফুল্ল হবো না এখানে নেই কোন বাধা, অস্ত্রের ভয়, না খেয়ে থাকার কষ্ট, সারাদিন ভারী অস্ত্রের বহন এখানে আছে মিডিয়ার ভীড় আমাদের মুখখানা দেখাতে পারি সহজেই, আছে কুপোত-কুপোতীরা, আছে সরকারি সাহায্য, আছে ফ্রি ইন্টারনেট, খাবার আরও কত কি।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪

ৎঁৎঁৎঁ বলেছেন: তা আপ্নের এত জ্বলে ক্যান? শাহবাগ নিয়া কাদের অনুভূতির নালীতে জ্বালাপোড়া হইতেসে এইটা কিন্তু বাঙ্গালী বুইঝা ফেলসে!!!

ছাগু সাবধান!

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বুনে যাওয়া আশায় প্রতিফলন ঘটুক।।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয় ভাই, কেমন আছেন?

আশা করি আমরা যে স্বপ্ন দেখা শুরু করলাম সেটা মাঝপথেই ভেঙ্গে যাবে না। জনতার জয় হবে।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

সানড্যান্স বলেছেন: অস্থির হইছে ভাইয়া!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সানড্যান্স :)


মোমবাতিরা আজ আলো নয় শুধু,
আশা বুনবার সাহস যোগায় অনির্বান।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: মোমবাতিরা আজ আলো নয় শুধু,
আশা বুনবার সাহস যোগায় অনির্বান।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ মাসুম আহমদ ১৪ ।



জনতার জয় হোক।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

tumpa roy বলেছেন: বুনে যাওয়া আশায় প্রতিফলন ঘটুক।।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ tumpa roy ।


স্লোগানে স্লোগানে নতুন দিন,
আসবেই ঠিক একদিন!

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

শ্রাবণ জল বলেছেন: মোমবাতিরা আজ আলো নয় শুধু,
আশা বুনবার সাহস যোগায় অনির্বান।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: আশা বেঁচে থাকুক, স্বপ্ন বেঁচে থাকুক!

পাঠে ধন্যবাদ শ্রাবন জল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.